
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তেল বা কয়লার মতো জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে সস্তা সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছে ইউরোপ; মহাদেশজুড়েই সৌর বিদ্যুৎকেন্দ্রের ছড়াছড়ি। এ জন্য প্রায়ই বিদ্যুতের উৎপাদন চাহিদাকে ছাপিয়ে যায়। আর তখন দাম কমতে কমতে শূন্যের নিচে নেমে যায়।
এ ঘটনা গতকাল মঙ্গলবারও আবার ঘটেছে বলে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে। গতকাল বিকেলের শুরুতে এসব সৌরকেন্দ্রের উৎপাদন সঞ্চালন সক্ষমতাকে ছাপিয়ে যায়। ইউরোপের সবচেয়ে বড় বিদ্যুতের বাজার জার্মানিতে স্থানীয় সময় বেলা ১টা থেকে ৩টার মধ্যে বিদ্যুতের দাম শূন্যের নিচে চলে যায়।
নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন খাতে ইউরোপ ভর্তুকি দেয়। এজন্য বিদ্যুৎ উৎপাদনের ধারা অব্যাহত থাকতে পারে। এখন পরিস্থিতি এমন হয়েছে, এক বা দুই ঘণ্টা বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখতে গেলে যে খরচ হবে, তার চেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহারের জন্য ভোক্তাদের টাকা দেওয়া সাশ্রয়ী।
এদিকে নেদারল্যান্ডসে ছাদে বসানোর সোলার প্যানেল একপ্রকার বিনা মূল্যে দেওয়া হচ্ছে। এসব কারণে ইউরোপে বিদ্যুতের দাম শূন্যের নিচে নেমেছে।
সাপ্তাহিক ছুটির পরেই বিদ্যুতের সর্বনিম্ন এই দরপতন হলো। যদিও শনিবার ও রোববার বিদ্যুতের দাম শূন্যের নিচে থাকার সম্ভাবনা বেশি, কারণ চাহিদা কম থাকে। সপ্তাহের প্রথম কার্যদিবসে এমন দরপতন অনেকটাই অবিশ্বাস্য। এদিকে জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ডসেও আজ বিদ্যুতের দাম শূন্যর কোটায় নামতে পারে।
জার্মানির সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ছে
চাহিদার উল্লেখযোগ্য পরিবর্তন না হলে বিদ্যুতের দাম শূন্যর কোটায় থাকাটাই স্বাভাবিক হয়ে উঠবে।
এইচএসবিসি হোল্ডিংসের গবেষণা অনুসারে, ইউরোপ ২০২৩ সালে ৬০ গিগাওয়াট নতুন সোলার প্যানেল স্থাপন করতে প্রস্তুত, যা গত বছরের রেকর্ড থেকে এক-তৃতীয়াংশ বেশি।
এতে ভোক্তারা দিনের বেলায়ই গাড়ি চার্জ করতে পারবেন। এই সবুজ শক্তি দিয়ে ব্যবসা চালানোর খরচও হবে কম।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তেল বা কয়লার মতো জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে সস্তা সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছে ইউরোপ; মহাদেশজুড়েই সৌর বিদ্যুৎকেন্দ্রের ছড়াছড়ি। এ জন্য প্রায়ই বিদ্যুতের উৎপাদন চাহিদাকে ছাপিয়ে যায়। আর তখন দাম কমতে কমতে শূন্যের নিচে নেমে যায়।
এ ঘটনা গতকাল মঙ্গলবারও আবার ঘটেছে বলে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে। গতকাল বিকেলের শুরুতে এসব সৌরকেন্দ্রের উৎপাদন সঞ্চালন সক্ষমতাকে ছাপিয়ে যায়। ইউরোপের সবচেয়ে বড় বিদ্যুতের বাজার জার্মানিতে স্থানীয় সময় বেলা ১টা থেকে ৩টার মধ্যে বিদ্যুতের দাম শূন্যের নিচে চলে যায়।
নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন খাতে ইউরোপ ভর্তুকি দেয়। এজন্য বিদ্যুৎ উৎপাদনের ধারা অব্যাহত থাকতে পারে। এখন পরিস্থিতি এমন হয়েছে, এক বা দুই ঘণ্টা বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখতে গেলে যে খরচ হবে, তার চেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহারের জন্য ভোক্তাদের টাকা দেওয়া সাশ্রয়ী।
এদিকে নেদারল্যান্ডসে ছাদে বসানোর সোলার প্যানেল একপ্রকার বিনা মূল্যে দেওয়া হচ্ছে। এসব কারণে ইউরোপে বিদ্যুতের দাম শূন্যের নিচে নেমেছে।
সাপ্তাহিক ছুটির পরেই বিদ্যুতের সর্বনিম্ন এই দরপতন হলো। যদিও শনিবার ও রোববার বিদ্যুতের দাম শূন্যের নিচে থাকার সম্ভাবনা বেশি, কারণ চাহিদা কম থাকে। সপ্তাহের প্রথম কার্যদিবসে এমন দরপতন অনেকটাই অবিশ্বাস্য। এদিকে জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ডসেও আজ বিদ্যুতের দাম শূন্যর কোটায় নামতে পারে।
জার্মানির সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ছে
চাহিদার উল্লেখযোগ্য পরিবর্তন না হলে বিদ্যুতের দাম শূন্যর কোটায় থাকাটাই স্বাভাবিক হয়ে উঠবে।
এইচএসবিসি হোল্ডিংসের গবেষণা অনুসারে, ইউরোপ ২০২৩ সালে ৬০ গিগাওয়াট নতুন সোলার প্যানেল স্থাপন করতে প্রস্তুত, যা গত বছরের রেকর্ড থেকে এক-তৃতীয়াংশ বেশি।
এতে ভোক্তারা দিনের বেলায়ই গাড়ি চার্জ করতে পারবেন। এই সবুজ শক্তি দিয়ে ব্যবসা চালানোর খরচও হবে কম।

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লার কাছে এক বিমানঘাঁটিতে বিস্ফোরক মজুত করেছে এবং সেখানে একটি গোপন ভূগর্ভস্থ বন্দিশালা পরিচালনা করছে, এমন অভিযোগ করেছেন ইয়েমেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
১ ঘণ্টা আগে
ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে হস্তান্তরের পরিকল্পনাকে ‘চরম বোকামি’ এবং ‘জাতীয় নিরাপত্তার জন্য বিশাল হুমকি’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প এমন বার্তা দেন।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের শ্রমবাজারে স্থানীয় নাগরিকদের অংশীদারত্ব বাড়াতে এবং বেকারত্ব হ্রাসে বড় ধরনের এক সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বিপণন ও বিক্রয় সংক্রান্ত ১৮টি বিশেষ পেশায় এখন থেকে অন্তত ৬০ শতাংশ সৌদি নাগরিক নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করেছে।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার দাবির বিরোধিতা করলে ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের যে হুমকি তিনি দিয়েছেন, তা তিনি ‘শতভাগ’ বাস্তবায়ন করবেন। গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের পক্ষে ইউরোপীয় মিত্ররা একযোগে অবস্থান নিয়েছে।
২ ঘণ্টা আগে