
সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে স্পেনে ১৪ পাকিস্তানি বংশোদ্ভূতকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দেশজুড়ে বিস্তৃত একটি জিহাদি গোষ্ঠীর সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।
ইউরো উইকলি নিউজের প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃতদের সবাই পাকিস্তানি নাগরিক এবং তারা কাতালোনিয়া, ভ্যালেন্সিয়া, গুইপুজকোয়া, ভিটোরিয়া, লগরনো ও লেইডায় বসবাস করত বলে জানা গেছে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকেই স্পেনে সন্ত্রাসবিরোধী সতর্কতা বৃদ্ধি করা হয়। স্পেনের জেনারেল ইনফরমেশন কমিশনারের কার্যালয় দেশব্যাপী সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু করে। সেই অভিযানের অংশ হিসেবেই ১৪ পাকিস্তানি বংশোদ্ভূতকে গ্রেপ্তার করা হয়েছে। সম্ভাব্য সন্ত্রাসী হামলা এড়াতে স্পেনের নিরাপত্তা বাহিনী সন্দেহভাজনদের ওপর নজরদারি দ্বিগুণ করেছে।
স্থানীয় দৈনিক লা রাহনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার আদালতে হাজির করার কথা রয়েছে। ইউরো উইকলি নিউজের প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের মধ্যে একটি নেটওয়ার্ক গড়ে তুলে জিহাদি বার্তা এবং মৌলবাদ ছড়ানোর কাজ করত বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাজ্যের সাংবাদিক ডেভিড আথারটন এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে দাবি করেন, পাকিস্তানের ইসলামি চরমপন্থী রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বায়িক পাকিস্তানের (টিএলপি) সঙ্গে যুক্ত এই ১৪ জন ‘জিহাদি’।
স্পেন পুলিশ গত মাসেও অনেকটা একই ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছিল। সেখানে জিহাদি সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়। দেশটির গণমাধ্যম বলেছে, ধর্মান্তরবাদ এবং জিহাদি কর্মকাণ্ডের জন্য নতুন সদস্য নিয়োগের অভিযোগে সেই চার সন্দেহভাজনকে গ্রানাডা, বার্সেলোনা ও মাদ্রিদ থেকে গ্রেপ্তার করা হয়েছিল।
গ্রেপ্তার হওয়া সেই চারজনের মধ্যে ‘খলিফা’ নামের একজনকে কয়েকটি জিহাদি গ্রুপের প্রতিষ্ঠাতা ও নেতা হিসেবে বলা হয়েছে ইউরো উইকলি নিউজের প্রতিবেদনে। আরও বলা হয়, কথিত সেই ‘খলিফা’ তরুণদের জিহাদি কর্মকাণ্ডে প্ররোচিত করার চেষ্টা করতেন।

সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে স্পেনে ১৪ পাকিস্তানি বংশোদ্ভূতকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দেশজুড়ে বিস্তৃত একটি জিহাদি গোষ্ঠীর সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।
ইউরো উইকলি নিউজের প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃতদের সবাই পাকিস্তানি নাগরিক এবং তারা কাতালোনিয়া, ভ্যালেন্সিয়া, গুইপুজকোয়া, ভিটোরিয়া, লগরনো ও লেইডায় বসবাস করত বলে জানা গেছে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকেই স্পেনে সন্ত্রাসবিরোধী সতর্কতা বৃদ্ধি করা হয়। স্পেনের জেনারেল ইনফরমেশন কমিশনারের কার্যালয় দেশব্যাপী সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু করে। সেই অভিযানের অংশ হিসেবেই ১৪ পাকিস্তানি বংশোদ্ভূতকে গ্রেপ্তার করা হয়েছে। সম্ভাব্য সন্ত্রাসী হামলা এড়াতে স্পেনের নিরাপত্তা বাহিনী সন্দেহভাজনদের ওপর নজরদারি দ্বিগুণ করেছে।
স্থানীয় দৈনিক লা রাহনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার আদালতে হাজির করার কথা রয়েছে। ইউরো উইকলি নিউজের প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের মধ্যে একটি নেটওয়ার্ক গড়ে তুলে জিহাদি বার্তা এবং মৌলবাদ ছড়ানোর কাজ করত বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাজ্যের সাংবাদিক ডেভিড আথারটন এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে দাবি করেন, পাকিস্তানের ইসলামি চরমপন্থী রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বায়িক পাকিস্তানের (টিএলপি) সঙ্গে যুক্ত এই ১৪ জন ‘জিহাদি’।
স্পেন পুলিশ গত মাসেও অনেকটা একই ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছিল। সেখানে জিহাদি সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়। দেশটির গণমাধ্যম বলেছে, ধর্মান্তরবাদ এবং জিহাদি কর্মকাণ্ডের জন্য নতুন সদস্য নিয়োগের অভিযোগে সেই চার সন্দেহভাজনকে গ্রানাডা, বার্সেলোনা ও মাদ্রিদ থেকে গ্রেপ্তার করা হয়েছিল।
গ্রেপ্তার হওয়া সেই চারজনের মধ্যে ‘খলিফা’ নামের একজনকে কয়েকটি জিহাদি গ্রুপের প্রতিষ্ঠাতা ও নেতা হিসেবে বলা হয়েছে ইউরো উইকলি নিউজের প্রতিবেদনে। আরও বলা হয়, কথিত সেই ‘খলিফা’ তরুণদের জিহাদি কর্মকাণ্ডে প্ররোচিত করার চেষ্টা করতেন।

দক্ষিণ চীন সাগরে মহড়া শেষ করে মার্কিন বিমানবাহী রণতরী সেখান থেকে সরে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা করেছে বলে জানা গেছে। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই খবরের ঠিক আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দেন।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করতে হামাসের শীর্ষ নেতা ও গাজার অন্যান্য ফিলিস্তিনি সংগঠনের প্রতিনিধিরা মিসরের রাজধানী কায়রোতে অবস্থান করছেন। যুদ্ধবিরতি কার্যত টালমাটাল অবস্থায়। কারণ, ইসরায়েল একের পর এক তা লঙ্ঘন করছে এবং গাজায় গণহত্যামূলক
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট–আইসিই এজেন্টরা একটি গাড়ি থেকে টেনে–হিঁচড়ে বের করে নেওয়ার সময় চিৎকার করতে থাকা যে নারীর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, তাঁকে শনাক্ত করা হয়েছে। তিনি একজন প্রযুক্তিবিদ, এলজিবিটি ও বর্ণবৈষম্যবিরোধী অধিকারকর্মী।
৪ ঘণ্টা আগে
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের এক মেডিকেল কলেজ বন্ধ করে দিয়েছে সরকার। মুসলিম শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় ডানপন্থী হিন্দু সংগঠনগুলোর টানা প্রতিবাদের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ভারতের চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা কার্যক্রমের নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি)...
৬ ঘণ্টা আগে