
সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় ও আলোচিত মুখ অ্যান্ড্রু টেট ও তাঁর ভাই ট্রিস্টানকে রোমানিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাজ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গতকাল সোমবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
অ্যান্ড্রু টেটের প্রতিনিধি দল জানায়, তাঁদের বিরুদ্ধে যৌন নিপীড়নসহ অন্যান্য অভিযোগগুলো ২০১২ থেকে ২০১৫ সালের। এক বিবৃতিতে বলা হয়, ‘অ্যান্ড্রু টেট ও তাঁর ভাই সব অভিযোগ অস্বীকার করেছেন।’
রোমানিয়ার পুলিশ বলছে, গত সোমবার যৌন অপরাধের অভিযোগে এ দুই ব্যক্তির বিরুদ্ধে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে যুক্তরাজ্য কর্তৃপক্ষ।
পুলিশ বলছে, অভিযুক্ত দুই ব্যক্তিকে বুখারেস্টের আপিল আদালতের কৌঁসুলিদের সামনে উপস্থিত করা হয়। কৌঁসুলিরা তাঁদের ২৪ ঘণ্টা আটকে রাখার নির্দেশ দিয়েছে।
টেটের এক প্রতিনিধি বলেন, এটি কার্যকর করা হবে কিনা সে বিষয়ে আগামীকাল মঙ্গলবার আদালত সিদ্ধান্ত নেবে। গ্রেপ্তারি পরোয়ানাকে এক দশক পুরোনো অভিযোগের বিস্ময়কর পুনরুজ্জীবন আখ্যা দিয়ে তারা বলেন, এটি অ্যান্ড্রু টেট ও তাঁর ভাইকে হতাশ এবং বিব্রত করেছে।
বিবৃতিতে বলা হয়, তাঁরা স্পষ্টভাবে সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং গভীর হতাশা ব্যক্ত করেছে। উল্লেখযোগ্য নতুন প্রমাণ ছাড়াই এই ধরনের গুরুতর অভিযোগগুলো আবার তোলা হচ্ছে। দৃঢ় সংকল্প ও দৃঢ়তার সঙ্গে এই অভিযোগগুলো চ্যালেঞ্জ করতে তাঁরা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
মানবপাচার, ধর্ষণ ও নারীদের যৌন নিপীড়নের জন্য অপরাধী দল গঠনের দায়ে গত জুনে রোমানিয়ায় টেটের ভাই ও দুই রোমানিয়ান নারীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তাঁরা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় ও আলোচিত মুখ অ্যান্ড্রু টেট ও তাঁর ভাই ট্রিস্টানকে রোমানিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাজ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গতকাল সোমবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
অ্যান্ড্রু টেটের প্রতিনিধি দল জানায়, তাঁদের বিরুদ্ধে যৌন নিপীড়নসহ অন্যান্য অভিযোগগুলো ২০১২ থেকে ২০১৫ সালের। এক বিবৃতিতে বলা হয়, ‘অ্যান্ড্রু টেট ও তাঁর ভাই সব অভিযোগ অস্বীকার করেছেন।’
রোমানিয়ার পুলিশ বলছে, গত সোমবার যৌন অপরাধের অভিযোগে এ দুই ব্যক্তির বিরুদ্ধে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে যুক্তরাজ্য কর্তৃপক্ষ।
পুলিশ বলছে, অভিযুক্ত দুই ব্যক্তিকে বুখারেস্টের আপিল আদালতের কৌঁসুলিদের সামনে উপস্থিত করা হয়। কৌঁসুলিরা তাঁদের ২৪ ঘণ্টা আটকে রাখার নির্দেশ দিয়েছে।
টেটের এক প্রতিনিধি বলেন, এটি কার্যকর করা হবে কিনা সে বিষয়ে আগামীকাল মঙ্গলবার আদালত সিদ্ধান্ত নেবে। গ্রেপ্তারি পরোয়ানাকে এক দশক পুরোনো অভিযোগের বিস্ময়কর পুনরুজ্জীবন আখ্যা দিয়ে তারা বলেন, এটি অ্যান্ড্রু টেট ও তাঁর ভাইকে হতাশ এবং বিব্রত করেছে।
বিবৃতিতে বলা হয়, তাঁরা স্পষ্টভাবে সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং গভীর হতাশা ব্যক্ত করেছে। উল্লেখযোগ্য নতুন প্রমাণ ছাড়াই এই ধরনের গুরুতর অভিযোগগুলো আবার তোলা হচ্ছে। দৃঢ় সংকল্প ও দৃঢ়তার সঙ্গে এই অভিযোগগুলো চ্যালেঞ্জ করতে তাঁরা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
মানবপাচার, ধর্ষণ ও নারীদের যৌন নিপীড়নের জন্য অপরাধী দল গঠনের দায়ে গত জুনে রোমানিয়ায় টেটের ভাই ও দুই রোমানিয়ান নারীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তাঁরা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো শিগগির দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র-সমর্থিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কর্তৃত্ব প্রত্যাখ্যান করেছেন। নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে দেওয়া
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান চাপ ও শুল্ক হুমকির মধ্যেও রাশিয়ার অপরিশোধিত তেল আমদানিতে ভারত এখনো শক্ত অবস্থানে। সাম্প্রতিক ছয় মাসে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমে গেলেও মোট আমদানির প্রায় এক-চতুর্থাংশ এখনো রুশ তেল থেকেই আসছে।
৭ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের পর লাতিন আমেরিকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্য চ্যালেঞ্জ জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এক কড়া বক্তব্যে তিনি বলেছেন, ‘এসে ধরুন আমাকে। আমি এখানেই আপনাদের জন্য
৮ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে ‘ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর মতো অপহরণ করতে পারেন কি না’—এমন মন্তব্য করে তীব্র বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছেন ভারতের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই মন্তব্যকে অনেকেই ‘অবাস্তব’, ‘হাস্যকর’ ও ‘দেশের জন্য অপমানজনক’ বলে
১০ ঘণ্টা আগে