Ajker Patrika

এবার দখল হলো ব্রিটেনের মিয়ানমার দূতাবাস

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ১১: ৫২
এবার দখল হলো ব্রিটেনের মিয়ানমার দূতাবাস

ব্রিটেনের মিয়ানমার দূতাবাস থেকে রাষ্ট্রদূতকে বের করে দিয়ে সেটি দখলে নিয়েছে জান্তা সমর্থিত ব্যক্তিরা। স্থানীয় সময় বুধবার এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

এ নিয়ে যুক্তরাজ্যে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও জোয়ার মিন বলেন, সেনাদের সঙ্গে সংযোগ রয়েছে এমন ব্যক্তিরা দূতাবাস দখলে নিয়েছে।  

গত ফেব্রুয়ারিতে সেনাদের হাতে মিয়ানমারের নির্বাচিত নেত্রী অং সান সু চি এবং প্রেসিডেন্ট  উইন মিন্ট গ্রেফতার হওয়ার পর একটি বিবৃতির মাধ্যমে তাদেরকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছিলেন  কিয়াও জোয়ার মিন। এ নিয়ে গত মাসে তাঁকে ডেকে পাঠায় মিয়ানমারের সেনা সরকার।

কিয়াও জোয়ার মিনের ওই বিবৃতি দিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবও টুইট করেছিলেন। বিবৃতিতে  কিয়াও জোয়ার মিন বলেছিলেন, কূটনীতি হলো বর্তমান অচলাবস্থার একমাত্র প্রতিক্রিয়া এবং জবাব।

এদিকে রাষ্ট্রদূতকে বের করে দেওয়ার ঘটনায় লন্ডনের অবস্থিত মিয়ানমারের দূতাবাসের বাইরে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা।

গত ফেব্রুয়ারিতে মিয়ানমারের সেনারা দেশটির রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের পর থেকে এর বিরোধিতা করছে ব্রিটেন।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের ক্ষমতাসীন এনএলডি (ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি) সরকারকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। বন্দি করা হয় অং সান সু চিসহ তার দলের কয়েক হাজার কর্মী-সদস্য-সমর্থকদের। এরপর থেকে মিয়ানমার শুরু হওয়া সেনাবিরোধী আন্দোলনে ৪৬ শিশুসহ কমপক্ষে ৫৫০ জন নিহত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত