
ইতালির পার্লামেন্ট নির্বাচনের ভোটে নিজেদের জয়ী বলে দাবি করেছেন কট্টর ডানপন্থী জোটের নেতা জর্জিয়া মেলোনি। নির্বাচনের পর বুথ ফেরত জরিপেও একই আভাস মিলেছে। স্থানীয় সময় আজ সোমবার বুথ ফেরত জরিপ থেকে দেখা গেছে, মেলোনির কট্টর ডানপন্থী দল ব্রাদার্স অব ইতালি পার্টি ২৬ শতাংশ ভোট পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপির পৃথক দুই প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জর্জিও মেলোনির দল ব্রাদার্স অব ইতালি পার্টি পরিষ্কারভাবে এগিয়ে থাকার দিকে যাচ্ছে। তবে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাবে না দলটি। সরকার গঠনের জন্য জোট গঠনের প্রয়োজন হতে পারে। অন্য দুটি ডানপন্থী দল মাত্তেও সালভিনিস লিগ ও ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বের্লুসকোনির ফোরজা ইতালিয়াকে নিয়ে জোট সরকার গঠন করতে পারে জর্জিয়া মেলোনির দল।
ডানপন্থী দলগুলো জোট গঠন করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো ডানপন্থী প্রধানমন্ত্রী পাচ্ছে ইতালি। আর দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হতে পারেন জর্জিয়া মেলোনি। ইতালির ফ্যাসিবাদী নেতা মুসোলিনির অনুসারী বলে ধারণা করা হয় ৪৫ বছরের জর্জিয়া মেলোনিকে। তাঁর দলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ‘নব্য ফ্যাসিবাদ’–এর বীজ রয়েছে বলেও ধারণা বিশ্লেষকদের। তবে মেলোনি ইউক্রেন যুদ্ধের বিষয়ে পশ্চিমা মনোভাবকেই সমর্থন করবেন জানিয়েছেন।
উল্লেখ্য, স্থানীয় সময় গতকাল রোববার ভোর পাঁচটায় ইতালিতে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। চলে রাত ১১টা পর্যন্ত। নির্বাচনে দেশটির ৫ কোটি ১০ লাখ ভোটার ভোট দিয়েছেন। যাদের মধ্যে ২৬ লাখ ভোটার এবারই প্রথম ভোট দিয়েছেন।

ইতালির পার্লামেন্ট নির্বাচনের ভোটে নিজেদের জয়ী বলে দাবি করেছেন কট্টর ডানপন্থী জোটের নেতা জর্জিয়া মেলোনি। নির্বাচনের পর বুথ ফেরত জরিপেও একই আভাস মিলেছে। স্থানীয় সময় আজ সোমবার বুথ ফেরত জরিপ থেকে দেখা গেছে, মেলোনির কট্টর ডানপন্থী দল ব্রাদার্স অব ইতালি পার্টি ২৬ শতাংশ ভোট পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপির পৃথক দুই প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জর্জিও মেলোনির দল ব্রাদার্স অব ইতালি পার্টি পরিষ্কারভাবে এগিয়ে থাকার দিকে যাচ্ছে। তবে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাবে না দলটি। সরকার গঠনের জন্য জোট গঠনের প্রয়োজন হতে পারে। অন্য দুটি ডানপন্থী দল মাত্তেও সালভিনিস লিগ ও ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বের্লুসকোনির ফোরজা ইতালিয়াকে নিয়ে জোট সরকার গঠন করতে পারে জর্জিয়া মেলোনির দল।
ডানপন্থী দলগুলো জোট গঠন করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো ডানপন্থী প্রধানমন্ত্রী পাচ্ছে ইতালি। আর দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হতে পারেন জর্জিয়া মেলোনি। ইতালির ফ্যাসিবাদী নেতা মুসোলিনির অনুসারী বলে ধারণা করা হয় ৪৫ বছরের জর্জিয়া মেলোনিকে। তাঁর দলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ‘নব্য ফ্যাসিবাদ’–এর বীজ রয়েছে বলেও ধারণা বিশ্লেষকদের। তবে মেলোনি ইউক্রেন যুদ্ধের বিষয়ে পশ্চিমা মনোভাবকেই সমর্থন করবেন জানিয়েছেন।
উল্লেখ্য, স্থানীয় সময় গতকাল রোববার ভোর পাঁচটায় ইতালিতে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। চলে রাত ১১টা পর্যন্ত। নির্বাচনে দেশটির ৫ কোটি ১০ লাখ ভোটার ভোট দিয়েছেন। যাদের মধ্যে ২৬ লাখ ভোটার এবারই প্রথম ভোট দিয়েছেন।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
২ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৩ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৪ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৬ ঘণ্টা আগে