
ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল, অর্থমন্ত্রী সের্হি মার্চেঙ্কো এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কিরিলো শেভচেঙ্কোসহ শীর্ষ অর্থ কর্মকর্তারা আগামী সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকে অংশ নেবেন। এ সময় তাঁরা ওয়াশিংটন সফরও করবেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রয়টার্স জানিয়েছে, সফরকালে ইউক্রেনের প্রধানমন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তারা গ্রুপ-৭ সদস্যভুক্ত দেশের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং আগামী বৃহস্পতিবার বিশ্বব্যাংক কর্তৃক আয়োজিত ইউক্রেনের ওপর একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন।
ইউক্রেনে রুশ হামলা শুরুর পর বৃহস্পতিবারের বৈঠকটি হতে যাচ্ছে আইএমএফ ও বিশ্বব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেনের শীর্ষ কর্মকর্তাদের প্রথম ব্যক্তিগত বৈঠক।
আইএমএফ ও বিশ্বব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের এই বৈঠকে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধকালীন বৈশ্বিক অর্থনীতি প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে জি-৭ ও জি-২০ সদস্য দেশের অর্থনীতিও প্রাধান্য পাবে। বৈঠকটি শুধুই একটি গোলটেবিলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং দাতাদের সম্মেলনে পরিণত হবে। যদিও আইএমএফ ও বিশ্বব্যাংক উভয়েই অনুদান প্রক্রিয়াকরণের জন্য আলাদা অ্যাকাউন্ট তৈরি করেছে এবং আগামী সপ্তাহে এ দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও প্রতিশ্রুতি ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে ইউক্রেনের কর্মকর্তারা যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া অর্থনীতি, ব্যাংকিং ও আর্থিক খাতের কার্যকারিতা নিয়ে আলোচনার সুযোগ পাবেন।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এ সপ্তাহে ওয়ারশতে একটি অনুষ্ঠানে বলেছেন, ‘বিশ্বব্যাংক ইউক্রেনের জন্য দেড় শ কোটি ডলার সহায়তা প্যাকেজ প্রস্তুত করছে।’

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল, অর্থমন্ত্রী সের্হি মার্চেঙ্কো এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কিরিলো শেভচেঙ্কোসহ শীর্ষ অর্থ কর্মকর্তারা আগামী সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকে অংশ নেবেন। এ সময় তাঁরা ওয়াশিংটন সফরও করবেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রয়টার্স জানিয়েছে, সফরকালে ইউক্রেনের প্রধানমন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তারা গ্রুপ-৭ সদস্যভুক্ত দেশের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং আগামী বৃহস্পতিবার বিশ্বব্যাংক কর্তৃক আয়োজিত ইউক্রেনের ওপর একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন।
ইউক্রেনে রুশ হামলা শুরুর পর বৃহস্পতিবারের বৈঠকটি হতে যাচ্ছে আইএমএফ ও বিশ্বব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেনের শীর্ষ কর্মকর্তাদের প্রথম ব্যক্তিগত বৈঠক।
আইএমএফ ও বিশ্বব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের এই বৈঠকে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধকালীন বৈশ্বিক অর্থনীতি প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে জি-৭ ও জি-২০ সদস্য দেশের অর্থনীতিও প্রাধান্য পাবে। বৈঠকটি শুধুই একটি গোলটেবিলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং দাতাদের সম্মেলনে পরিণত হবে। যদিও আইএমএফ ও বিশ্বব্যাংক উভয়েই অনুদান প্রক্রিয়াকরণের জন্য আলাদা অ্যাকাউন্ট তৈরি করেছে এবং আগামী সপ্তাহে এ দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও প্রতিশ্রুতি ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে ইউক্রেনের কর্মকর্তারা যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া অর্থনীতি, ব্যাংকিং ও আর্থিক খাতের কার্যকারিতা নিয়ে আলোচনার সুযোগ পাবেন।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এ সপ্তাহে ওয়ারশতে একটি অনুষ্ঠানে বলেছেন, ‘বিশ্বব্যাংক ইউক্রেনের জন্য দেড় শ কোটি ডলার সহায়তা প্যাকেজ প্রস্তুত করছে।’

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
৬ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
৬ ঘণ্টা আগে
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
৯ ঘণ্টা আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
৯ ঘণ্টা আগে