
ইউক্রেনের দনবাস ও দক্ষিণ ইউক্রেন অবরোধের পরিকল্পনা করেছেন রাশিয়া। শুক্রবার রাশিয়ার এক সামরিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
রাশিয়ার গণমাধ্যমের বরাত দিয়ে আল–জাজিরা জানাচ্ছে, রাশিয়ার কেন্দ্রীয় সামরিক ইউনিটের ডেপুটি কমান্ডার মেজর জেনারেল রুস্তম মিনেকায়েভ শুক্রবার এস্ভার্দলোভস্কে এক বৈঠকে এই ঘোষণা দেন। বৈঠকে রুস্তম বলেছিলেন, দনবাস দখল করতে পারলে তা মস্কো ক্রিমিয়ার সঙ্গে ইউক্রেনের পূর্ব অঞ্চলের সঙ্গে একটি স্থল যোগাযোগ স্থাপনের করতে সক্ষম হবে।
এদিকে, রাশিয়া কর্তৃক ইউক্রেনের পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়াকে সাময়িক বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া সর্বশেষ ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। ভলোদিমির জেলেনস্কি তাঁর ভাষণে রাশিয়াকে উদ্দেশ্য করে বলেন, দেশের পূর্বাঞ্চলে রাশিয়ার সাম্প্রতিক অর্জন ক্ষণস্থায়ী এবং রুশ সৈন্যদের সীমান্ত পেরিয়ে অবশ্যই ফিরে যেতে বাধ্য করা হবে।
জেলেনস্কি আরও বলেন, ‘আমাদের দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে দখলদারেরা সামান্য কিছু অর্জনের কথা প্রচারের সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাঁরা সেখানে সৈন্য জমা করছে এবং নতুন জমা করা সৈন্যদের দলগুলোকে আমাদের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় নিয়ে যাচ্ছে। এমনকি তাঁরা তাদের তথাকথিত দখলকৃত এলাকায়ও সৈন্যসংখ্যা বাড়ানোর চেষ্টা করছে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়ার এসব পদক্ষেপের কোনোটাই আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে খুব বেশি সাহায্য করবে না। তারা কেবল তাদের ভাগ্যে যা লেখা আছে—আমাদের এলাকা ছেড়ে যাওয়া—সেটার অনিবার্য পরিণতিকে বিলম্বিত করতে পারে। হানাদারদের অবশ্যই আমাদের এলাকা ছেড়ে যেতে হবে। এমনকি মারিউপোলও ছেড়ে যেতে হবে। রাশিয়া বারবার যে শহরটি দখলের কথা বললেও ইউক্রেনের সৈন্যরা রাশিয়াকে প্রতিরোধ করে চলেছে।’

ইউক্রেনের দনবাস ও দক্ষিণ ইউক্রেন অবরোধের পরিকল্পনা করেছেন রাশিয়া। শুক্রবার রাশিয়ার এক সামরিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
রাশিয়ার গণমাধ্যমের বরাত দিয়ে আল–জাজিরা জানাচ্ছে, রাশিয়ার কেন্দ্রীয় সামরিক ইউনিটের ডেপুটি কমান্ডার মেজর জেনারেল রুস্তম মিনেকায়েভ শুক্রবার এস্ভার্দলোভস্কে এক বৈঠকে এই ঘোষণা দেন। বৈঠকে রুস্তম বলেছিলেন, দনবাস দখল করতে পারলে তা মস্কো ক্রিমিয়ার সঙ্গে ইউক্রেনের পূর্ব অঞ্চলের সঙ্গে একটি স্থল যোগাযোগ স্থাপনের করতে সক্ষম হবে।
এদিকে, রাশিয়া কর্তৃক ইউক্রেনের পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়াকে সাময়িক বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া সর্বশেষ ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। ভলোদিমির জেলেনস্কি তাঁর ভাষণে রাশিয়াকে উদ্দেশ্য করে বলেন, দেশের পূর্বাঞ্চলে রাশিয়ার সাম্প্রতিক অর্জন ক্ষণস্থায়ী এবং রুশ সৈন্যদের সীমান্ত পেরিয়ে অবশ্যই ফিরে যেতে বাধ্য করা হবে।
জেলেনস্কি আরও বলেন, ‘আমাদের দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে দখলদারেরা সামান্য কিছু অর্জনের কথা প্রচারের সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাঁরা সেখানে সৈন্য জমা করছে এবং নতুন জমা করা সৈন্যদের দলগুলোকে আমাদের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় নিয়ে যাচ্ছে। এমনকি তাঁরা তাদের তথাকথিত দখলকৃত এলাকায়ও সৈন্যসংখ্যা বাড়ানোর চেষ্টা করছে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়ার এসব পদক্ষেপের কোনোটাই আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে খুব বেশি সাহায্য করবে না। তারা কেবল তাদের ভাগ্যে যা লেখা আছে—আমাদের এলাকা ছেড়ে যাওয়া—সেটার অনিবার্য পরিণতিকে বিলম্বিত করতে পারে। হানাদারদের অবশ্যই আমাদের এলাকা ছেড়ে যেতে হবে। এমনকি মারিউপোলও ছেড়ে যেতে হবে। রাশিয়া বারবার যে শহরটি দখলের কথা বললেও ইউক্রেনের সৈন্যরা রাশিয়াকে প্রতিরোধ করে চলেছে।’

মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
রয়টার্স নয়াদিল্লির একটি জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ভারতকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
১১ ঘণ্টা আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
১৩ ঘণ্টা আগে