
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদনেৎস্কে রাশিয়ার সেনাবাহিনীর প্রবল বোমাবর্ষণের মুখে টিকতে না পেরে পিছু হটেছে ইউক্রেনের সেনাবাহিনী। তাঁরা এখন সেভেরোদনেৎস্কের ছোট্ট একটি অংশ নিয়ন্ত্রণ করছে মাত্র। স্থানীয় সময় বুধবার সেভেরোদনেৎস্কের গভর্নর বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সেভেরোদনেৎস্কের গভর্নর সেরহি গাইদাই জানিয়েছেন, কিছুদিন আগে ইউক্রেনের সেনাবাহিনী সেভেরোদনেৎস্কে রুশ সেনাবাহিনীকে রুখে দেওয়ার প্রচেষ্টা নিয়েছিল। তাঁরা শহরটির প্রায় অর্ধেক নিজেদের নিয়ন্ত্রণে এনেছিল। পরে রুশ সেনা ও বিমানবাহিনী ওই এলাকায় প্রবল বোমাবর্ষণ শুরু করলে সেসব এলাকা আর দখলে রাখতে পারেনি।
সেরহি গাইদাই বলেছেন, ‘আমাদের সেনাবাহিনী এখন কেবল শহরের উপকণ্ঠের ছোট একটি অংশ নিয়ন্ত্রণ করছে। তবে লড়াই এখনো চলছে, আমাদের বাহিনী এখনো সেভেরোদনেৎস্ক রক্ষায় লড়াই চালিয়ে যাচ্ছে। রুশ বাহিনী পরিপূর্ণভাবে শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে এ কথা বলা সম্ভব নয়।’
এদিকে, যুদ্ধবিরতি এবং ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির বিষয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার নতুন পটভূমি তৈরি হয়েছে। বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক বৈঠকের পর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলেত কাভুসোগলু এ কথা বলেছেন।
তুরস্কের রাজধানী আঙ্কারায় সের্গেই লাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মেভলেত কাভুসোগলু বলেন, তুরস্ক বিশ্বাস করে—মানবতার খাতিরে যত দ্রুত সম্ভব এই যুদ্ধ শেষ হওয়া উচিত। এবং এই যুদ্ধ আলোচনার মাধ্যমেই শেষ হতে পারে।
কাভুসোগলু এ সময় আরও বলেন, তুরস্ক রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার সংকট নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে আগ্রহী। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি বন্ধ হওয়াটা যুদ্ধের একটি নেতিবাচক প্রভাব। এবং শিগগিরই এই অচলাবস্থা কাটিয়ে রপ্তানি চালু করা উচিত।’

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদনেৎস্কে রাশিয়ার সেনাবাহিনীর প্রবল বোমাবর্ষণের মুখে টিকতে না পেরে পিছু হটেছে ইউক্রেনের সেনাবাহিনী। তাঁরা এখন সেভেরোদনেৎস্কের ছোট্ট একটি অংশ নিয়ন্ত্রণ করছে মাত্র। স্থানীয় সময় বুধবার সেভেরোদনেৎস্কের গভর্নর বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সেভেরোদনেৎস্কের গভর্নর সেরহি গাইদাই জানিয়েছেন, কিছুদিন আগে ইউক্রেনের সেনাবাহিনী সেভেরোদনেৎস্কে রুশ সেনাবাহিনীকে রুখে দেওয়ার প্রচেষ্টা নিয়েছিল। তাঁরা শহরটির প্রায় অর্ধেক নিজেদের নিয়ন্ত্রণে এনেছিল। পরে রুশ সেনা ও বিমানবাহিনী ওই এলাকায় প্রবল বোমাবর্ষণ শুরু করলে সেসব এলাকা আর দখলে রাখতে পারেনি।
সেরহি গাইদাই বলেছেন, ‘আমাদের সেনাবাহিনী এখন কেবল শহরের উপকণ্ঠের ছোট একটি অংশ নিয়ন্ত্রণ করছে। তবে লড়াই এখনো চলছে, আমাদের বাহিনী এখনো সেভেরোদনেৎস্ক রক্ষায় লড়াই চালিয়ে যাচ্ছে। রুশ বাহিনী পরিপূর্ণভাবে শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে এ কথা বলা সম্ভব নয়।’
এদিকে, যুদ্ধবিরতি এবং ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির বিষয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার নতুন পটভূমি তৈরি হয়েছে। বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক বৈঠকের পর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলেত কাভুসোগলু এ কথা বলেছেন।
তুরস্কের রাজধানী আঙ্কারায় সের্গেই লাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মেভলেত কাভুসোগলু বলেন, তুরস্ক বিশ্বাস করে—মানবতার খাতিরে যত দ্রুত সম্ভব এই যুদ্ধ শেষ হওয়া উচিত। এবং এই যুদ্ধ আলোচনার মাধ্যমেই শেষ হতে পারে।
কাভুসোগলু এ সময় আরও বলেন, তুরস্ক রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার সংকট নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে আগ্রহী। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি বন্ধ হওয়াটা যুদ্ধের একটি নেতিবাচক প্রভাব। এবং শিগগিরই এই অচলাবস্থা কাটিয়ে রপ্তানি চালু করা উচিত।’

চলতি মাসের শুরুতে জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে মসজিদসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে চার পাতার একটি ফরম বিতরণ করা হয়। এর শিরোনাম ছিল—‘মসজিদের প্রোফাইলিং’। কিন্তু ভারত সরকারের এই উদ্যোগ কাশ্মীরের মুসলিম-অধ্যুষিত অঞ্চলগুলোর মানুষের মধ্যে তৈরি করেছে একধরনের উদ্বেগ।
৩ মিনিট আগে
ভারতে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় এবার নজিরবিহীন বিতর্কের সৃষ্টি হলো। খোদ নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র (নাতির ছেলে) চন্দ্র বসুকে নাগরিকত্বের প্রমাণ যাচাইয়ের জন্য ‘এসআইআর’ শুনানিতে তলব করেছে নির্বাচন কমিশন। এই নোটিস পাওয়া মাত্রই তীব্র বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক এই বিজেপি নেতা।
৩ ঘণ্টা আগে
স্পেনের দক্ষিণাঞ্চলে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এতে আরও বহু মানুষ আহত হয়েছেন। স্পেনের সিভিল গার্ড এ তথ্য জানিয়েছে। এটি গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটির সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।
৫ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্র দায়মুক্তির মনোভাব নিয়ে কাজ করছে এবং আন্তর্জাতিক আইনের চেয়ে নিজ শক্তি ও ‘গায়ের জোরকেই’ বেশি গুরুত্ব দিচ্ছে। এমনটাই মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ওয়াশিংটনের কাছে বহুপক্ষীয় সমাধান কার্যত অপ্রাসঙ্গিক বলে মনে হচ্ছে।
৫ ঘণ্টা আগে