
বেলারুশে সফররত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন—ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পর তাঁর কোনো বৈধতা নেই। রাশিয়া ও ইউক্রেন শান্তি আলোচনা শুরু করতে চাইলে এই বিষয়টি আইনি বাধা তৈরি করবে বলেও জানান তিনি।
রাশিয়ার হামলার তৃতীয় বছরে ইউক্রেন বর্তমানে সামরিক আইনের (মার্শাল ল) অধীনে চলছে। সপ্তাহখানেক আগেই নিজের পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পরও নতুন প্রেসিডেন্ট নির্বাচনের মুখোমুখি হননি জেলেনস্কি। জেলেনস্কির এমন সিদ্ধান্তকে যথাযথ বলেই মনে করে তাঁর পশ্চিমা মিত্ররা।
শুক্রবার চারটি রুশ সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, একটি সমঝোতামূলক যুদ্ধবিরতির মাধ্যমে পুতিন ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত। তবে কিয়েভ এবং পশ্চিম এতে সাড়া না দিলে তারা যুদ্ধই চালিয়ে যাবে।
বেলারুশ সফরে গিয়েও পুতিন এ ধরনের সমঝোতা প্রস্তাবের ইঙ্গিত দিয়েছেন। তবে সমঝোতার জন্য জেলেনস্কির অবস্থানকে সমস্যাযুক্ত আখ্যা দিয়ে তিনি বলেন, ‘কিন্তু কার সঙ্গে আলোচনা করব? এটি একটি নিষ্ক্রিয় প্রশ্ন নয়—আমরা জানি যে বর্তমান প্রেসিডেন্টের বৈধতা শেষ হয়ে গেছে।’
পুতিন আশঙ্কা করেছেন, পরের মাসেই এই যুদ্ধের ওপর সুইজারল্যান্ডে অনুষ্ঠিত একটি সম্মেলনকে জেলেনস্কির বৈধতাকে সমর্থন করার জন্য পশ্চিমারা ব্যবহার করবে। তবে এই বিষয়টিকে আইনি অর্থ ছাড়া একটি ‘দাপ্তরিক পদক্ষেপ’ হিসেবে আখ্যা দেন রুশ প্রেসিডেন্ট।
তিনি বলেন, ‘আল্টিমেটাম নয়, সাধারণ জ্ঞানের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।’
রাশিয়া বর্তমানে ইউক্রেনের ২০ শতাংশ নিয়ন্ত্রণ করছে দাবি করে যুদ্ধের বর্তমান বাস্তবতায় একটি খসড়া নথির ওপর ভিত্তি করে শান্তি প্রতিষ্ঠা করা উচিত বলে মনে করেন পুতিন।
তিনি বলেন, ‘যদি এটি সেই পর্যায়ে পৌঁছায়, তাহলে আইনিভাবে বাধ্যতামূলক নথিতে স্বাক্ষর করার জন্য আমাদের অবশ্যই বুঝতে হবে যে, কার সঙ্গে বসা উচিত। আমাদের অবশ্যই নিশ্চিত হতে হবে, আমরা বৈধ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি।’

বেলারুশে সফররত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন—ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পর তাঁর কোনো বৈধতা নেই। রাশিয়া ও ইউক্রেন শান্তি আলোচনা শুরু করতে চাইলে এই বিষয়টি আইনি বাধা তৈরি করবে বলেও জানান তিনি।
রাশিয়ার হামলার তৃতীয় বছরে ইউক্রেন বর্তমানে সামরিক আইনের (মার্শাল ল) অধীনে চলছে। সপ্তাহখানেক আগেই নিজের পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পরও নতুন প্রেসিডেন্ট নির্বাচনের মুখোমুখি হননি জেলেনস্কি। জেলেনস্কির এমন সিদ্ধান্তকে যথাযথ বলেই মনে করে তাঁর পশ্চিমা মিত্ররা।
শুক্রবার চারটি রুশ সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, একটি সমঝোতামূলক যুদ্ধবিরতির মাধ্যমে পুতিন ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত। তবে কিয়েভ এবং পশ্চিম এতে সাড়া না দিলে তারা যুদ্ধই চালিয়ে যাবে।
বেলারুশ সফরে গিয়েও পুতিন এ ধরনের সমঝোতা প্রস্তাবের ইঙ্গিত দিয়েছেন। তবে সমঝোতার জন্য জেলেনস্কির অবস্থানকে সমস্যাযুক্ত আখ্যা দিয়ে তিনি বলেন, ‘কিন্তু কার সঙ্গে আলোচনা করব? এটি একটি নিষ্ক্রিয় প্রশ্ন নয়—আমরা জানি যে বর্তমান প্রেসিডেন্টের বৈধতা শেষ হয়ে গেছে।’
পুতিন আশঙ্কা করেছেন, পরের মাসেই এই যুদ্ধের ওপর সুইজারল্যান্ডে অনুষ্ঠিত একটি সম্মেলনকে জেলেনস্কির বৈধতাকে সমর্থন করার জন্য পশ্চিমারা ব্যবহার করবে। তবে এই বিষয়টিকে আইনি অর্থ ছাড়া একটি ‘দাপ্তরিক পদক্ষেপ’ হিসেবে আখ্যা দেন রুশ প্রেসিডেন্ট।
তিনি বলেন, ‘আল্টিমেটাম নয়, সাধারণ জ্ঞানের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।’
রাশিয়া বর্তমানে ইউক্রেনের ২০ শতাংশ নিয়ন্ত্রণ করছে দাবি করে যুদ্ধের বর্তমান বাস্তবতায় একটি খসড়া নথির ওপর ভিত্তি করে শান্তি প্রতিষ্ঠা করা উচিত বলে মনে করেন পুতিন।
তিনি বলেন, ‘যদি এটি সেই পর্যায়ে পৌঁছায়, তাহলে আইনিভাবে বাধ্যতামূলক নথিতে স্বাক্ষর করার জন্য আমাদের অবশ্যই বুঝতে হবে যে, কার সঙ্গে বসা উচিত। আমাদের অবশ্যই নিশ্চিত হতে হবে, আমরা বৈধ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি।’

ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ চাবাহার বন্দর নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসনের কড়া নিষেধাজ্ঞা এবং ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে জড়িত দেশগুলোর ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকির মুখে চাবাহার প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে।
২ ঘণ্টা আগে
ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকা গাজায় ‘শান্তি’ আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বোর্ড অব পিস’ গঠন করেছেন। গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ ছিল এই ‘বোর্ড অব পিস’। গতকাল শুক্রবার এক বিবৃতির মাধ্যমে এই পর্ষদের সদস্যদের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস।
৩ ঘণ্টা আগে
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ, জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
১৪ ঘণ্টা আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
১৪ ঘণ্টা আগে