
সদ্য পরীক্ষিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সারমাত মোতায়েনের পরিকল্পনা করেছে রাশিয়া। রাশিয়ার যেকোনো স্থান থেকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি আসন্ন শরৎকালের মধ্যেই মোতায়েন করা হবে বলে জানিয়েছে দেশটি। শনিবার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
রাশিয়ার কর্মকর্তারা শনিবার জানিয়েছেন, তাঁরা আসন্ন শরৎকালের মধ্যেই তাদের নতুন পরীক্ষিত সারমাত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করার পরিকল্পনা করছে যা মার্কিন যুক্তরাষ্ট্রে পারমাণবিক আক্রমণ চালাতে সক্ষম।
রাশিয়ার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান রসকসমসের প্রধান দিমিত্রি রোগোজিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে বিশেষজ্ঞদের ধারণা, এটি একটি উচ্চাভিলাষী পরিকল্পনা। কারণ রাশিয়া কেবল গত বুধবারেই সারমাত সিরিজের এই ক্ষেপণাস্ত্রটির প্রথম পরীক্ষা চালিয়েছে। এ ছাড়া, পশ্চিমা সমর বিশেষজ্ঞরা বলছেন, ক্ষেপণাস্ত্র মোতায়েন করার আগে আরও অনেক কিছু সংস্থাপন করার প্রয়োজন।
পরমাণু অস্ত্রবাহী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির কোনো প্রতিদ্বন্দ্বী নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া জানিয়েছে, তাঁরা এই প্রথম এমন বৈশিষ্ট্য সংবলিত সারমাত সিরিজের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল। এই ক্ষেপণাস্ত্র রাশিয়ার পারমাণবিক অস্ত্রাগারে একটি নতুন সংযোজন হবে বলে উল্লেখ করেছে তারা এবং ভ্লাদিমির পুতিন এই ক্ষেপণাস্ত্র প্রসঙ্গে বলেছেন, ‘এটি মস্কোর শত্রুদের নতুন করে ভাবতে বাধ্য করবে।’
ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের প্লেসেৎস্ক থেকে উৎক্ষেপণ করা হয়। পরে এটি প্রায় ৬ হাজার কিলোমিটার দূরবর্তী রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
সারমাত সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো নিয়ে বেশ কয়েক বছর ধরেই কাজ করে আসছে রাশিয়া। ফলে এই পরীক্ষা হয়তো রাশিয়ার প্রতিপক্ষ দেশগুলোর জন্য নতুন কোনো সংবাদ নয়। তবে, এই পরীক্ষা যে—ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান সংকট আরও গভীর করবে এবং ইউক্রেনের মিত্রদের নতুন করে ভাবতে বাধ্য করবে সে বিষয়ে নিশ্চিত বিশ্লেষকেরা।
নতুন এই ক্ষেপণাস্ত্র সম্পর্কে পুতিন বলেছেন, ‘নতুন এই ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ কৌশলগত ও প্রযুক্তিগত বৈশিষ্ট্য সম্পন্ন এবং এতে ক্ষেপণাস্ত্রবিরোধী প্রতিরক্ষার সব আধুনিক কৌশলকে অতিক্রম করতে সক্ষম। বিশ্বে এটির কোনো প্রতিদ্বন্দ্বী নেই ও দীর্ঘ সময় এর কোনো প্রতিদ্বন্দ্বী থাকবেও না।’
পুতিন আরও বলেন, ‘এই অনন্য অস্ত্রটি আমাদের সশস্ত্র বাহিনীর যুদ্ধের সম্ভাবনাকে আরও শক্তিশালী করবে। বাহ্যিক হুমকি থেকে রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করবে এবং যারা আক্রমণাত্মক বক্তব্যের মাধ্যমে আমাদের দেশকে হুমকি দেওয়ার চেষ্টা করে তাদের জন্য চিন্তার নতুন খোরাক জোগাবে।’
ইউএস কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের মতে, সারমাত সিরিজের এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোতে ১০টি বা তার চেয়েও বেশি পারমাণবিক অস্ত্র যুক্ত করা সম্ভব হবে।
রাশিয়া সম্পর্কিত পড়ুন:

সদ্য পরীক্ষিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সারমাত মোতায়েনের পরিকল্পনা করেছে রাশিয়া। রাশিয়ার যেকোনো স্থান থেকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি আসন্ন শরৎকালের মধ্যেই মোতায়েন করা হবে বলে জানিয়েছে দেশটি। শনিবার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
রাশিয়ার কর্মকর্তারা শনিবার জানিয়েছেন, তাঁরা আসন্ন শরৎকালের মধ্যেই তাদের নতুন পরীক্ষিত সারমাত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করার পরিকল্পনা করছে যা মার্কিন যুক্তরাষ্ট্রে পারমাণবিক আক্রমণ চালাতে সক্ষম।
রাশিয়ার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান রসকসমসের প্রধান দিমিত্রি রোগোজিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে বিশেষজ্ঞদের ধারণা, এটি একটি উচ্চাভিলাষী পরিকল্পনা। কারণ রাশিয়া কেবল গত বুধবারেই সারমাত সিরিজের এই ক্ষেপণাস্ত্রটির প্রথম পরীক্ষা চালিয়েছে। এ ছাড়া, পশ্চিমা সমর বিশেষজ্ঞরা বলছেন, ক্ষেপণাস্ত্র মোতায়েন করার আগে আরও অনেক কিছু সংস্থাপন করার প্রয়োজন।
পরমাণু অস্ত্রবাহী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির কোনো প্রতিদ্বন্দ্বী নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া জানিয়েছে, তাঁরা এই প্রথম এমন বৈশিষ্ট্য সংবলিত সারমাত সিরিজের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল। এই ক্ষেপণাস্ত্র রাশিয়ার পারমাণবিক অস্ত্রাগারে একটি নতুন সংযোজন হবে বলে উল্লেখ করেছে তারা এবং ভ্লাদিমির পুতিন এই ক্ষেপণাস্ত্র প্রসঙ্গে বলেছেন, ‘এটি মস্কোর শত্রুদের নতুন করে ভাবতে বাধ্য করবে।’
ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের প্লেসেৎস্ক থেকে উৎক্ষেপণ করা হয়। পরে এটি প্রায় ৬ হাজার কিলোমিটার দূরবর্তী রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
সারমাত সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো নিয়ে বেশ কয়েক বছর ধরেই কাজ করে আসছে রাশিয়া। ফলে এই পরীক্ষা হয়তো রাশিয়ার প্রতিপক্ষ দেশগুলোর জন্য নতুন কোনো সংবাদ নয়। তবে, এই পরীক্ষা যে—ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান সংকট আরও গভীর করবে এবং ইউক্রেনের মিত্রদের নতুন করে ভাবতে বাধ্য করবে সে বিষয়ে নিশ্চিত বিশ্লেষকেরা।
নতুন এই ক্ষেপণাস্ত্র সম্পর্কে পুতিন বলেছেন, ‘নতুন এই ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ কৌশলগত ও প্রযুক্তিগত বৈশিষ্ট্য সম্পন্ন এবং এতে ক্ষেপণাস্ত্রবিরোধী প্রতিরক্ষার সব আধুনিক কৌশলকে অতিক্রম করতে সক্ষম। বিশ্বে এটির কোনো প্রতিদ্বন্দ্বী নেই ও দীর্ঘ সময় এর কোনো প্রতিদ্বন্দ্বী থাকবেও না।’
পুতিন আরও বলেন, ‘এই অনন্য অস্ত্রটি আমাদের সশস্ত্র বাহিনীর যুদ্ধের সম্ভাবনাকে আরও শক্তিশালী করবে। বাহ্যিক হুমকি থেকে রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করবে এবং যারা আক্রমণাত্মক বক্তব্যের মাধ্যমে আমাদের দেশকে হুমকি দেওয়ার চেষ্টা করে তাদের জন্য চিন্তার নতুন খোরাক জোগাবে।’
ইউএস কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের মতে, সারমাত সিরিজের এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোতে ১০টি বা তার চেয়েও বেশি পারমাণবিক অস্ত্র যুক্ত করা সম্ভব হবে।
রাশিয়া সম্পর্কিত পড়ুন:

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৮ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৯ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
১০ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
১২ ঘণ্টা আগে