
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভাগনার বিদ্রোহের নেতাদের বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন। বিদ্রোহীরা রাশিয়াকে রক্তাক্ত ও দ্বিধাবিভক্ত দেখতে চায় বলেও মন্তব্য করেছেন। তবে তিনি সরাসরি ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোশিনের নাম উচ্চারণ করেননি।
এদিকে রুশ সেনাবাহিনীতে যোগদান, বেলারুশে যেতে বা দেশে ফিরে যেতে ইচ্ছুক ভাগনার সৈন্যদের ‘দেশপ্রেমিক’ বলে অভিহিত করেছেন পুতিন। বিবিসি এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে।
গত সপ্তাহে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ভাড়াটে সেনা সংগঠন ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোশিন রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ক্রেমলিন তাঁকে ‘অস্ত্রধারী বিদ্রোহী’ বলে অভিযুক্ত করার কয়েক ঘণ্টা পরেই তিনি এ ঘোষণা দেন। এরপর ওয়াগনার বাহিনী রাশিয়ার রোস্তভ শহর দখলে নেন এবং মস্কো অভিমুখে রওনা দেন। কিন্তু স্বল্পমেয়াদি এই বিদ্রোহ পুতিনকে নড়েচড়ে বসতে বাধ্য করেছে বটে।
গত ১২ জুন রাশিয়া ভাগনার বাহিনীকে সরাসরি নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়। এ সময় রুশ উপপ্রতিরক্ষামন্ত্রী নিকোলাই পানকভ বলেন, ‘স্বেচ্ছাসেবক সংগঠনটিকে (ভাগনার) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সরাসরি চুক্তি স্বাক্ষর করতে বলা হবে।’ কিন্তু রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তিতে গেলে ভাগনারের কলকাঠি আর প্রিগোজিনের হাতে থাকবে না। তখনই ঘুরে বসেছিলেন প্রিগোজিন।
তবে প্রিগোশিন বলেছেন, ইউক্রেন যুদ্ধের সময় প্রতিরক্ষা কর্মকর্তারা কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। এ কারণেই ভাগনার বিদ্রোহ করেছে। তবে ভাগনার সব সময় এবং শুধু রাশিয়ার স্বার্থেই কাজ করেছে।
রাশিয়া ছেড়ে বেলারুশে যাওয়ার আগে এমনটিই জানিয়েছিলেন প্রিগোশিন। রক্তপাত এড়াতেই এই বিদ্রোহ উঠিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তবে রাশিয়ার নির্বাচিত সরকারের পতন ঘটানোর কোনো ইচ্ছা তাঁর ছিল না।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভাগনার বিদ্রোহের নেতাদের বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন। বিদ্রোহীরা রাশিয়াকে রক্তাক্ত ও দ্বিধাবিভক্ত দেখতে চায় বলেও মন্তব্য করেছেন। তবে তিনি সরাসরি ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোশিনের নাম উচ্চারণ করেননি।
এদিকে রুশ সেনাবাহিনীতে যোগদান, বেলারুশে যেতে বা দেশে ফিরে যেতে ইচ্ছুক ভাগনার সৈন্যদের ‘দেশপ্রেমিক’ বলে অভিহিত করেছেন পুতিন। বিবিসি এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে।
গত সপ্তাহে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ভাড়াটে সেনা সংগঠন ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোশিন রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ক্রেমলিন তাঁকে ‘অস্ত্রধারী বিদ্রোহী’ বলে অভিযুক্ত করার কয়েক ঘণ্টা পরেই তিনি এ ঘোষণা দেন। এরপর ওয়াগনার বাহিনী রাশিয়ার রোস্তভ শহর দখলে নেন এবং মস্কো অভিমুখে রওনা দেন। কিন্তু স্বল্পমেয়াদি এই বিদ্রোহ পুতিনকে নড়েচড়ে বসতে বাধ্য করেছে বটে।
গত ১২ জুন রাশিয়া ভাগনার বাহিনীকে সরাসরি নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়। এ সময় রুশ উপপ্রতিরক্ষামন্ত্রী নিকোলাই পানকভ বলেন, ‘স্বেচ্ছাসেবক সংগঠনটিকে (ভাগনার) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সরাসরি চুক্তি স্বাক্ষর করতে বলা হবে।’ কিন্তু রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তিতে গেলে ভাগনারের কলকাঠি আর প্রিগোজিনের হাতে থাকবে না। তখনই ঘুরে বসেছিলেন প্রিগোজিন।
তবে প্রিগোশিন বলেছেন, ইউক্রেন যুদ্ধের সময় প্রতিরক্ষা কর্মকর্তারা কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। এ কারণেই ভাগনার বিদ্রোহ করেছে। তবে ভাগনার সব সময় এবং শুধু রাশিয়ার স্বার্থেই কাজ করেছে।
রাশিয়া ছেড়ে বেলারুশে যাওয়ার আগে এমনটিই জানিয়েছিলেন প্রিগোশিন। রক্তপাত এড়াতেই এই বিদ্রোহ উঠিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তবে রাশিয়ার নির্বাচিত সরকারের পতন ঘটানোর কোনো ইচ্ছা তাঁর ছিল না।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি শক্তিশালী ‘সনিক উইপন’ (শব্দাস্ত্র) ব্যবহার করেছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অস্ত্রটি বিশেষ। এটা আর কারও কাছে নেই। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির...
৪ ঘণ্টা আগে
গত বছরের জুলাইয়ে স্কটল্যান্ডের টার্নবেরিতে ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির মূল লক্ষ্য ছিল ইউরোপীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা এবং লবস্টারসহ (একধরনের সামুদ্রিক মাছে) নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের
৬ ঘণ্টা আগে
ফোরামে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, আমরা একটি চুক্তির খুব কাছাকাছি আছি। আমি বিশ্বাস করি, তাঁরা এখন এমন এক জায়গায় আছে, যেখান থেকে এক হয়ে চুক্তি সম্পন্ন করতে পারে। আর যদি তাঁরা তা না করে, তবে তাঁরা স্টুপিড। আমি জানি তাঁরা আসলে নির্বোধ নন, কিন্তু এই সমাধান করতে না পারলে তাঁদের নির্বোধই বলতে হবে।’
৬ ঘণ্টা আগে
বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে আবারও গ্রিনল্যান্ড দখলের ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার ফোরামে দেওয়া ভাষণে তিনি গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ইউরোপীয় মিত্রদের প্রতি হুঁশিয়ারি...
৭ ঘণ্টা আগে