
মানব পাচার করা হতে পারে এই সন্দেহে ৩ শতাধিক ভারতীয় যাত্রীসহ রোমানিয়ার একটি বিমানকে জরুরি অবতরণ করানো হয়েছিল ফ্রান্সের একটি বিমানবন্দরে। গত সপ্তাহের শনিবার বিমানটিকে ফ্রান্সের প্যারিসের কাছের একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। অবশেষে সেই বিমানটি ও এর যাত্রীদের ফ্রান্স ত্যাগের ছাড়পত্র দিয়েছে দেশটির আদালত।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের একটি আদালত গতকাল রোববার ওই বিমানটি ও এর যাত্রীদের ফ্রান্স ত্যাগের ছাড়পত্র দিয়েছে। সেই ছাড়পত্র অনুসারে, বিমনাটি চাইলে আজ সোমবারই ফ্রান্স ছাড়তে পারবে। তবে বিমানটি ও যাত্রীরা কোন দিকে যাবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এয়ারবাস-এ ৩৪০ মডেলের ওই বিমানটি সংযুক্ত আরব আমিরাত থেকে নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ায় যাচ্ছিল। এ অবস্থায় একটি বেনামী সতর্কবার্তার সূত্র ধরে ফ্রান্সের মার্নে বিভাগের ছোট্ট ভ্যাট্রি বিমানবন্দরে বিমানটিকে অবতরণ করানো হয়। বিমানটিতে থাকা ৩০৩ জন যাত্রীর প্রায় সবাই ভারতীয় এবং তাঁদের মধ্যে ১১ জন অভিভাবকহীন শিশুও রয়েছে।
দুই দিন ধরে ফ্রান্সের কর্তৃপক্ষ বিমানটির যাত্রী ও ক্রুদের জেরা করেছে। সেই জেরার পর ফরাসি কৌঁসুলিরা বিমান ও এটির যাত্রীদের ফ্রান্স ত্যাগের অনুমতি দেন। এক বিবৃতিতে স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, বিমান ও এর যাত্রীদের ফ্রান্স ত্যাগের অনুমতি দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, বিমানটি আজই ফ্রান্স ত্যাগ করতে পারে। তবে বিমানটির ফ্লাইটপথ কেমন হবে তা এখনো জানায়নি ফরাসি কর্তৃপক্ষ।
এদিকে বিমানটিকে গত সপ্তাহে ফ্রান্সে জরুরি অবতরণ করানোর পর একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছিল—সম্ভবত ভারতীয় যাত্রীরা অবৈধভাবে কানাডা কিংবা আমেরিকায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, বিমানটি রোমানিয়ান চার্টার কোম্পানি লিজেন্ড এয়ারলাইনসের মালিকানাধীন।

মানব পাচার করা হতে পারে এই সন্দেহে ৩ শতাধিক ভারতীয় যাত্রীসহ রোমানিয়ার একটি বিমানকে জরুরি অবতরণ করানো হয়েছিল ফ্রান্সের একটি বিমানবন্দরে। গত সপ্তাহের শনিবার বিমানটিকে ফ্রান্সের প্যারিসের কাছের একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। অবশেষে সেই বিমানটি ও এর যাত্রীদের ফ্রান্স ত্যাগের ছাড়পত্র দিয়েছে দেশটির আদালত।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের একটি আদালত গতকাল রোববার ওই বিমানটি ও এর যাত্রীদের ফ্রান্স ত্যাগের ছাড়পত্র দিয়েছে। সেই ছাড়পত্র অনুসারে, বিমনাটি চাইলে আজ সোমবারই ফ্রান্স ছাড়তে পারবে। তবে বিমানটি ও যাত্রীরা কোন দিকে যাবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এয়ারবাস-এ ৩৪০ মডেলের ওই বিমানটি সংযুক্ত আরব আমিরাত থেকে নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ায় যাচ্ছিল। এ অবস্থায় একটি বেনামী সতর্কবার্তার সূত্র ধরে ফ্রান্সের মার্নে বিভাগের ছোট্ট ভ্যাট্রি বিমানবন্দরে বিমানটিকে অবতরণ করানো হয়। বিমানটিতে থাকা ৩০৩ জন যাত্রীর প্রায় সবাই ভারতীয় এবং তাঁদের মধ্যে ১১ জন অভিভাবকহীন শিশুও রয়েছে।
দুই দিন ধরে ফ্রান্সের কর্তৃপক্ষ বিমানটির যাত্রী ও ক্রুদের জেরা করেছে। সেই জেরার পর ফরাসি কৌঁসুলিরা বিমান ও এটির যাত্রীদের ফ্রান্স ত্যাগের অনুমতি দেন। এক বিবৃতিতে স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, বিমান ও এর যাত্রীদের ফ্রান্স ত্যাগের অনুমতি দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, বিমানটি আজই ফ্রান্স ত্যাগ করতে পারে। তবে বিমানটির ফ্লাইটপথ কেমন হবে তা এখনো জানায়নি ফরাসি কর্তৃপক্ষ।
এদিকে বিমানটিকে গত সপ্তাহে ফ্রান্সে জরুরি অবতরণ করানোর পর একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছিল—সম্ভবত ভারতীয় যাত্রীরা অবৈধভাবে কানাডা কিংবা আমেরিকায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, বিমানটি রোমানিয়ান চার্টার কোম্পানি লিজেন্ড এয়ারলাইনসের মালিকানাধীন।

ভারতে ক্রমবর্ধমান অস্থিরতা ও সহিংসতার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে ভারত সরকার। বুধবার (১৪ জানুয়ারি) তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক জরুরি পরামর্শ জারি করে শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকসহ সব ভারতীয় নাগরিককে সম্ভাব্য সব ধরনের
৩৯ মিনিট আগে
রাজ্যের বিদার জেলার তালামাদাগি সেতুর কাছ দিয়ে যাচ্ছিলেন সঞ্জুকুমার। এ সময় রাস্তার ওপর আড়াআড়িভাবে থাকা টানটান ঘুড়ির সুতায় তাঁর গলা গভীরভাবে কেটে যায় এবং রক্তক্ষরণ শুরু হয়। মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার পরও তিনি কোনোমতে তাঁর মেয়ের নম্বরে কল করতে সক্ষম হন।
১ ঘণ্টা আগে
অ্যাডাম ওয়াটারাস কানাডার তেলশিল্পের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং স্ট্রাথকোনা রিসোর্সেসের নির্বাহী চেয়ারম্যান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কানাডার চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যে এবং ভেনেজুয়েলার অপরিশোধিত তেল মার্কিন বাজারে কানাডিয়ান তেলের জায়গা দখল করার
৩ ঘণ্টা আগে
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। নির্মাণকাজে ব্যবহৃত একটি ক্রেন ট্রেনটির তিনটি বগির ওপর পড়ে গেলে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে প্রায় ৮০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে