Ajker Patrika

বিবিসি সদর দপ্তরের বিতর্কিত ভাস্কর্য হাতুড়ি দিয়ে ভাঙার চেষ্টা

আপডেট : ২১ মে ২০২৩, ১৫: ৪৫
বিবিসি সদর দপ্তরের বিতর্কিত ভাস্কর্য হাতুড়ি দিয়ে ভাঙার চেষ্টা

যুক্তরাজ্যের লন্ডনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সদর দপ্তরের বাইরের বিতর্কিত ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার শিকার ভাস্কর্য বিতর্কিত ভাস্কর এরিক গিল নির্মিত। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার ৪টার দিকে এক ব্যক্তি হাতুড়ি দিয়ে এরিক গিলের প্রসপেরো অ্যান্ড এরিয়েল ভাস্কর্যে ভাঙচুর চালায় এক ব্যক্তি। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ৬টা নাগাদ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে হেফাজতে নেয়। 

এর আগে ওই ভাস্কর্য অপসারণের জন্য আহ্বান জানানো হয়েছিল। কারণ ভাস্কর এরিক গিল যৌন নিপীড়নকারী ছিলেন বলে বিতর্ক আছে। তিনি নিজের মেয়েদের ওপর নিপীড়ন করেছিলেন বলে তাঁর আত্মজীবনীতে উল্লেখ রয়েছে। 

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, ১৯৩০ সালের দিকে নির্মিত প্রসপেরো অ্যান্ড এরিয়েল ভাস্কর্য এই নিয়ে দ্বিতীয়বার আক্রমণের লক্ষ্যবস্তু হলো। গত বছরের জানুয়ারিতে একজন বিক্ষোভকারী ভাস্কর্যটিতে হাতুড়ি দিয়ে হামলা চালায়। ওই ঘটনার সময় হওয়া ক্ষয়ক্ষতি মেরামতের কাজ এখনো চলছে। এর মধ্যেই আবার ভাঙচুরের ঘটনা ঘটল। 

বিবিসির প্রধান কার্যালয়ের বাইরে ১৯৩৩ সালে স্থাপিত হয় প্রসপেরো অ্যান্ড এরিয়েল ভাস্কর্য। এতে শেক্‌সপিয়ারের নাটক দ্য টেম্পেস্টের প্রসপেরো এবং এরিয়েল চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে। 

শনিবারের ভিডিও ফুটেজে স্পাইডারম্যানের মুখোশ পরা এক ব্যক্তিকে ভাস্কর্যের ওপর দেখা যায়। নিচে থাকা কর্মকর্তাদের উদ্দেশে মাঝে মাঝে চিৎকার করেন তিনি। এ সময় তাঁকে হাতুড়ি ও বাটালি দিয়ে ভাস্কর্যটিকে আঘাত করতে দেখা গেছে। 
 
ভাস্কর ও নকশাকার এরিক গিলের জন্ম ১৮৮২ সালে। পরে তিনি যুক্তরাজ্যের প্রভাবশালী ভাস্কর হয়ে ওঠেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে ওয়েস্টমিনস্টার ক্যাথেড্রাল এবং লন্ডন আন্ডারগ্রাউন্ডের প্রধান সদর দপ্তরসহ সেন্ট্রাল লন্ডনের বেশ কয়েকটি বড় ভাস্কর্য অন্তর্ভুক্ত। এ ছাড়া তিনি বহুল ব্যবহৃত গিল সানসের নকশাকার ছিলেন। 

এরিক গিল ১৯৪০ সালে মারা যান। ১৯৮৯ সালে তাঁর একটি আত্মজীবনী প্রকাশিত হয়েছিল। এতে তিনি তাঁর দুই মেয়ের ওপর যৌন নিপীড়ন, বোনের সঙ্গে অনৈতিক সম্পর্ক এবং নিজের পোষা কুকুরের ওপর যৌন নির্যাতনের বর্ণনা দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত