
করোনার নতুন ধরন ওমিক্রনে বিশ্বে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে একজনের মৃত্যু হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন ওমিক্রনে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পশ্চিম লন্ডনের প্যাডিংটনের কাছে একটি টিকাদান ক্লিনিক পরিদর্শনে গিয়ে বরিস জনসন বলেন, ‘হ্যাঁ, দুঃখজনকভাবে ওমিক্রনে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। ওমিক্রনে আক্রান্ত একজন রোগীর মৃত্যু হয়েছে।’
বরিস জনসন আরও বলেন, ‘আমি মনে করি, এই ভাইরাসকে মৃদু ভাবার কোনো কারণ নেই। যে গতিতে জনগণের মাঝে ছড়াচ্ছে এটি যে মৃদু নয় এটি মেনে নেওয়া ছাড়া উপায় নেই।’
স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ বলেছেন, ওমিক্রনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ১০ জন।
ওমিক্রনের বিরুদ্ধে করোনা টিকার বুস্টার ডোজ ত্বরান্বিত করতে পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন দেশ। করোনা টিকার বুস্টার ডোজ নিতে লক্ষাধিক মানুষ আবেদনের চেষ্টা করায় আজ সোমবার যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসেসের (এনএইচএস) ওয়েবসাইট ক্রাশড হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সরকার।
প্রসঙ্গত, চীনের উহানে প্রথম করোনা ধরা পড়ে ২৭ ডিসেম্বর। ধীরে ধীরে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে ভাইরাসটি। সময়ের সঙ্গে ভাইরাসটি রূপ বদলে আলফা, বিটা, গামা, ডেলটার মতো বহু ধরন সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সংক্রমণের মাত্রায় ও তৃতীয় ঢেউ শেষ হয়ে ওমিক্রনের প্রভাবে চতুর্থ ঢেউয়ের শঙ্কা সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় সর্বপ্রথম করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়। এরপর তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে করোনার নতুন এ ধরনের বৈজ্ঞানিক নাম দেওয়া হয় বি.১. ১.৫২৯। পরে এর নাম দেওয়া হয় ‘ওমিক্রন’।

করোনার নতুন ধরন ওমিক্রনে বিশ্বে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে একজনের মৃত্যু হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন ওমিক্রনে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পশ্চিম লন্ডনের প্যাডিংটনের কাছে একটি টিকাদান ক্লিনিক পরিদর্শনে গিয়ে বরিস জনসন বলেন, ‘হ্যাঁ, দুঃখজনকভাবে ওমিক্রনে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। ওমিক্রনে আক্রান্ত একজন রোগীর মৃত্যু হয়েছে।’
বরিস জনসন আরও বলেন, ‘আমি মনে করি, এই ভাইরাসকে মৃদু ভাবার কোনো কারণ নেই। যে গতিতে জনগণের মাঝে ছড়াচ্ছে এটি যে মৃদু নয় এটি মেনে নেওয়া ছাড়া উপায় নেই।’
স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ বলেছেন, ওমিক্রনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ১০ জন।
ওমিক্রনের বিরুদ্ধে করোনা টিকার বুস্টার ডোজ ত্বরান্বিত করতে পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন দেশ। করোনা টিকার বুস্টার ডোজ নিতে লক্ষাধিক মানুষ আবেদনের চেষ্টা করায় আজ সোমবার যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসেসের (এনএইচএস) ওয়েবসাইট ক্রাশড হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সরকার।
প্রসঙ্গত, চীনের উহানে প্রথম করোনা ধরা পড়ে ২৭ ডিসেম্বর। ধীরে ধীরে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে ভাইরাসটি। সময়ের সঙ্গে ভাইরাসটি রূপ বদলে আলফা, বিটা, গামা, ডেলটার মতো বহু ধরন সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সংক্রমণের মাত্রায় ও তৃতীয় ঢেউ শেষ হয়ে ওমিক্রনের প্রভাবে চতুর্থ ঢেউয়ের শঙ্কা সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় সর্বপ্রথম করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়। এরপর তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে করোনার নতুন এ ধরনের বৈজ্ঞানিক নাম দেওয়া হয় বি.১. ১.৫২৯। পরে এর নাম দেওয়া হয় ‘ওমিক্রন’।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি আরও জোরালো করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ গ্রহণের পথ থেকে যুক্তরাষ্ট্রের ‘পিছু হটার সুযোগ নেই’ এবং ‘গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
১ ঘণ্টা আগে
অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) সদর দপ্তর গতকাল মঙ্গলবার ভেঙে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের নেতৃত্বে স্থানীয় সময় সকাল প্রায় ৭টায় ইসরায়েলি বাহিনী ওই কম্পাউন্ডে অভিযান চালায়। অভিযান শেষে মূল ভবনের ওপর
১ ঘণ্টা আগে
ঢাকায় ভারতীয় হাইকমিশনসহ খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে দেশটির সহকারী হাইকমিশন রয়েছে। এসব মিশন থেকেই কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে কূটনীতিকদের জন্য বাংলাদেশকে ‘নন-ফ্যামিলি’ পোস্টিং ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।
২ ঘণ্টা আগে
গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
১১ ঘণ্টা আগে