
ইউক্রেনে পারমাণবিক তেজস্ক্রিয়তাসম্পন্ন ‘ডার্টি’ বোমা তৈরির কাজ চলছে বলে রাশিয়া যে অভিযোগ করেছে, তার কোনো প্রমাণ পায়নি জাতিসংঘের পারমাণু শক্তি সংস্থা (আইএইএ)। দেশটির সংশ্লিষ্ট স্থানগুলোতে অনুসন্ধান চালানোর পর সংস্থাটি এই অভিযোগ খারিজ করে দিয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে।
ভিয়েনাভিত্তিক সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘এখন পর্যন্ত সেই সব পরীক্ষা-নিরীক্ষা থেকে প্রাপ্ত তথ্য-উপাত্তের মূল্যায়ন এবং ইউক্রেনের দেওয়া তথ্যের ভিত্তিতে সংস্থাটি অবস্থানগুলোতে অঘোষিত কোনো পারমাণবিক কার্যকলাপ কিংবা পারমাণবিক কার্যকলাপে ব্যবহৃত হতে পারে এমন কোনো উপকরণের ইঙ্গিত খুঁজে পায়নি।’
গত কয়েক দিন আইএইএর পরিদর্শকেরা যেসব স্থানে পরীক্ষা-নিরীক্ষা চালানোর পরিকল্পনা করেছিলেন, এমন সব স্থানেই তাঁদের যেতে দেওয়া হয়েছে এবং কোনো বাধা ছাড়াই তাঁদের কাজ চালিয়ে যেতে দেওয়া হয়েছে বলেও আইএইএ জানিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলিনস্কি আইএইএর এই প্রতিবেদনকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এমনটাই হওয়ার কথা ছিল। এটি নিশ্চিত ছিল।’ জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে জেলেনস্কি এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমরা আইএইএকে বিষয়টি পরীক্ষা করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। আমরা তাদের প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করেছি, তাদের কাজ করার ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল এবং আমাদের কাছে স্পষ্ট এবং অকাট্য প্রমাণ রয়েছে যে ইউক্রেনের কেউ কোনো ডার্টি বোমা তৈরি করেনি বা তৈরি করছে না।’
জেলেনস্কি আরও বলেন, ‘আমাদের এই অঞ্চলে এখন একমাত্র নোংরা জিনিসটি হলো মস্কোর সেই ব্যক্তিদের মস্তিষ্ক, যারা দুর্ভাগ্যবশত রাশিয়ার নিয়ন্ত্রণ দখল করে রেখেছে এবং ইউক্রেন ও পুরো বিশ্বকে আতঙ্কিত করছে।’

ইউক্রেনে পারমাণবিক তেজস্ক্রিয়তাসম্পন্ন ‘ডার্টি’ বোমা তৈরির কাজ চলছে বলে রাশিয়া যে অভিযোগ করেছে, তার কোনো প্রমাণ পায়নি জাতিসংঘের পারমাণু শক্তি সংস্থা (আইএইএ)। দেশটির সংশ্লিষ্ট স্থানগুলোতে অনুসন্ধান চালানোর পর সংস্থাটি এই অভিযোগ খারিজ করে দিয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে।
ভিয়েনাভিত্তিক সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘এখন পর্যন্ত সেই সব পরীক্ষা-নিরীক্ষা থেকে প্রাপ্ত তথ্য-উপাত্তের মূল্যায়ন এবং ইউক্রেনের দেওয়া তথ্যের ভিত্তিতে সংস্থাটি অবস্থানগুলোতে অঘোষিত কোনো পারমাণবিক কার্যকলাপ কিংবা পারমাণবিক কার্যকলাপে ব্যবহৃত হতে পারে এমন কোনো উপকরণের ইঙ্গিত খুঁজে পায়নি।’
গত কয়েক দিন আইএইএর পরিদর্শকেরা যেসব স্থানে পরীক্ষা-নিরীক্ষা চালানোর পরিকল্পনা করেছিলেন, এমন সব স্থানেই তাঁদের যেতে দেওয়া হয়েছে এবং কোনো বাধা ছাড়াই তাঁদের কাজ চালিয়ে যেতে দেওয়া হয়েছে বলেও আইএইএ জানিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলিনস্কি আইএইএর এই প্রতিবেদনকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এমনটাই হওয়ার কথা ছিল। এটি নিশ্চিত ছিল।’ জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে জেলেনস্কি এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমরা আইএইএকে বিষয়টি পরীক্ষা করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। আমরা তাদের প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করেছি, তাদের কাজ করার ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল এবং আমাদের কাছে স্পষ্ট এবং অকাট্য প্রমাণ রয়েছে যে ইউক্রেনের কেউ কোনো ডার্টি বোমা তৈরি করেনি বা তৈরি করছে না।’
জেলেনস্কি আরও বলেন, ‘আমাদের এই অঞ্চলে এখন একমাত্র নোংরা জিনিসটি হলো মস্কোর সেই ব্যক্তিদের মস্তিষ্ক, যারা দুর্ভাগ্যবশত রাশিয়ার নিয়ন্ত্রণ দখল করে রেখেছে এবং ইউক্রেন ও পুরো বিশ্বকে আতঙ্কিত করছে।’

ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
৪ ঘণ্টা আগে
লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
৬ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
৭ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সে ক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে...
৮ ঘণ্টা আগে