আজকের পত্রিকা ডেস্ক

ব্রিটিশ কাউন্সিলকে ‘অবাঞ্ছিত সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে রাশিয়ার প্রসিকিউটর জেনারেলের দপ্তর। অভিযোগ, এই সংগঠনটি ইংরেজি শেখানোর ছদ্মবেশে যুক্তরাজ্যের স্বার্থকে তোষণ করছে এবং রাশিয়ার অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিকে ক্ষুণ্ন করছে।
আজ বৃহস্পতিবার প্রকাশিত রুশ কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়—ব্রিটিশ কাউন্সিল নিজেকে স্বাধীন সাংস্কৃতিক ও শিক্ষাগত প্রতিষ্ঠান হিসেবে উপস্থাপন করলেও এটি যুক্তরাজ্য সরকারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। এটি ব্রিটিশ পার্লামেন্টে রিপোর্ট জমা দেয় এবং যুক্তরাজ্যের ফরেন অফিস থেকে অর্থায়ন পায়।
রুশ প্রসিকিউটরেরা দাবি করেছেন, কাউন্সিলের কার্যক্রমের মাধ্যমে ব্রিটিশ মূল্যবোধ ও দীর্ঘমেয়াদি কৌশল রাশিয়া সহ সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলোর জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে রুশ পরিচয় মুছে ফেলার চেষ্টা চলছে বলেও তাঁরা মন্তব্য করেন।
আরও অভিযোগ রয়েছে, ব্রিটিশ কাউন্সিল রাশিয়ায় নিষিদ্ধ এলজিবিটিকিউ আন্দোলনকে সমর্থন ও প্রচার করছে এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রকল্পের মাধ্যমে রাশিয়ার ভাবমূর্তি নষ্ট করার পরিকল্পনা বাস্তবায়ন করছে। বিশেষ করে, বাল্টিক অঞ্চলের (এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া) রুশ সংখ্যালঘুদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে বলেও দাবি করা হয়।
১৯৩৪ সালে প্রতিষ্ঠিত ব্রিটিশ কাউন্সিল একসময় রাশিয়াজুড়ে ডজনখানেক অফিস পরিচালনা করত। তবে ২০০৭ সালে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মস্কো ছাড়া সব অফিস বন্ধের নির্দেশ দেয় করসংক্রান্ত অনিয়মের অভিযোগে। ২০১৮ সালে তাদের রাশিয়ায় কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। নিষেধাজ্ঞার মধ্য দিয়ে তা আরও পাকাপোক্ত করা হলো।
সম্প্রতি রাশিয়া লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও যুক্তরাষ্ট্রভিত্তিক এনজিও হোপ হারবার সোসাইটিকেও একই কারণে নিষিদ্ধ ঘোষণা করেছে। এলটন জন এইডস ফাউন্ডেশনকেও এলজিবিটিকিউ প্রচারণার অভিযোগে ‘অবাঞ্ছিত’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
‘অবাঞ্ছিত’ হিসেবে ঘোষিত সংগঠনগুলোর রাশিয়ায় কার্যক্রম নিষিদ্ধ। তাদের সহযোগিতাকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

ব্রিটিশ কাউন্সিলকে ‘অবাঞ্ছিত সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে রাশিয়ার প্রসিকিউটর জেনারেলের দপ্তর। অভিযোগ, এই সংগঠনটি ইংরেজি শেখানোর ছদ্মবেশে যুক্তরাজ্যের স্বার্থকে তোষণ করছে এবং রাশিয়ার অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিকে ক্ষুণ্ন করছে।
আজ বৃহস্পতিবার প্রকাশিত রুশ কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়—ব্রিটিশ কাউন্সিল নিজেকে স্বাধীন সাংস্কৃতিক ও শিক্ষাগত প্রতিষ্ঠান হিসেবে উপস্থাপন করলেও এটি যুক্তরাজ্য সরকারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। এটি ব্রিটিশ পার্লামেন্টে রিপোর্ট জমা দেয় এবং যুক্তরাজ্যের ফরেন অফিস থেকে অর্থায়ন পায়।
রুশ প্রসিকিউটরেরা দাবি করেছেন, কাউন্সিলের কার্যক্রমের মাধ্যমে ব্রিটিশ মূল্যবোধ ও দীর্ঘমেয়াদি কৌশল রাশিয়া সহ সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলোর জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে রুশ পরিচয় মুছে ফেলার চেষ্টা চলছে বলেও তাঁরা মন্তব্য করেন।
আরও অভিযোগ রয়েছে, ব্রিটিশ কাউন্সিল রাশিয়ায় নিষিদ্ধ এলজিবিটিকিউ আন্দোলনকে সমর্থন ও প্রচার করছে এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রকল্পের মাধ্যমে রাশিয়ার ভাবমূর্তি নষ্ট করার পরিকল্পনা বাস্তবায়ন করছে। বিশেষ করে, বাল্টিক অঞ্চলের (এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া) রুশ সংখ্যালঘুদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে বলেও দাবি করা হয়।
১৯৩৪ সালে প্রতিষ্ঠিত ব্রিটিশ কাউন্সিল একসময় রাশিয়াজুড়ে ডজনখানেক অফিস পরিচালনা করত। তবে ২০০৭ সালে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মস্কো ছাড়া সব অফিস বন্ধের নির্দেশ দেয় করসংক্রান্ত অনিয়মের অভিযোগে। ২০১৮ সালে তাদের রাশিয়ায় কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। নিষেধাজ্ঞার মধ্য দিয়ে তা আরও পাকাপোক্ত করা হলো।
সম্প্রতি রাশিয়া লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও যুক্তরাষ্ট্রভিত্তিক এনজিও হোপ হারবার সোসাইটিকেও একই কারণে নিষিদ্ধ ঘোষণা করেছে। এলটন জন এইডস ফাউন্ডেশনকেও এলজিবিটিকিউ প্রচারণার অভিযোগে ‘অবাঞ্ছিত’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
‘অবাঞ্ছিত’ হিসেবে ঘোষিত সংগঠনগুলোর রাশিয়ায় কার্যক্রম নিষিদ্ধ। তাদের সহযোগিতাকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে দেশটির সরকার। এ ছাড়া যুক্তরাষ্ট্রের হুমকির মুখে এক তরুণের ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযান চালানোর অবস্থান থেকে খানিকটা সরে এসেছেন।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের ইমিগ্র্যান্ট বা অভিবাসী ভিসা দেয়। স্থগিতের তালিকায় প্রথমেই রয়েছে পরিবারভিত্তিক অভিবাসী ভিসা। এর আওতায়—মার্কিন নাগরিকের স্বামী/স্ত্রীর ভিসা (আইআর-১, সিআর-১), বাগদত্ত/বাগদত্তা ভিসা (কে-১), মার্কিন নাগরিকের পরিবারের সদস্যদের ভিসা (আইআর-২, আইআর-৫, এফ-১, এফ-৩ ও এফ-৪)...
৭ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলা আপাতত স্থগিত রাখার ইঙ্গিত দেওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ–সংক্রান্ত উদ্বেগ কিছুটা কমেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম মাত্র একদিনেই ৪ শতাংশের বেশি কমে গেছে।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড দ্বীপ মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার প্রয়োজনীয়তার কথা আবারও জোর দিয়ে বলছেন। তবে তাঁর এমন ঘোষণার পর বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইউরোপের কয়েক দেশের একটি সম্মিলিত বাহিনী দ্বীপটিতে পৌঁছেছে।
৮ ঘণ্টা আগে