আজকের পত্রিকা ডেস্ক

নোবেল পুরস্কার আগামী সপ্তাহ থেকে ঘোষণা করা শুরু হবে। আগামী সোমবার চিকিৎসাবিদ্যার পুরস্কার দিয়ে শুরু হয়ে এক সপ্তাহ পর অর্থনীতিতে বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে তা শেষ হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য এবং শান্তিতে অসাধারণ অবদানের জন্য এই পুরস্কারগুলো দেওয়া হয়। বিজয়ীরা ১১ মিলিয়ন সুইডিশ ক্রোন (প্রায় ১২ লাখ মার্কিন ডলার) পুরস্কারের অর্থ পান এবং এর মাধ্যমে তাঁরা তাৎক্ষণিক খ্যাতি লাভ করেন; যা বেশির ভাগ বিজ্ঞানীর কাছে অচিন্তনীয়।
আলফ্রেড নোবেল কে
নোবেল পুরস্কারের প্রবর্তন করেছিলেন সুইডিশ ধনী রসায়নবিদ ও শিল্পপতি আলফ্রেড নোবেল। তিনি তাঁর উইলে নির্দেশ দিয়েছিলেন, তাঁর সম্পত্তির বেশির ভাগ অংশ ব্যয় করা হবে এমন সব ব্যক্তিকে পুরস্কৃত করতে, যাঁরা ‘পূর্ববর্তী বছরে মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ কল্যাণ সাধন করেছেন’।
আলফ্রেড নোবেল প্রধানত ডিনামাইটের আবিষ্কারক হিসেবে পরিচিত। তবে তিনি কবিতা ও নাটকও লিখতেন। ১৭ বছর বয়সে তিনি রুশ, ফরাসি, ইংরেজি ও জার্মান ভাষায় কথা বলতে পারতেন। পুরস্কারের পাঁচটি মূল বিভাগ তাঁর সবচেয়ে প্রিয় আগ্রহের বিষয়গুলোকে প্রতিফলিত করে।
নোবেল তাঁর কর্মজীবনের বেশির ভাগ সময় অস্ত্র প্রযুক্তি উদ্ভাবনে ব্যয় করেন এবং এর থেকে প্রচুর অর্থ উপার্জন করেন। জীবনের পরবর্তী সময়ে তিনি অস্ট্রিয়ান শান্তিকর্মী বার্থা ফন সুটনারের ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন।
পরবর্তীকালে বার্থা ১৯০৫ সালে শান্তিতে পুরস্কার জেতা প্রথম নারী হন। অনেকে বিশ্বাস করেন, বার্থার প্রভাবের কারণে নোবেল তাঁর উইলে শান্তিতে পুরস্কারের বিভাগটি অন্তর্ভুক্ত করেন।
১৮৯৬ সালে মারা যান নোবেল। কিন্তু তাঁর উইল নিয়ে আইনি লড়াইয়ের কারণে ১৯০১ সাল পর্যন্ত প্রথম পুরস্কার দেওয়া সম্ভব হয়নি।
নোবেল পুরস্কার কারা দেয়
আলফ্রেড নোবেল তাঁর উইলে রসায়ন ও পদার্থবিজ্ঞানের পুরস্কার দেওয়ার জন্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসকে, সাহিত্যের জন্য সুইডিশ একাডেমিকে, চিকিৎসাবিদ্যার জন্য সুইডেনের চিকিৎসা বিশ্ববিদ্যালয় করোলিনস্কা ইনস্টিটিউটকে এবং শান্তিতে পুরস্কারের জন্য নরওয়েজিয়ান পার্লামেন্টকে মনোনীত করেছিলেন।
নোবেল কেন শান্তিতে পুরস্কার বিতরণের জন্য নরওয়েকে বেছে নিয়েছিলেন, তা সঠিকভাবে জানা যায় না। তবে এর কারণ হতে পারে, তিনি যখন তাঁর উইলটি লিখেছিলেন, তখন নরওয়ে এবং সুইডেন একটি রাজনৈতিক ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিল।
১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক তাদের ৩০০ বছর পূর্তি উপলক্ষে আলফ্রেড নোবেলের স্মৃতিতে অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু করে। ব্যাংকের অনুদানে প্রতিষ্ঠিত এই পুরস্কারও নোবেল ফাউন্ডেশনের অধীনে দেওয়া হয় এবং অন্যান্য নোবেল পুরস্কারের মতো একই নীতিতে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এটি দেয়।
বিখ্যাত ও বিতর্কিত বিজয়ীরা
উল্লেখযোগ্য নোবেল বিজয়ীদের মধ্যে রয়েছেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, নিলস বোর এবং মেরি কুরি; লেখক আর্নেস্ট হেমিংওয়ে এবং আলবেয়ার কামু; অনুপ্রেরণাদায়ী নেতা নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং জুনিয়র এবং মাদার তেরেসা।
যদিও বেশির ভাগ অর্জন এখনো প্রশংসিত হয়নি, তবে কিছু পুরস্কার সময়ের সঙ্গে সঙ্গে বিতর্কিত হয়েছে। যেমন ১৯৪৯ সালে এগাস মোনিজকে মেডিসিনে লোবোটমির জন্য পুরস্কার দেওয়া হয়; যা পরে একটি ভুল চিকিৎসাপদ্ধতি হিসেবে বাতিল হয়ে যায়।
শান্তি পুরস্কারের ক্ষেত্রেও অনেক সমালোচনা হয়েছে। সেগুলোর মধ্যে হেনরি কিসিঞ্জার, ইয়াসির আরাফাত, আইজ্যাক রবিন এবং শিমন পেরেসকে দেওয়া পুরস্কারগুলো উল্লেখযোগ্য।
১৯৪৮ সালে মৃত্যুর আগে মহাত্মা গান্ধীকে এই পুরস্কার দিতে না পারাকে অনেকে বড় ভুল হিসেবে দেখেন।

নোবেল পুরস্কার আগামী সপ্তাহ থেকে ঘোষণা করা শুরু হবে। আগামী সোমবার চিকিৎসাবিদ্যার পুরস্কার দিয়ে শুরু হয়ে এক সপ্তাহ পর অর্থনীতিতে বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে তা শেষ হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য এবং শান্তিতে অসাধারণ অবদানের জন্য এই পুরস্কারগুলো দেওয়া হয়। বিজয়ীরা ১১ মিলিয়ন সুইডিশ ক্রোন (প্রায় ১২ লাখ মার্কিন ডলার) পুরস্কারের অর্থ পান এবং এর মাধ্যমে তাঁরা তাৎক্ষণিক খ্যাতি লাভ করেন; যা বেশির ভাগ বিজ্ঞানীর কাছে অচিন্তনীয়।
আলফ্রেড নোবেল কে
নোবেল পুরস্কারের প্রবর্তন করেছিলেন সুইডিশ ধনী রসায়নবিদ ও শিল্পপতি আলফ্রেড নোবেল। তিনি তাঁর উইলে নির্দেশ দিয়েছিলেন, তাঁর সম্পত্তির বেশির ভাগ অংশ ব্যয় করা হবে এমন সব ব্যক্তিকে পুরস্কৃত করতে, যাঁরা ‘পূর্ববর্তী বছরে মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ কল্যাণ সাধন করেছেন’।
আলফ্রেড নোবেল প্রধানত ডিনামাইটের আবিষ্কারক হিসেবে পরিচিত। তবে তিনি কবিতা ও নাটকও লিখতেন। ১৭ বছর বয়সে তিনি রুশ, ফরাসি, ইংরেজি ও জার্মান ভাষায় কথা বলতে পারতেন। পুরস্কারের পাঁচটি মূল বিভাগ তাঁর সবচেয়ে প্রিয় আগ্রহের বিষয়গুলোকে প্রতিফলিত করে।
নোবেল তাঁর কর্মজীবনের বেশির ভাগ সময় অস্ত্র প্রযুক্তি উদ্ভাবনে ব্যয় করেন এবং এর থেকে প্রচুর অর্থ উপার্জন করেন। জীবনের পরবর্তী সময়ে তিনি অস্ট্রিয়ান শান্তিকর্মী বার্থা ফন সুটনারের ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন।
পরবর্তীকালে বার্থা ১৯০৫ সালে শান্তিতে পুরস্কার জেতা প্রথম নারী হন। অনেকে বিশ্বাস করেন, বার্থার প্রভাবের কারণে নোবেল তাঁর উইলে শান্তিতে পুরস্কারের বিভাগটি অন্তর্ভুক্ত করেন।
১৮৯৬ সালে মারা যান নোবেল। কিন্তু তাঁর উইল নিয়ে আইনি লড়াইয়ের কারণে ১৯০১ সাল পর্যন্ত প্রথম পুরস্কার দেওয়া সম্ভব হয়নি।
নোবেল পুরস্কার কারা দেয়
আলফ্রেড নোবেল তাঁর উইলে রসায়ন ও পদার্থবিজ্ঞানের পুরস্কার দেওয়ার জন্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসকে, সাহিত্যের জন্য সুইডিশ একাডেমিকে, চিকিৎসাবিদ্যার জন্য সুইডেনের চিকিৎসা বিশ্ববিদ্যালয় করোলিনস্কা ইনস্টিটিউটকে এবং শান্তিতে পুরস্কারের জন্য নরওয়েজিয়ান পার্লামেন্টকে মনোনীত করেছিলেন।
নোবেল কেন শান্তিতে পুরস্কার বিতরণের জন্য নরওয়েকে বেছে নিয়েছিলেন, তা সঠিকভাবে জানা যায় না। তবে এর কারণ হতে পারে, তিনি যখন তাঁর উইলটি লিখেছিলেন, তখন নরওয়ে এবং সুইডেন একটি রাজনৈতিক ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিল।
১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক তাদের ৩০০ বছর পূর্তি উপলক্ষে আলফ্রেড নোবেলের স্মৃতিতে অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু করে। ব্যাংকের অনুদানে প্রতিষ্ঠিত এই পুরস্কারও নোবেল ফাউন্ডেশনের অধীনে দেওয়া হয় এবং অন্যান্য নোবেল পুরস্কারের মতো একই নীতিতে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এটি দেয়।
বিখ্যাত ও বিতর্কিত বিজয়ীরা
উল্লেখযোগ্য নোবেল বিজয়ীদের মধ্যে রয়েছেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, নিলস বোর এবং মেরি কুরি; লেখক আর্নেস্ট হেমিংওয়ে এবং আলবেয়ার কামু; অনুপ্রেরণাদায়ী নেতা নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং জুনিয়র এবং মাদার তেরেসা।
যদিও বেশির ভাগ অর্জন এখনো প্রশংসিত হয়নি, তবে কিছু পুরস্কার সময়ের সঙ্গে সঙ্গে বিতর্কিত হয়েছে। যেমন ১৯৪৯ সালে এগাস মোনিজকে মেডিসিনে লোবোটমির জন্য পুরস্কার দেওয়া হয়; যা পরে একটি ভুল চিকিৎসাপদ্ধতি হিসেবে বাতিল হয়ে যায়।
শান্তি পুরস্কারের ক্ষেত্রেও অনেক সমালোচনা হয়েছে। সেগুলোর মধ্যে হেনরি কিসিঞ্জার, ইয়াসির আরাফাত, আইজ্যাক রবিন এবং শিমন পেরেসকে দেওয়া পুরস্কারগুলো উল্লেখযোগ্য।
১৯৪৮ সালে মৃত্যুর আগে মহাত্মা গান্ধীকে এই পুরস্কার দিতে না পারাকে অনেকে বড় ভুল হিসেবে দেখেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর জাতীয় নিরাপত্তা দলকে জানিয়েছেন, ইরানে যদি যুক্তরাষ্ট্র কোনো সামরিক পদক্ষেপ নেয়, তাহলে সেটি যেন খুব দ্রুত এবং চূড়ান্ত আঘাত হয়। তিনি সপ্তাহ বা মাসের পর মাস ধরে চলতে থাকা কোনো যুদ্ধ চান না। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এক মার্কিন কর্মকর্তা, আলোচনার...
২৩ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ঘোষণা দিয়েছেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের চালানো যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রণীত পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া...
২ ঘণ্টা আগে
সশস্ত্র কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ইরাক থেকে সীমান্ত পেরিয়ে ইরানে প্রবেশের চেষ্টা করেছে। রয়টার্সকে এমনটি জানিয়েছে সংশ্লিষ্ট তিনটি সূত্র। ইরানে সরকারবিরোধী বিক্ষোভের ওপর কয়েক দিনের কঠোর দমনপীড়নের পর সৃষ্ট অস্থিরতার সুযোগ নেওয়ার জন্য দেশটিতে বিদেশি শক্তিগুলোর সম্ভাব্য অস্থিরতা...
৩ ঘণ্টা আগে
আর্কটিক মহাদেশের উত্তরের বৃহৎ দ্বীপগুলোর মধ্যে গ্রিনল্যান্ড শুধু ভৌগোলিক দিক থেকে নয়, কৌশলগত এবং জিওপলিটিক মাত্রায়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অবস্থান, আঞ্চলিক নিরাপত্তাকাঠামোতে বাফার ভূমিকা, উত্তরের সমুদ্রপথে প্রভাব এবং সম্ভাব্য প্রাকৃতিক সম্পদ—সব মিলিয়ে এটি এখন আন্তর্জাতিক শক্তি...
৩ ঘণ্টা আগে