Ajker Patrika

চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টায় ৩১ অভিবাসীর মৃত্যু

চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টায় ৩১ অভিবাসীর মৃত্যু

ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যাওয়ার উদ্দেশে চ্যানেল পার হওয়ার সময় নৌকা ডুবে ৩১ অভিবাসীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চ্যানেলটি বিশ্বের অন্যতম ব্যস্ত শিপিং লেন। এই চ্যানেলে সব সময় স্রোত বেশি থাকে। অত্যধিক বোঝাই করা ডিঙ্গি নৌকাগুলো ঝুঁকিপূর্ণভাবে এই চ্যানেল পার হয়ে থাকে। ব্রিটিশ উপকূলে পৌঁছানোর চেষ্টা করার সময় যেকোন মুহূর্তে এসব ডিঙ্গি নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, ‘নৌকাটিতে ৩৪ জন ছিলেন। এদের মধ্যে ৩১ জন মারা গেছেন। এ ছাড়া দুজনকে উদ্ধার করা হয়েছে এবং একজন এখনো নিখোঁজ রয়েছেন।

দারমানিন আরও বলেছেন, উদ্ধারকৃত দুজন এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তারা গুরুতর হাইপোথার্মিয়ায় ভুগছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত