
আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়াকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করার চুক্তির অনুমোদন দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় আজ বুধবার পুতিন আনুষ্ঠানিকভাবে চুক্তির অনুমোদন দেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্ভুক্ত অঞ্চলের বিভিন্ন ফ্রন্টে রাশিয়ার সেনাদের পশ্চাদপসরণ অব্যাহত থাকলেও তা এই চুক্তির অনুমোদনে কোনো প্রভাব ফেলেনি। বরং রাশিয়া আগামী দুই সপ্তাহের মধ্যে ইউক্রেনে আরও ২ লাখ রিজার্ভ সৈন্য পাঠানোর ঘোষণা দিয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চার অঞ্চল–দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া–অন্তর্ভুক্ত করার চুক্তি অনুষ্ঠিত হয়। পরে রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমায় সেই চুক্তি অনুমোদন পায়। এর পর অপেক্ষা ছিল কেবল রাশিয়ার প্রেসিডেন্টের অনুমোদনের। পুতিনের অনুমোদনের মধ্য দিয়ে চুক্তিটি এখন আইনে পরিণত হলো।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাস নিউজ এজেন্সি এক প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের স্বাক্ষরের ফলে ইউক্রেনের প্রায় ১৮ শতাংশ অঞ্চল রাশিয়ার অন্তর্ভুক্ত হওয়ার চুক্তিটি আইনে পরিণত হলো।
এদিকে, ইউক্রেনের লুহানস্কের পূর্বাঞ্চলে বেশ কিছু অঞ্চল পুনরুদ্ধারের দাবি করেছে কিয়েভ। লুহানস্কের পাশাপাশি এর পার্শ্ববর্তী দোনেৎস্ক এবং দেশটির দক্ষিণাঞ্চলেও বেশ অগ্রগতি লাভের দাবি করেছে কিয়েভ। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ বুধবার লুহানস্কে ইউক্রেন কর্তৃক নিযুক্ত আঞ্চলিক গভর্নর সেরহি গাইদাই সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এই দাবি করেছেন।
টেলিগ্রাম বার্তায় সেরহি গাইদাই বলেছেন, ‘লুহানস্ককে দখলদার মুক্তকরণের আনুষ্ঠানিক প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়ে গেছে। এরই মধ্যে বেশ কিছু স্থাপনা রাশিয়ার সেনাদের কাছ থেকে মুক্ত করা হয়েছে এবং সেখানে আবারও ইউক্রেনের পতাকা উত্তোলন করা হয়েছে।’
কেবল লুহানস্ক নয়, ইউক্রেনের সেনাবাহিনী খেরসনেও বেশ অগ্রগতি লাভের দাবি করেছে। খেরসন অঞ্চলের একটি গ্রাম রুশ বাহিনীর কাছ থেকে পুনরুদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এ অঞ্চল থেকে রুশ সেনারা পিছু হটেছে বলেও জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পোস্ট করা এক ভিডিওতে ইউক্রেনের সেনাবাহিনীর ৩৫ তম মেরিন ব্রিগেডকে খেরসনের ‘ডেভিডিভ ব্রিড’ গ্রামে পতাকা ওড়াতে দেখা গেছে।

আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়াকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করার চুক্তির অনুমোদন দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় আজ বুধবার পুতিন আনুষ্ঠানিকভাবে চুক্তির অনুমোদন দেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্ভুক্ত অঞ্চলের বিভিন্ন ফ্রন্টে রাশিয়ার সেনাদের পশ্চাদপসরণ অব্যাহত থাকলেও তা এই চুক্তির অনুমোদনে কোনো প্রভাব ফেলেনি। বরং রাশিয়া আগামী দুই সপ্তাহের মধ্যে ইউক্রেনে আরও ২ লাখ রিজার্ভ সৈন্য পাঠানোর ঘোষণা দিয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চার অঞ্চল–দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া–অন্তর্ভুক্ত করার চুক্তি অনুষ্ঠিত হয়। পরে রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমায় সেই চুক্তি অনুমোদন পায়। এর পর অপেক্ষা ছিল কেবল রাশিয়ার প্রেসিডেন্টের অনুমোদনের। পুতিনের অনুমোদনের মধ্য দিয়ে চুক্তিটি এখন আইনে পরিণত হলো।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাস নিউজ এজেন্সি এক প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের স্বাক্ষরের ফলে ইউক্রেনের প্রায় ১৮ শতাংশ অঞ্চল রাশিয়ার অন্তর্ভুক্ত হওয়ার চুক্তিটি আইনে পরিণত হলো।
এদিকে, ইউক্রেনের লুহানস্কের পূর্বাঞ্চলে বেশ কিছু অঞ্চল পুনরুদ্ধারের দাবি করেছে কিয়েভ। লুহানস্কের পাশাপাশি এর পার্শ্ববর্তী দোনেৎস্ক এবং দেশটির দক্ষিণাঞ্চলেও বেশ অগ্রগতি লাভের দাবি করেছে কিয়েভ। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ বুধবার লুহানস্কে ইউক্রেন কর্তৃক নিযুক্ত আঞ্চলিক গভর্নর সেরহি গাইদাই সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এই দাবি করেছেন।
টেলিগ্রাম বার্তায় সেরহি গাইদাই বলেছেন, ‘লুহানস্ককে দখলদার মুক্তকরণের আনুষ্ঠানিক প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়ে গেছে। এরই মধ্যে বেশ কিছু স্থাপনা রাশিয়ার সেনাদের কাছ থেকে মুক্ত করা হয়েছে এবং সেখানে আবারও ইউক্রেনের পতাকা উত্তোলন করা হয়েছে।’
কেবল লুহানস্ক নয়, ইউক্রেনের সেনাবাহিনী খেরসনেও বেশ অগ্রগতি লাভের দাবি করেছে। খেরসন অঞ্চলের একটি গ্রাম রুশ বাহিনীর কাছ থেকে পুনরুদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এ অঞ্চল থেকে রুশ সেনারা পিছু হটেছে বলেও জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পোস্ট করা এক ভিডিওতে ইউক্রেনের সেনাবাহিনীর ৩৫ তম মেরিন ব্রিগেডকে খেরসনের ‘ডেভিডিভ ব্রিড’ গ্রামে পতাকা ওড়াতে দেখা গেছে।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
১৭ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
২১ মিনিট আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৩ ঘণ্টা আগে