
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট হয়েছে রাশিয়া। নিয়ম অনুযায়ী চলতি এপ্রিল মাসে এ দায়িত্ব সামলাবে দেশটি। রাশিয়া যেন দায়িত্ব না পায় সে জন্য নিরাপত্তা পরিষদের সদস্যদের প্রতি ইউক্রেন আহ্বান জানালেও কাজে আসেনি তা।
রাশিয়ার দায়িত্ব পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিষয়টিকে ‘অযৌক্তিক’ বলছেন তিনি। এ ছাড়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী একে এপ্রিল ফুলের সবচেয়ে ‘বাজে তামাশা’ বলে মন্তব্য করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এক টুইটার পোস্টে লিখেছেন, ‘১ এপ্রিল রাশিয়ার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দায়িত্ব পাওয়া সবচেয়ে বাজে তামাশা। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখে একধরনের চপেটাঘাত।’ তিনি আরও লিখেছেন, ‘রাশিয়া নিরাপত্তা পরিষদের নেতৃত্বে থাকলে বিশ্ব কখনোই নিরাপদ হবে না।’
বিবিসির প্রতিবেদনে জানা যায়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশ পর্যায়ক্রমে এক মাস করে সভাপতির দায়িত্ব পালন করে থাকে। এর আগে রাশিয়া এ দায়িত্ব পেয়েছিল ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে। ঠিক ওই মাসেই ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচ দেশ—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়া। মস্কোর দায়িত্ব পাওয়া নিয়ে যুক্তরাষ্ট্র বলছে, একজন স্থায়ী সদস্যকে প্রেসিডেন্ট হওয়া থেকে আটকানো যায় না।
বর্তমানে এমন একটি দেশ জাতিসংঘের মূল দায়িত্ব সামলাবে, যার প্রেসিডেন্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। সমালোচকদের প্রশ্ন, যে দেশের প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে, সেই দেশ কীভাবে জাতিসংঘের অন্যতম শক্তিশালী পরিষদের দায়িত্ব নিতে পারে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট হয়েছে রাশিয়া। নিয়ম অনুযায়ী চলতি এপ্রিল মাসে এ দায়িত্ব সামলাবে দেশটি। রাশিয়া যেন দায়িত্ব না পায় সে জন্য নিরাপত্তা পরিষদের সদস্যদের প্রতি ইউক্রেন আহ্বান জানালেও কাজে আসেনি তা।
রাশিয়ার দায়িত্ব পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিষয়টিকে ‘অযৌক্তিক’ বলছেন তিনি। এ ছাড়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী একে এপ্রিল ফুলের সবচেয়ে ‘বাজে তামাশা’ বলে মন্তব্য করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এক টুইটার পোস্টে লিখেছেন, ‘১ এপ্রিল রাশিয়ার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দায়িত্ব পাওয়া সবচেয়ে বাজে তামাশা। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখে একধরনের চপেটাঘাত।’ তিনি আরও লিখেছেন, ‘রাশিয়া নিরাপত্তা পরিষদের নেতৃত্বে থাকলে বিশ্ব কখনোই নিরাপদ হবে না।’
বিবিসির প্রতিবেদনে জানা যায়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশ পর্যায়ক্রমে এক মাস করে সভাপতির দায়িত্ব পালন করে থাকে। এর আগে রাশিয়া এ দায়িত্ব পেয়েছিল ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে। ঠিক ওই মাসেই ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচ দেশ—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়া। মস্কোর দায়িত্ব পাওয়া নিয়ে যুক্তরাষ্ট্র বলছে, একজন স্থায়ী সদস্যকে প্রেসিডেন্ট হওয়া থেকে আটকানো যায় না।
বর্তমানে এমন একটি দেশ জাতিসংঘের মূল দায়িত্ব সামলাবে, যার প্রেসিডেন্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। সমালোচকদের প্রশ্ন, যে দেশের প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে, সেই দেশ কীভাবে জাতিসংঘের অন্যতম শক্তিশালী পরিষদের দায়িত্ব নিতে পারে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি শক্তিশালী ‘সনিক উইপন’ (শব্দাস্ত্র) ব্যবহার করেছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অস্ত্রটি বিশেষ। এটা আর কারও কাছে নেই। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির...
৬ ঘণ্টা আগে
গত বছরের জুলাইয়ে স্কটল্যান্ডের টার্নবেরিতে ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির মূল লক্ষ্য ছিল ইউরোপীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা এবং লবস্টারসহ (একধরনের সামুদ্রিক মাছে) নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের
৮ ঘণ্টা আগে
ফোরামে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, আমরা একটি চুক্তির খুব কাছাকাছি আছি। আমি বিশ্বাস করি, তাঁরা এখন এমন এক জায়গায় আছে, যেখান থেকে এক হয়ে চুক্তি সম্পন্ন করতে পারে। আর যদি তাঁরা তা না করে, তবে তাঁরা স্টুপিড। আমি জানি তাঁরা আসলে নির্বোধ নন, কিন্তু এই সমাধান করতে না পারলে তাঁদের নির্বোধই বলতে হবে।’
৮ ঘণ্টা আগে
বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে আবারও গ্রিনল্যান্ড দখলের ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার ফোরামে দেওয়া ভাষণে তিনি গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ইউরোপীয় মিত্রদের প্রতি হুঁশিয়ারি...
৯ ঘণ্টা আগে