
ইউরোপের আল্পস পর্বতমালায় বরফ গলে যাওয়া নিয়ে লম্বা সময় ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছেন জলবায়ুবিদেরা। সেই উদ্বেগ এবার বাস্তব হয়ে দেখা দিয়েছে। দ্রুত গলছে আল্পস পর্বতমালার বরফ। এরই মধ্যে বরফ গলে গিয়ে দেখা দিয়েছে সবুজ ভূমি। বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর আল্পসের হিমবাহ বিগত ৬০ বছরের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে গলেছে। হিমবাহ গলে যাওয়ার পাশাপাশি পর্বতে তুষারপাতের পরিমাণও উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। জাতিসংঘের আইপিসিসির জলবায়ু প্রতিবেদন–২০১৯ এ বলা হয়েছে, যদি গ্রিন হাউস গ্যাস নিঃসরণের হার ক্রমাগত বাড়তে থাকে তবে ২১০০ সালের মধ্যেই আল্পস পর্বতের ৮০ শতাংশ হিমবাহ গলে যাবে।
এদিকে, পর্বতের হিমবাহ গলে সমতল ভূমি দেখা দেওয়ায় দেখা দিয়েছে ব্যতিক্রমী এক সংকট। এ সংকট ইতালি এবং সুইজারল্যান্ডের সীমান্ত নিয়ে। হিমবাহ থাকাকালীন যে সীমান্ত ছিল সমতল ভূমি দেখা দেওয়ার পর দুই দেশের মধ্যে আগের সীমান্ত থাকবে কিনা এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, থিওডুল হিমবাহ দ্রুত গলছে। এতে ইতালির আওস্তা উপত্যকায় সুইজারল্যান্ড সীমান্তে সীমান্তরেখার কাছে পানি প্রবাহিত হওয়ার পথ পরিবর্তন করতে হয়েছে। এগিয়ে গিয়েছে ভ্রমণকারীদের জন্য নির্মিত রিফুজিও গাইড ডেল কার্ভিনোর দিকে। যা সুইজারল্যান্ডে অবস্থিত। তবে হিমবাহ গলে যাওয়ায় সেই পানি প্রবাহের পথ পরিবর্তিত হওয়া তা কোন দেশের আওতায় পড়বে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
এর আগে, ২০১৮ সালে ইতালি–সুইজারল্যান্ড সীমান্ত নিয়ে শুরু হওয়া সংলাপে কূটনীতিক সমাধান এলেও এখনো সমাধান বাস্তবায়িত হয়নি।

ইউরোপের আল্পস পর্বতমালায় বরফ গলে যাওয়া নিয়ে লম্বা সময় ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছেন জলবায়ুবিদেরা। সেই উদ্বেগ এবার বাস্তব হয়ে দেখা দিয়েছে। দ্রুত গলছে আল্পস পর্বতমালার বরফ। এরই মধ্যে বরফ গলে গিয়ে দেখা দিয়েছে সবুজ ভূমি। বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর আল্পসের হিমবাহ বিগত ৬০ বছরের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে গলেছে। হিমবাহ গলে যাওয়ার পাশাপাশি পর্বতে তুষারপাতের পরিমাণও উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। জাতিসংঘের আইপিসিসির জলবায়ু প্রতিবেদন–২০১৯ এ বলা হয়েছে, যদি গ্রিন হাউস গ্যাস নিঃসরণের হার ক্রমাগত বাড়তে থাকে তবে ২১০০ সালের মধ্যেই আল্পস পর্বতের ৮০ শতাংশ হিমবাহ গলে যাবে।
এদিকে, পর্বতের হিমবাহ গলে সমতল ভূমি দেখা দেওয়ায় দেখা দিয়েছে ব্যতিক্রমী এক সংকট। এ সংকট ইতালি এবং সুইজারল্যান্ডের সীমান্ত নিয়ে। হিমবাহ থাকাকালীন যে সীমান্ত ছিল সমতল ভূমি দেখা দেওয়ার পর দুই দেশের মধ্যে আগের সীমান্ত থাকবে কিনা এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, থিওডুল হিমবাহ দ্রুত গলছে। এতে ইতালির আওস্তা উপত্যকায় সুইজারল্যান্ড সীমান্তে সীমান্তরেখার কাছে পানি প্রবাহিত হওয়ার পথ পরিবর্তন করতে হয়েছে। এগিয়ে গিয়েছে ভ্রমণকারীদের জন্য নির্মিত রিফুজিও গাইড ডেল কার্ভিনোর দিকে। যা সুইজারল্যান্ডে অবস্থিত। তবে হিমবাহ গলে যাওয়ায় সেই পানি প্রবাহের পথ পরিবর্তিত হওয়া তা কোন দেশের আওতায় পড়বে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
এর আগে, ২০১৮ সালে ইতালি–সুইজারল্যান্ড সীমান্ত নিয়ে শুরু হওয়া সংলাপে কূটনীতিক সমাধান এলেও এখনো সমাধান বাস্তবায়িত হয়নি।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে এক ছাত্রীকে খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। নিহত ওই শিক্ষার্থীর নাম রুবিনা আমিনিয়ান। বয়স ২৩ বছর। তিনি তেহরানের শারিয়াতি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়াশোনা করছিলেন।
১ ঘণ্টা আগে
সার্জিও গোর ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সারা বিশ্ব ভ্রমণ করেছি এবং আমি হলফ করে বলতে পারি যে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর বন্ধুত্ব অত্যন্ত গভীর ও অকৃত্রিম। আমাদের দুই দেশ শুধু অভিন্ন স্বার্থেই নয়, বরং সর্বোচ্চ পর্যায়ের এক দৃঢ় সম্পর্কের...
১ ঘণ্টা আগে
যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
৩ ঘণ্টা আগে
দেশজুড়ে চলমান বিক্ষোভে একাধিক ‘সহিংস দাঙ্গায়’ বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পর স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।
৪ ঘণ্টা আগে