
যুক্তরাজ্যের আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশটিতে তাপমাত্রা ক্রমশ বাড়ছে। গত রোববারও দেশটির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী মঙ্গলবার দেশটির তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
যুক্তরাজ্যের আবহাওয়া বিভাগের প্রধান নির্বাহী অধ্যাপক পেনেলোপ এন্ডারসবি বিবিসি রেডিও ফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘সম্ভবত আমরা যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে উষ্ণ দিন দেখতে যাচ্ছি আজ সোমবার কিন্তু আগামীকাল মঙ্গলবার এই তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।’
পেনেলোপ এন্ডারসবি আরও বলেছেন, ‘এখন তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস থাকলেও কিছু কিছু স্থানে তা ৪৩ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। তবে আমরা আশা করছি তাপমাত্রা সেই অবধি পৌঁছাবে না।’
এর আগে, গত রোববার যুক্তরাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। এরই মধ্যে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, স্কটল্যান্ড ও ওয়েলসে জারি করা সতর্কতা আগামী মঙ্গলবার পর্যন্ত বাড়ানো হয়েছে। রাজধানীতে যাত্রীদের প্রয়োজনীয় ভ্রমণ ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে ট্রান্সপোর্ট ফর লন্ডন।
আবহাওয়া দপ্তর তাদের ওয়েবসাইটে আগেই জানিয়েছিল, ‘সোমবার এবং মঙ্গলবারও মাত্রাতিরিক্ত, সম্ভবত রেকর্ডভাঙা তাপমাত্রা দেখা যেতে পারে।’ উল্লেখ্য, যুক্তরাজ্যে এর আগে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, যুক্তরাজ্যের মতো আরও বেশ কয়েকটি দেশেই দাবদাহ চলছে। গত বৃহস্পতিবার পর্তুগালের মধ্য ও উত্তরাঞ্চলের পাঁচটি এলাকায় ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা জুলাই মাসের মধ্যে সর্বোচ্চ। গত শুক্রবার দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। গত বৃহস্পতিবার স্পেনে ৪৫.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

যুক্তরাজ্যের আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশটিতে তাপমাত্রা ক্রমশ বাড়ছে। গত রোববারও দেশটির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী মঙ্গলবার দেশটির তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
যুক্তরাজ্যের আবহাওয়া বিভাগের প্রধান নির্বাহী অধ্যাপক পেনেলোপ এন্ডারসবি বিবিসি রেডিও ফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘সম্ভবত আমরা যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে উষ্ণ দিন দেখতে যাচ্ছি আজ সোমবার কিন্তু আগামীকাল মঙ্গলবার এই তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।’
পেনেলোপ এন্ডারসবি আরও বলেছেন, ‘এখন তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস থাকলেও কিছু কিছু স্থানে তা ৪৩ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। তবে আমরা আশা করছি তাপমাত্রা সেই অবধি পৌঁছাবে না।’
এর আগে, গত রোববার যুক্তরাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। এরই মধ্যে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, স্কটল্যান্ড ও ওয়েলসে জারি করা সতর্কতা আগামী মঙ্গলবার পর্যন্ত বাড়ানো হয়েছে। রাজধানীতে যাত্রীদের প্রয়োজনীয় ভ্রমণ ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে ট্রান্সপোর্ট ফর লন্ডন।
আবহাওয়া দপ্তর তাদের ওয়েবসাইটে আগেই জানিয়েছিল, ‘সোমবার এবং মঙ্গলবারও মাত্রাতিরিক্ত, সম্ভবত রেকর্ডভাঙা তাপমাত্রা দেখা যেতে পারে।’ উল্লেখ্য, যুক্তরাজ্যে এর আগে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, যুক্তরাজ্যের মতো আরও বেশ কয়েকটি দেশেই দাবদাহ চলছে। গত বৃহস্পতিবার পর্তুগালের মধ্য ও উত্তরাঞ্চলের পাঁচটি এলাকায় ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা জুলাই মাসের মধ্যে সর্বোচ্চ। গত শুক্রবার দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। গত বৃহস্পতিবার স্পেনে ৪৫.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

ভারতের কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কয়েকটি পরিত্যক্ত এয়ারস্ট্রিপ পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নিয়েছে। সূত্র জানিয়েছে, বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে
হাসান আলী প্রশ্ন করেন—কেন তাঁর বাবাকে দুই দেশের মধ্যে এভাবে ছোড়াছুড়ি করা হচ্ছে। তিনি বলেন, ‘আমার দেশ আমার বাবাকে বাংলাদেশি বলে ঘোষণা করেছে। কিন্তু বাংলাদেশ তাঁকে দুইবার ফেরত পাঠিয়েছে। তাহলে আমাদের দেশ কোনটা? আমাদের দেশ আছে কি?’
২ ঘণ্টা আগে
লোহিত সাগর অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করেছে সোমালিয়া সরকার। গতকাল সোমবার মোগাদিসু সরকার এই ঘোষণা দিয়ে পারস্য উপসাগরীয় দেশটিকে তাদের সামরিক ঘাঁটি ও প্রধান বন্দর অবকাঠামো থেকে বহিষ্কার করেছে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানে সামরিক হামলার হুমকি দেওয়া অব্যাহত রেখেছে। দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের মুখে ইরানি সরকার যখন ক্রমবর্ধমান চাপের মুখে, তখন প্রশাসন জানিয়েছে যে সম্ভাব্য বিভিন্ন বিকল্পের মধ্যে ‘বিমান হামলা’ অন্যতম।
৪ ঘণ্টা আগে