
ইউক্রেন নিজ ভূখণ্ডে তেজস্ক্রিয় উপাদান সমৃদ্ধ ‘ডার্টি বোমা’ ব্যবহার করতে পারে বলে দাবি করেছে রাশিয়া। তবে রাশিয়ার এমন দাবি অস্বীকার করেছে ইউক্রেন।
বিবিসির খবরে জানা যায়, ইউক্রেন নিজ ভূখণ্ডে বিশেষ ‘ডার্টি বোমা’ ব্যবহার করে রাশিয়ার ওপর দায় চাপানোর পরিকল্পনা করছে এমন অভিযোগ মস্কোর। ডার্টি বোমা হচ্ছে এমন এক বিস্ফোরক যা তেজস্ক্রিয় আবর্জনা ছড়ায়।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু রোববার (২৩ অক্টোবর) সকালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে ফোনালাপে ইউক্রেনের সম্ভাব্য ‘ডার্টি বোমা’ হামলার বিষয়ে অভিযোগ করেন।
মস্কোর এমন অভিযোগকে মিথ্যা ও ভয়ংকর বলছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউরোপে যদি কেউ পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তা কেবল রাশিয়ার পক্ষেই সম্ভব।
মস্কোর এ অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে জেলেনস্কি বলেন, ‘এ বিষয়ে আন্তর্জাতিক মহলকে যতটা সম্ভব কঠোর প্রতিক্রিয়া জানানো উচিত।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় জেলেনস্কি আরও বলেন, ‘যদি রাশিয়া অভিযোগ করে ইউক্রেন এমন বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে, তাহলে বুঝতে হবে তাঁরাই এ ধরনের হামলার প্রস্তুতি নিয়েছে।’
এদিকে ইউক্রেন ‘ডার্টি বোমা’ ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে বলে রাশিয়ার অভিযোগ যৌথভাবে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। সোমবার (২৪ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তর ব্রিটিশ ও ফরাসি সরকারের সঙ্গে এক যৌথ বিবৃতিতে বলেছে, ‘ইউক্রেন নিজ ভূখণ্ডে ‘ডার্টি বোমা’ ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে বলে রাশিয়ার মিথ্যা অভিযোগসমূহ আমরা প্রত্যাখ্যান করছি। রাশিয়ার এই অভিযোগের বিষয়টিকে যুদ্ধ বাড়ানোর একটি অজুহাত হিসেবে দেখা হবে।’
তেজস্ক্রিয় পদার্থ দিয়ে তৈরি এ ‘ডার্টি বোমা’ একটি বিস্তৃত এলাকাকে দূষিত করার লক্ষ্যে ব্যবহার করা হয়ে থাকে। এ ধরনের বোমা বেসামরিক নাগরিকদের জন্য বিপজ্জনক ও ভয়ংকর। তবে পরমাণু বোমার মতো অতটা ভয়ানক নয়।

ইউক্রেন নিজ ভূখণ্ডে তেজস্ক্রিয় উপাদান সমৃদ্ধ ‘ডার্টি বোমা’ ব্যবহার করতে পারে বলে দাবি করেছে রাশিয়া। তবে রাশিয়ার এমন দাবি অস্বীকার করেছে ইউক্রেন।
বিবিসির খবরে জানা যায়, ইউক্রেন নিজ ভূখণ্ডে বিশেষ ‘ডার্টি বোমা’ ব্যবহার করে রাশিয়ার ওপর দায় চাপানোর পরিকল্পনা করছে এমন অভিযোগ মস্কোর। ডার্টি বোমা হচ্ছে এমন এক বিস্ফোরক যা তেজস্ক্রিয় আবর্জনা ছড়ায়।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু রোববার (২৩ অক্টোবর) সকালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে ফোনালাপে ইউক্রেনের সম্ভাব্য ‘ডার্টি বোমা’ হামলার বিষয়ে অভিযোগ করেন।
মস্কোর এমন অভিযোগকে মিথ্যা ও ভয়ংকর বলছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউরোপে যদি কেউ পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তা কেবল রাশিয়ার পক্ষেই সম্ভব।
মস্কোর এ অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে জেলেনস্কি বলেন, ‘এ বিষয়ে আন্তর্জাতিক মহলকে যতটা সম্ভব কঠোর প্রতিক্রিয়া জানানো উচিত।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় জেলেনস্কি আরও বলেন, ‘যদি রাশিয়া অভিযোগ করে ইউক্রেন এমন বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে, তাহলে বুঝতে হবে তাঁরাই এ ধরনের হামলার প্রস্তুতি নিয়েছে।’
এদিকে ইউক্রেন ‘ডার্টি বোমা’ ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে বলে রাশিয়ার অভিযোগ যৌথভাবে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। সোমবার (২৪ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তর ব্রিটিশ ও ফরাসি সরকারের সঙ্গে এক যৌথ বিবৃতিতে বলেছে, ‘ইউক্রেন নিজ ভূখণ্ডে ‘ডার্টি বোমা’ ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে বলে রাশিয়ার মিথ্যা অভিযোগসমূহ আমরা প্রত্যাখ্যান করছি। রাশিয়ার এই অভিযোগের বিষয়টিকে যুদ্ধ বাড়ানোর একটি অজুহাত হিসেবে দেখা হবে।’
তেজস্ক্রিয় পদার্থ দিয়ে তৈরি এ ‘ডার্টি বোমা’ একটি বিস্তৃত এলাকাকে দূষিত করার লক্ষ্যে ব্যবহার করা হয়ে থাকে। এ ধরনের বোমা বেসামরিক নাগরিকদের জন্য বিপজ্জনক ও ভয়ংকর। তবে পরমাণু বোমার মতো অতটা ভয়ানক নয়।

উগান্ডার প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনির সমর্থকদের কাছে সদ্যসমাপ্ত নির্বাচনে তাঁর বিপুল বিজয় ৪০ বছরের শাসনেরই এক ধরনের স্বীকৃতি। নির্বাচনে তিনি পেয়েছেন ৭২ শতাংশ ভোট। এটি তাঁর সর্বোচ্চ প্রাপ্ত ভোটের কাছাকাছি। ১৯৯৬ সালে উগান্ডার প্রথম সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পেয়েছিলেন ৭৪ শতাংশ ভোট।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার উদ্ধারকারীরা নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন। ধারণা করা হচ্ছে, মেঘাচ্ছন্ন আবহাওয়ায় সুলাওয়েসি দ্বীপের পাহাড়ি অঞ্চলে পৌঁছানোর সময় বিমানটি বিধ্বস্ত হয়। ওই বিমানে ১১ জন আরোহী ছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দিতে ইচ্ছুক দেশগুলোর কাছে ১ বিলিয়ন ডলার অর্থ জোগানোর শর্ত দিচ্ছেন। এই অর্থের নিয়ন্ত্রণ থাকবে ট্রাম্পের হাতেই। এমনটি জানা গেছে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলের চালানো গণহত্যামূলক যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে ট্রাম্প প্রথম এই বোর্ডের কথা প্রকাশ করেন। সে সময় তিনি বলেছিলেন, এই সংস্থাটি গাজায় ‘শাসনব্যবস্থা গড়ে তোলা, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ, বৃহৎ তহবিল সংগ্রহ এবং মূলধন ব্যবস্থাপনা’ তদারকি করবে।
৪ ঘণ্টা আগে