
ইউক্রেনের শহর মেলিতোপোল দখল করতে পারেনি রাশিয়ার বাহিনী। এমনকি রুশ সৈন্যদের কিয়েভে প্রবেশেও প্রবল বাঁধা দিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। শনিবার ব্রিটিশ সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী জেমস হিপি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
হিপি বলেছেন, ব্রিটেনের মূল্যায়ন হলো—রাশিয়া বৃহস্পতিবার যে লক্ষ্যে নিয়ে ইউক্রেন আক্রমণ করেছিল তা এখন পর্যন্ত অর্জন করতে পারেনি।
বিবিসি রেডিওকে হিপি বলেন, ‘এমনকি মেলিতোপোল শহর—যা রাশিয়ানরা দখল করেছে বলে দাবি করেছে, কিন্তু তাঁরা এটি প্রমাণ করতে পারবে না। সবই এখনো ইউক্রেনের হাতে রয়েছে। এ ছাড়া কিয়েভের উপকণ্ঠে যে যুদ্ধের কথা বলা হয়েছে, তা মূলত রুশ সেনাবাহিনীর বিশেষ একটি দল ও প্যারাট্রুপারদের অবতরণ।’
তিনি আরও বলেন, ‘বাস্তবতা হলো বেলারুশ থেকে রুশ সেনাবাহিনীর যে সাঁজোয়া বহর নেমে এসে থেকে কিয়েভকে ঘিরে ফেলতে যাচ্ছিল সেগুলো এখনো কিছুটা উত্তরে রয়েছে। ইউক্রেনের সৈন্যরা তাঁদের অবিশ্বাস্যভাবে প্রতিরোধ করেছে।’
এ ছাড়া হিপি আরও বলেছেন, ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস শুক্রবার আরও ২৫টি দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেছিলেন। দেশগুলো ইউক্রেনে আরও সামরিক ও মানবিক সহায়তা প্রদানে সম্মত হয়েছে। তিনি বলেন, সাহায্য বিতরণে দেশগুলো একসঙ্গ কাজ করবে।
এ দিকে ইউক্রেনে রুশ হামলার তৃতীয় দিনে রাজধানী কিয়েভে প্রবল প্রতিরোধের মুখোমুখি হয়েছে রুশ সেনাবাহিনীকে। শনিবার ইউক্রেন সেনাবাহিনীর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার রাতভর প্রবল যুদ্ধের পর শনিবার দেশটির রাজধানী কিয়েভের প্রধান প্রধান সড়কগুলো দিয়ে রুশ বাহিনী শহরের প্রবেশের চেষ্টা চালালে তাঁদের প্রতিরোধ করা হয়। রুশ গোলন্দাজ ও পদাতিক বাহিনী কিয়েভে সেভাবে সুবিধা করতে পারেনি। তবে ক্ষেপণাস্ত্র ও কামানের গোলায় কিয়েভের বেশ কিছু আবাসিক বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিবিসি ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, রুশ হামলার পর দেশটিতে অন্তত ১৯৮ জন নিহত হয়েছেন এবং অন্তত আরও ১ হাজারেরও অধিক মানুষ মারাত্মকভাবে আহত হয়েছেন। এবং যুদ্ধ শুরু হওয়ার পর বিগত ৪৮ ঘণ্টায় ১ লাখেরও অধিক মানুষ ইউক্রেন ত্যাগ করেছেন।

ইউক্রেনের শহর মেলিতোপোল দখল করতে পারেনি রাশিয়ার বাহিনী। এমনকি রুশ সৈন্যদের কিয়েভে প্রবেশেও প্রবল বাঁধা দিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। শনিবার ব্রিটিশ সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী জেমস হিপি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
হিপি বলেছেন, ব্রিটেনের মূল্যায়ন হলো—রাশিয়া বৃহস্পতিবার যে লক্ষ্যে নিয়ে ইউক্রেন আক্রমণ করেছিল তা এখন পর্যন্ত অর্জন করতে পারেনি।
বিবিসি রেডিওকে হিপি বলেন, ‘এমনকি মেলিতোপোল শহর—যা রাশিয়ানরা দখল করেছে বলে দাবি করেছে, কিন্তু তাঁরা এটি প্রমাণ করতে পারবে না। সবই এখনো ইউক্রেনের হাতে রয়েছে। এ ছাড়া কিয়েভের উপকণ্ঠে যে যুদ্ধের কথা বলা হয়েছে, তা মূলত রুশ সেনাবাহিনীর বিশেষ একটি দল ও প্যারাট্রুপারদের অবতরণ।’
তিনি আরও বলেন, ‘বাস্তবতা হলো বেলারুশ থেকে রুশ সেনাবাহিনীর যে সাঁজোয়া বহর নেমে এসে থেকে কিয়েভকে ঘিরে ফেলতে যাচ্ছিল সেগুলো এখনো কিছুটা উত্তরে রয়েছে। ইউক্রেনের সৈন্যরা তাঁদের অবিশ্বাস্যভাবে প্রতিরোধ করেছে।’
এ ছাড়া হিপি আরও বলেছেন, ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস শুক্রবার আরও ২৫টি দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেছিলেন। দেশগুলো ইউক্রেনে আরও সামরিক ও মানবিক সহায়তা প্রদানে সম্মত হয়েছে। তিনি বলেন, সাহায্য বিতরণে দেশগুলো একসঙ্গ কাজ করবে।
এ দিকে ইউক্রেনে রুশ হামলার তৃতীয় দিনে রাজধানী কিয়েভে প্রবল প্রতিরোধের মুখোমুখি হয়েছে রুশ সেনাবাহিনীকে। শনিবার ইউক্রেন সেনাবাহিনীর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার রাতভর প্রবল যুদ্ধের পর শনিবার দেশটির রাজধানী কিয়েভের প্রধান প্রধান সড়কগুলো দিয়ে রুশ বাহিনী শহরের প্রবেশের চেষ্টা চালালে তাঁদের প্রতিরোধ করা হয়। রুশ গোলন্দাজ ও পদাতিক বাহিনী কিয়েভে সেভাবে সুবিধা করতে পারেনি। তবে ক্ষেপণাস্ত্র ও কামানের গোলায় কিয়েভের বেশ কিছু আবাসিক বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিবিসি ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, রুশ হামলার পর দেশটিতে অন্তত ১৯৮ জন নিহত হয়েছেন এবং অন্তত আরও ১ হাজারেরও অধিক মানুষ মারাত্মকভাবে আহত হয়েছেন। এবং যুদ্ধ শুরু হওয়ার পর বিগত ৪৮ ঘণ্টায় ১ লাখেরও অধিক মানুষ ইউক্রেন ত্যাগ করেছেন।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
১ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
২ ঘণ্টা আগে
এই ভাষণে প্রথমবারের মতো খামেনি বিক্ষোভকারীদের মৃত্যুর সংখ্যা ‘হাজার হাজার’ বলে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্তরা এখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং কয়েক হাজার মানুষকে হত্যা করেছে।’
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মারোস জেলায় ১১ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের (আইএটি) একটি ফ্লাইট নিখোঁজ হয়েছে। আজ শনিবার স্থানীয় সময় বেলা ১টা ১৭ মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির শেষ যোগাযোগ হয়েছিল।
৩ ঘণ্টা আগে