
ইউক্রেন সংকট নিরসনে প্যারিস জো বাইডেন ও ভ্লাদিমির পুতিনের মধ্যে যে বৈঠকের কথা ঘোষণা করেছে তার জবাব দিয়েছে ক্রেমলিন। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন থেকে বলা হয়েছে, রাশিয়া ও মার্কিন রাষ্ট্রপতিদের মধ্যে সম্মেলন আয়োজনের বিষয়টি নিয়ে ‘তাড়াহুড়ো’ করা হয়েছে।
সোমবার ফরাসি প্রেসিডেন্ট প্রাসাদের পক্ষ থেকে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে ‘নীতিগতভাবে’ সম্মত হয়েছেন। তবে মস্কো যদি ইউক্রেন আক্রমণ থেকে বিরত থাকে।
এই বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, “এই সময়ে এ ধরনের যেকোনো সম্মেলন আয়োজনের পরিকল্পনা ‘অপরিপক্ব’ সিদ্ধান্ত। এখানে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য একটি বোঝাপড়া হয়েছে এবং সেই স্তরেই সংলাপ চালিয়ে যাওয়া উচিত।’
পেসকভ বলেছেন, “প্রেসিডেন্ট পর্যায়ে এমন শীর্ষ সম্মেলন আয়োজনে ক্রেমলিনের ‘কোনো পরিষ্কার পরিকল্পনা নেই’। ”
ক্রেমলিনের মুখপাত্র আরও বলেছেন, ‘প্রয়োজনে অবশ্যই, রাশিয়া ও মার্কিন রাষ্ট্রপতিরা টেলিফোন কল বা অন্য কোনো পদ্ধতির মাধ্যমে আলোচনার সিদ্ধান্ত নিতে পারেন।’
ফ্রান্সের পক্ষ থেকে এই বৈঠকের প্রস্তাব করা হয়। গত রোববার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও রাশিয়ার প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিনের মধ্যকার প্রায় ৩ ঘণ্টাব্যাপী ফোনালাপের পর ফরাসি প্রেসিডেন্ট এই প্রস্তাব দেন। ওই ফোনালাপের পর মাখোঁ বাইডেনকেও ফোন দেন। প্রায় ১৫ মিনিটের ওই ফোনালাপের একপর্যায়ে মাঁখো বাইডেন কাছে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব দেন।
মাখোঁর প্রস্তাবের সূত্র ধরেই হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, বাইডেন পুতিনের সঙ্গে বৈঠকে বসতে নীতিগতভাবে সম্মত হয়েছেন।
বিশ্লেষকেরা ধারণা করছেন, এই সম্মেলন যুগ যুগ ধরে চলা ইউরোপের নিরাপত্তা সংকট কাটিয়ে উঠতে একটি কূটনৈতিক পথ খুঁজে বের করতে সমর্থ হবে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে তাঁদের গোয়েন্দা তথ্য বলছে, রাশিয়া ইউক্রেন আক্রমণে প্রস্তুত। তবে রাশিয়ার পক্ষ থেকে এ ধরনের অভিযোগ বারবার নাকচ করা হয়েছে।

ইউক্রেন সংকট নিরসনে প্যারিস জো বাইডেন ও ভ্লাদিমির পুতিনের মধ্যে যে বৈঠকের কথা ঘোষণা করেছে তার জবাব দিয়েছে ক্রেমলিন। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন থেকে বলা হয়েছে, রাশিয়া ও মার্কিন রাষ্ট্রপতিদের মধ্যে সম্মেলন আয়োজনের বিষয়টি নিয়ে ‘তাড়াহুড়ো’ করা হয়েছে।
সোমবার ফরাসি প্রেসিডেন্ট প্রাসাদের পক্ষ থেকে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে ‘নীতিগতভাবে’ সম্মত হয়েছেন। তবে মস্কো যদি ইউক্রেন আক্রমণ থেকে বিরত থাকে।
এই বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, “এই সময়ে এ ধরনের যেকোনো সম্মেলন আয়োজনের পরিকল্পনা ‘অপরিপক্ব’ সিদ্ধান্ত। এখানে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য একটি বোঝাপড়া হয়েছে এবং সেই স্তরেই সংলাপ চালিয়ে যাওয়া উচিত।’
পেসকভ বলেছেন, “প্রেসিডেন্ট পর্যায়ে এমন শীর্ষ সম্মেলন আয়োজনে ক্রেমলিনের ‘কোনো পরিষ্কার পরিকল্পনা নেই’। ”
ক্রেমলিনের মুখপাত্র আরও বলেছেন, ‘প্রয়োজনে অবশ্যই, রাশিয়া ও মার্কিন রাষ্ট্রপতিরা টেলিফোন কল বা অন্য কোনো পদ্ধতির মাধ্যমে আলোচনার সিদ্ধান্ত নিতে পারেন।’
ফ্রান্সের পক্ষ থেকে এই বৈঠকের প্রস্তাব করা হয়। গত রোববার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও রাশিয়ার প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিনের মধ্যকার প্রায় ৩ ঘণ্টাব্যাপী ফোনালাপের পর ফরাসি প্রেসিডেন্ট এই প্রস্তাব দেন। ওই ফোনালাপের পর মাখোঁ বাইডেনকেও ফোন দেন। প্রায় ১৫ মিনিটের ওই ফোনালাপের একপর্যায়ে মাঁখো বাইডেন কাছে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব দেন।
মাখোঁর প্রস্তাবের সূত্র ধরেই হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, বাইডেন পুতিনের সঙ্গে বৈঠকে বসতে নীতিগতভাবে সম্মত হয়েছেন।
বিশ্লেষকেরা ধারণা করছেন, এই সম্মেলন যুগ যুগ ধরে চলা ইউরোপের নিরাপত্তা সংকট কাটিয়ে উঠতে একটি কূটনৈতিক পথ খুঁজে বের করতে সমর্থ হবে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে তাঁদের গোয়েন্দা তথ্য বলছে, রাশিয়া ইউক্রেন আক্রমণে প্রস্তুত। তবে রাশিয়ার পক্ষ থেকে এ ধরনের অভিযোগ বারবার নাকচ করা হয়েছে।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
২ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৩ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৪ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৬ ঘণ্টা আগে