অনলাইন ডেস্ক
ইতালির এক রাজনীতিবিদ অভিযোগ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ভেনিসের একটি সংরক্ষিত অঞ্চলে একটি বিরল প্রজাতির হাঁস গুলি করে মেরে ফেলেছেন। একটি ভিডিওতে এর প্রমাণও আছে।
ইতালির গ্রিন পার্টির নেতা আন্দ্রেয়া জানোনি জানান, ট্রাম্প জুনিয়র গত ডিসেম্বরে ভেনিস লেগুনে শিকার করতে গিয়েছিলেন। পরে সেখানে তিনি বিরল ‘রুডি শেলডাক’ প্রজাতির ওই হাঁসটিকে হত্যা করেছেন। এই হাঁসগুলোকে সমগ্র ইউরোপে সংরক্ষিত একটি প্রজাতি হিসেবে বিবেচনা করা হয়।
জানোনি জানান, এই অভিযোগের ভিত্তিতে তিনি ইতালির পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, ‘আমি ইতিমধ্যে এই ভিডিওটি তদন্তের জন্য ইতালির কারাবিনিয়েরি পুলিশের কাছে জমা দিয়েছি।’
ইতালির এমিলিয়া রোমাগনা অর্নিথোলজিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্তো টিনারেলি নিশ্চিত করেছেন, ‘ভিডিওতে থাকা পাখিটি একটি স্ত্রীজাতীয় রুডি শেলডাক। ইতালির আইনে এটি সংরক্ষিত এবং শিকার করা নিষিদ্ধ।’
ইতালির সংবাদমাধ্যম লা রিপাবলিকাতে প্রকাশিত ওই ভিডিওতে দেখা গেছে, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বেশ কিছু হাঁস শিকারের কথা বলছেন।
ভিডিওতে ট্রাম্প জুনিয়র একটি কমলা রঙের হাঁসের শরীর স্পর্শ করে বলছেন—‘অনেক পটারি, বালি হাঁস ধরেছি। কিন্তু এটি আসলে একটি বিরল হাঁস। আমি নিশ্চিত নই, ইংরেজিতে এর নাম কী। তবে এটি ছিল একটি অসাধারণ শিকার।’
জানোনির দাবি, ভিডিওতে থাকা হাঁসটি আসলে রুডি শেলডাক, যা ইউরোপীয় ইউনিয়নের সংরক্ষণ আইনে সুরক্ষিত এবং ইতালিতেও শিকার নিষিদ্ধ।
জানোনি আরও জানান, শুধু বিরল হাঁস শিকার করাই নয়, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র আইন ভঙ্গ করেছেন ইতালিতে শিকারে অংশ নিয়ে। কারণ শুধুমাত্র ইতালির বাসিন্দারাই এখানে শিকারের অনুমতি পান।
যুক্তরাজ্যের সানডে টাইমস জানিয়েছে, শিকারের ওই ঘটনাটি ভেনিস লেগুনের দক্ষিণাঞ্চলীয় ভালে পিয়েরিম্পিয়ে অঞ্চলে ঘটেছে। ইতালির আইন অনুযায়ী, শুধুমাত্র আঞ্চলিক কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স পাওয়া ব্যক্তিরাই শিকারে অংশ নিতে পারেন। ট্রাম্প জুনিয়রের এই লাইসেন্স ছিল না বলে অভিযোগ উঠেছে।
ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এর আগেও বন্যপ্রাণী শিকারের কারণে সমালোচনার মুখে পড়েছেন। অতীতে তিনি লেপার্ড ও হাতি শিকার করে ছবি তুলেছেন। মঙ্গোলিয়ায় তিনি বিরল প্রজাতির আর্গালি ভেড়াও শিকার করেছিলেন।
ইতালির ডেমোক্রেটিক পার্টির কাউন্সিলর মোনিকা সাম্বো এই ঘটনাকে ‘অত্যন্ত গুরুতর’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘ভেনিস লেগুনের মতো সংরক্ষিত এলাকায় বিরল প্রজাতির প্রাণী শিকার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদি ট্রাম্প জুনিয়রের সম্পৃক্ততা নিশ্চিত হয়, তাহলে তাঁকে সাধারণ নাগরিকের মতোই আইনের আওতায় আনা উচিত।’
ইতালির এক রাজনীতিবিদ অভিযোগ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ভেনিসের একটি সংরক্ষিত অঞ্চলে একটি বিরল প্রজাতির হাঁস গুলি করে মেরে ফেলেছেন। একটি ভিডিওতে এর প্রমাণও আছে।
ইতালির গ্রিন পার্টির নেতা আন্দ্রেয়া জানোনি জানান, ট্রাম্প জুনিয়র গত ডিসেম্বরে ভেনিস লেগুনে শিকার করতে গিয়েছিলেন। পরে সেখানে তিনি বিরল ‘রুডি শেলডাক’ প্রজাতির ওই হাঁসটিকে হত্যা করেছেন। এই হাঁসগুলোকে সমগ্র ইউরোপে সংরক্ষিত একটি প্রজাতি হিসেবে বিবেচনা করা হয়।
জানোনি জানান, এই অভিযোগের ভিত্তিতে তিনি ইতালির পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, ‘আমি ইতিমধ্যে এই ভিডিওটি তদন্তের জন্য ইতালির কারাবিনিয়েরি পুলিশের কাছে জমা দিয়েছি।’
ইতালির এমিলিয়া রোমাগনা অর্নিথোলজিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্তো টিনারেলি নিশ্চিত করেছেন, ‘ভিডিওতে থাকা পাখিটি একটি স্ত্রীজাতীয় রুডি শেলডাক। ইতালির আইনে এটি সংরক্ষিত এবং শিকার করা নিষিদ্ধ।’
ইতালির সংবাদমাধ্যম লা রিপাবলিকাতে প্রকাশিত ওই ভিডিওতে দেখা গেছে, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বেশ কিছু হাঁস শিকারের কথা বলছেন।
ভিডিওতে ট্রাম্প জুনিয়র একটি কমলা রঙের হাঁসের শরীর স্পর্শ করে বলছেন—‘অনেক পটারি, বালি হাঁস ধরেছি। কিন্তু এটি আসলে একটি বিরল হাঁস। আমি নিশ্চিত নই, ইংরেজিতে এর নাম কী। তবে এটি ছিল একটি অসাধারণ শিকার।’
জানোনির দাবি, ভিডিওতে থাকা হাঁসটি আসলে রুডি শেলডাক, যা ইউরোপীয় ইউনিয়নের সংরক্ষণ আইনে সুরক্ষিত এবং ইতালিতেও শিকার নিষিদ্ধ।
জানোনি আরও জানান, শুধু বিরল হাঁস শিকার করাই নয়, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র আইন ভঙ্গ করেছেন ইতালিতে শিকারে অংশ নিয়ে। কারণ শুধুমাত্র ইতালির বাসিন্দারাই এখানে শিকারের অনুমতি পান।
যুক্তরাজ্যের সানডে টাইমস জানিয়েছে, শিকারের ওই ঘটনাটি ভেনিস লেগুনের দক্ষিণাঞ্চলীয় ভালে পিয়েরিম্পিয়ে অঞ্চলে ঘটেছে। ইতালির আইন অনুযায়ী, শুধুমাত্র আঞ্চলিক কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স পাওয়া ব্যক্তিরাই শিকারে অংশ নিতে পারেন। ট্রাম্প জুনিয়রের এই লাইসেন্স ছিল না বলে অভিযোগ উঠেছে।
ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এর আগেও বন্যপ্রাণী শিকারের কারণে সমালোচনার মুখে পড়েছেন। অতীতে তিনি লেপার্ড ও হাতি শিকার করে ছবি তুলেছেন। মঙ্গোলিয়ায় তিনি বিরল প্রজাতির আর্গালি ভেড়াও শিকার করেছিলেন।
ইতালির ডেমোক্রেটিক পার্টির কাউন্সিলর মোনিকা সাম্বো এই ঘটনাকে ‘অত্যন্ত গুরুতর’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘ভেনিস লেগুনের মতো সংরক্ষিত এলাকায় বিরল প্রজাতির প্রাণী শিকার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদি ট্রাম্প জুনিয়রের সম্পৃক্ততা নিশ্চিত হয়, তাহলে তাঁকে সাধারণ নাগরিকের মতোই আইনের আওতায় আনা উচিত।’
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায় ৯০ মিনিট ফোনালাপ করেছেন। এই ফোনালাপে সৌদি আরবে একটি উচ্চপর্যায়ের বৈঠক আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। ইংরেজি সংবাদমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদন থেকে জানা গেছে, আজ শুক্রবার এক সরকারি বিবৃতিতে ‘জিওলজিক্যাল আলফা..
৮ ঘণ্টা আগেট্রাম্প প্রশাসনকে বিদেশি সহায়তা চালু রাখার জন্য সাময়িক অনুমতি দিতে নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার মার্কিন জেলা বিচারক আমির আলী এক রায়ে এই নির্দেশ দেন। এই নির্দেশ ট্রাম্প প্রশাসনের আন্তর্জাতিক সহায়তা স্থগিত রাখার প্রচেষ্টায় একটি বড় আঘাত।
৯ ঘণ্টা আগেপশ্চিমা বিশ্বে ভালোবাসার এই দিনটিতে যেখানে সাধারণত পুরুষেরা নারীদের ফুল দেন, সেখানে জাপানের নারীরা তাঁদের পুরুষ সহকর্মী ও বস সহ অন্য পুরুষদের চকলেট উপহার দিতেন। ‘বাধ্যতামূলক’ শব্দটি একটু অতিরঞ্জিত শোনালেও এটি দেশটির একটি সাধারণ কর্মস্থলীয় ঐতিহ্য হয়ে উঠেছিল।
১০ ঘণ্টা আগেরাশিয়া ন্যাটোর দেশগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা গেছে, চলতি বছর বেলারুশে ১ লাখ ৫০ হাজার সেনা মোতায়েন করছে রাশিয়া। জেলেনস্কির ধারণা, এই সেনা ন্যাটো দেশগুলোর বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে।
১১ ঘণ্টা আগে