
ইউক্রেন দাবি করেছে, মাত্র এক দিনেই ১ হাজার ৪০ জন সেনা হারিয়েছে রাশিয়া। বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে এই ক্ষতির মুখোমুখি হয় পুতিনের দেশ। এর ফলে চলমান যুদ্ধে গত কয়েক সপ্তাহের মধ্যে দেশটি সবচেয়ে বাজে দিন কাটিয়েছে। এর আগে গত ২২ মার্চ রাশিয়া ১ হাজার ৫০ জন সেনা হারিয়েছিল বলে দাবি করেছে কিয়েভ।
এ বিষয়ে নিউজউইকের প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভের হিসেব অনুযায়ী—নতুন সংখ্যা যোগ হওয়ায় ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়ার হারানো সেনার সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬২ হাজার ৯৮০ জন। এই সংখ্যাটি যুক্তরাষ্ট্রের অনুমিত সংখ্যার চেয়েও বেশি। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র দাবি করেছিল, ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার আহত ও নিহত সেনার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার।
আজ বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার আরও ১৩টি ট্যাংক ধ্বংস করার দাবি করেছে। এর ফলে ২০২২ সালের ফেব্রুয়ারির পর থেকে ধ্বংস হওয়া রুশ ট্যাংকের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ২৫৫টি। পাশাপাশি নতুন আরও ২৮টি রুশ আর্টিলারি অস্ত্র ধ্বংস করারও দাবি করেছে ইউক্রেন। এর ফলে ধ্বংস হওয়া রুশ আর্টিলারির সংখ্যা এখন ১১ হাজার ৮৩৬।
ইউক্রেনের দাবি করা এসব বিষয়কে স্বাধীনভাবে যাচাই করতে পারেনি নিউজউইক। এ বিষয়ে তথ্য চেয়ে সংবাদমাধ্যমটির পক্ষ থেকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ই-মেইল করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের ক্ষয়ক্ষতির বিষয়ে কিয়েভ কিংবা মস্কো কেউই কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি। তবে সম্প্রতি বিবিসি নিউজ রাশিয়ান এবং রাশিয়ান মিডিয়া আউটলেট মিডিয়াজোনা ২০২২ সালের ফেব্রুয়ারির পর থেকে ৫০ হাজার রুশ সেনার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে।
এদিকে যুদ্ধে ইউক্রেন কত সেনা হারিয়েছে তা নিয়ে ২০২৩ সালের আগস্টে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল নিউইয়র্ক টাইমস। সে সময় ইউক্রেনের নিহত সেনার সংখ্যা ৭০ হাজারের কাছাকাছি বলা হয়েছিল। তবে গত ফেব্রুয়ারিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি তাঁর দেশের ৩১ হাজার সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন।
গত কয়েক মাস ধরেই ইউক্রেনের বাহিনী গুরুতর গোলাবারুদ ঘাটতিতে ছিল। মূলত মার্কিন কর্তৃপক্ষের ৬১ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন পেতে বিলম্ব হওয়ার কারণেই এমন সংকট তৈরি হয়েছিল। তবে চলতি সপ্তাহেই ওই সহায়তা প্যাকেজটি মার্কিন কংগ্রেসে অনুমোদন পেয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে আঘাত করতে সক্ষম এমজিএম-১৪০ মিসাইল সিস্টেম সরবরাহ করেছে। এই মিসাইল ব্যবহার করে ইতিমধ্যেই রুশ অধিকৃত ক্রিমিয়ার সামরিক বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেন।

ইউক্রেন দাবি করেছে, মাত্র এক দিনেই ১ হাজার ৪০ জন সেনা হারিয়েছে রাশিয়া। বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে এই ক্ষতির মুখোমুখি হয় পুতিনের দেশ। এর ফলে চলমান যুদ্ধে গত কয়েক সপ্তাহের মধ্যে দেশটি সবচেয়ে বাজে দিন কাটিয়েছে। এর আগে গত ২২ মার্চ রাশিয়া ১ হাজার ৫০ জন সেনা হারিয়েছিল বলে দাবি করেছে কিয়েভ।
এ বিষয়ে নিউজউইকের প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভের হিসেব অনুযায়ী—নতুন সংখ্যা যোগ হওয়ায় ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়ার হারানো সেনার সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬২ হাজার ৯৮০ জন। এই সংখ্যাটি যুক্তরাষ্ট্রের অনুমিত সংখ্যার চেয়েও বেশি। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র দাবি করেছিল, ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার আহত ও নিহত সেনার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার।
আজ বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার আরও ১৩টি ট্যাংক ধ্বংস করার দাবি করেছে। এর ফলে ২০২২ সালের ফেব্রুয়ারির পর থেকে ধ্বংস হওয়া রুশ ট্যাংকের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ২৫৫টি। পাশাপাশি নতুন আরও ২৮টি রুশ আর্টিলারি অস্ত্র ধ্বংস করারও দাবি করেছে ইউক্রেন। এর ফলে ধ্বংস হওয়া রুশ আর্টিলারির সংখ্যা এখন ১১ হাজার ৮৩৬।
ইউক্রেনের দাবি করা এসব বিষয়কে স্বাধীনভাবে যাচাই করতে পারেনি নিউজউইক। এ বিষয়ে তথ্য চেয়ে সংবাদমাধ্যমটির পক্ষ থেকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ই-মেইল করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের ক্ষয়ক্ষতির বিষয়ে কিয়েভ কিংবা মস্কো কেউই কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি। তবে সম্প্রতি বিবিসি নিউজ রাশিয়ান এবং রাশিয়ান মিডিয়া আউটলেট মিডিয়াজোনা ২০২২ সালের ফেব্রুয়ারির পর থেকে ৫০ হাজার রুশ সেনার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে।
এদিকে যুদ্ধে ইউক্রেন কত সেনা হারিয়েছে তা নিয়ে ২০২৩ সালের আগস্টে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল নিউইয়র্ক টাইমস। সে সময় ইউক্রেনের নিহত সেনার সংখ্যা ৭০ হাজারের কাছাকাছি বলা হয়েছিল। তবে গত ফেব্রুয়ারিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি তাঁর দেশের ৩১ হাজার সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন।
গত কয়েক মাস ধরেই ইউক্রেনের বাহিনী গুরুতর গোলাবারুদ ঘাটতিতে ছিল। মূলত মার্কিন কর্তৃপক্ষের ৬১ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন পেতে বিলম্ব হওয়ার কারণেই এমন সংকট তৈরি হয়েছিল। তবে চলতি সপ্তাহেই ওই সহায়তা প্যাকেজটি মার্কিন কংগ্রেসে অনুমোদন পেয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে আঘাত করতে সক্ষম এমজিএম-১৪০ মিসাইল সিস্টেম সরবরাহ করেছে। এই মিসাইল ব্যবহার করে ইতিমধ্যেই রুশ অধিকৃত ক্রিমিয়ার সামরিক বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেন।

ইরানে চলমান অস্থিরতায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। দেশজুড়ে টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও কঠোর দমন-পীড়নে মৃত্যুর এই সংখ্যা প্রথমবারের মতো কর্তৃপক্ষ
১৬ মিনিট আগে
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর নয়াদিল্লি নিবিড়ভাবে নজর রাখছে এবং কোনো ধরনের ‘ভুল-বোঝাবুঝি বা ভুল ব্যাখ্যা’ এড়াতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগের সব চ্যানেল খোলা রাখা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ভারতীয় সশস্ত্র বাহিনীর বার্ষিক সং
২৮ মিনিট আগে
তাঁর এই মন্তব্য শুধু সংবেদনশীল সময়ে বিজয়ের পাশে দাঁড়ানোই নয়, একই সঙ্গে জল্পনা আরও জোরদার করেছে যে—রাজ্যে ক্ষমতাসীন দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগামের (ডিএমকে) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেও কংগ্রেস হয়তো বিজয়ের দল তামিলগা ভেত্রি কড়গম বা টিভিকের সঙ্গে রাজনৈতিক সমঝোতার পথ খোলা রাখছে।
২ ঘণ্টা আগে
অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে অভিবাসনের বিরুদ্ধে কঠোর অভিযানের অংশ হিসেবে ২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে শিক্ষার্থী ভিসা রয়েছে প্রায় ৮ হাজারের বেশি। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে স্টেট ডিপার্টমেন্ট জানায়...
৫ ঘণ্টা আগে