
অসাবধানতাবশত নির্ধারিত সময়ের আগেই রসায়নে ২০২৩ সালের নোবেল বিজয়ী তিন বিজ্ঞানীর নাম প্রকাশ করে দিয়েছে সুইডেনের রয়্যাল একাডেমি অব সায়েন্সেস। কিন্তু আনুষ্ঠানিকভাবে যে প্রতিষ্ঠান নোবেল পুরস্কার ঘোষণা করে থাকে, তারা জানিয়েছে যে নোবেল পুরস্কার ঘোষণার এখনো ঘণ্টাখানেক সময় বাকি। বার্তা সংস্থা রয়টার্স সুইডেনের দুটি স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
সুইডেনের সংবাদমাধ্যম আফতনব্লদে জানিয়েছে, তারা সুইডেনের রয়্যাল একাডেমি অব সায়েন্সেসের কাছ থেকে একটি মেইল পেয়েছে, যেখানে ২০২৩ সালে রসায়নশাস্ত্রে অবদান রাখায় তিন বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। সংবাদমাধ্যমটি ওই ইমেইলের একটি কপি প্রকাশ করে তিন বিজয়ীর নামও জানিয়েছে। তাঁরা হলেন—মুঙ্গি জি. বাভেন্দি, লুই ই. ব্রুস ও অ্যালেক্সেই আই. আকিমভ।
আরেক সুইডিশ সংবাদমাধ্যম দাগিনস নিহেতেরও সেই মেইল পেয়েছে। তারা ইমেইল থেকে উদ্ধৃতি দিয়ে বলেছে, ‘২০২৩ সালে রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে কোয়ান্টাম ডটের আবিষ্কার ও উন্নয়ন এবং ন্যানোপার্টিকলের আকার ও বৈশিষ্ট্য নির্ধারণে অবদান রাখার জন্য।’
তবে রয়্যাল একাডেমি অব সায়েন্সেসের রসায়নে নোবেল প্রদানকারী কমিটির চেয়ারম্যান রয়টার্সকে বলেছেন, ‘এটি সুইডিশ রয়্যাল একাডেমি অব সায়েন্সেসের একটি ভুল। আমাদের বৈঠক শুরু হয়েছে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায়, তাই এ ক্ষেত্রে এখনো কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। এখনো কোনো বিজয়ী নির্বাচিত করা হয়নি।’
চলতি বছরে রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে।
উল্লেখ্য, বাভেন্দি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক, ব্রুস একই দেশের কলাম্বিয়া ইউনিভার্সিটিতে পড়ান এবং আকিমভ ন্যানোক্রিস্টালস টেকনোলজি ইনকরপোরেশনের বিজ্ঞানী।

অসাবধানতাবশত নির্ধারিত সময়ের আগেই রসায়নে ২০২৩ সালের নোবেল বিজয়ী তিন বিজ্ঞানীর নাম প্রকাশ করে দিয়েছে সুইডেনের রয়্যাল একাডেমি অব সায়েন্সেস। কিন্তু আনুষ্ঠানিকভাবে যে প্রতিষ্ঠান নোবেল পুরস্কার ঘোষণা করে থাকে, তারা জানিয়েছে যে নোবেল পুরস্কার ঘোষণার এখনো ঘণ্টাখানেক সময় বাকি। বার্তা সংস্থা রয়টার্স সুইডেনের দুটি স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
সুইডেনের সংবাদমাধ্যম আফতনব্লদে জানিয়েছে, তারা সুইডেনের রয়্যাল একাডেমি অব সায়েন্সেসের কাছ থেকে একটি মেইল পেয়েছে, যেখানে ২০২৩ সালে রসায়নশাস্ত্রে অবদান রাখায় তিন বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। সংবাদমাধ্যমটি ওই ইমেইলের একটি কপি প্রকাশ করে তিন বিজয়ীর নামও জানিয়েছে। তাঁরা হলেন—মুঙ্গি জি. বাভেন্দি, লুই ই. ব্রুস ও অ্যালেক্সেই আই. আকিমভ।
আরেক সুইডিশ সংবাদমাধ্যম দাগিনস নিহেতেরও সেই মেইল পেয়েছে। তারা ইমেইল থেকে উদ্ধৃতি দিয়ে বলেছে, ‘২০২৩ সালে রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে কোয়ান্টাম ডটের আবিষ্কার ও উন্নয়ন এবং ন্যানোপার্টিকলের আকার ও বৈশিষ্ট্য নির্ধারণে অবদান রাখার জন্য।’
তবে রয়্যাল একাডেমি অব সায়েন্সেসের রসায়নে নোবেল প্রদানকারী কমিটির চেয়ারম্যান রয়টার্সকে বলেছেন, ‘এটি সুইডিশ রয়্যাল একাডেমি অব সায়েন্সেসের একটি ভুল। আমাদের বৈঠক শুরু হয়েছে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায়, তাই এ ক্ষেত্রে এখনো কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। এখনো কোনো বিজয়ী নির্বাচিত করা হয়নি।’
চলতি বছরে রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে।
উল্লেখ্য, বাভেন্দি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক, ব্রুস একই দেশের কলাম্বিয়া ইউনিভার্সিটিতে পড়ান এবং আকিমভ ন্যানোক্রিস্টালস টেকনোলজি ইনকরপোরেশনের বিজ্ঞানী।

তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
৬ ঘণ্টা আগে
প্রতিবছর নভেম্বর ও ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার খোসা, এনদেবেলে, সোথো ও ভেন্ডা সম্প্রদায়ের কিশোর ও তরুণেরা ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার শিশু আইন (২০০৫) অনুযায়ী, সাধারণত ১৬ বছরের বেশি বয়সীদের খতনা করানো হয়। এর নিচে খতনা করানো দেশটিতে আইনত নিষিদ্ধ।
৭ ঘণ্টা আগে
এই হামলার ঘটনা প্রথম প্রকাশ পায় গত সেপ্টেম্বরে, যখন রাজপরিবার নিয়ে লেখা একটি বই দ্য টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়। তবে এর আগে বাকিংহাম প্যালেস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
৭ ঘণ্টা আগে