
বিশ্বের ক্ষমতাধর দেশগুলোকে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি অবহেলা করতে না করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গতকাল সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘পারমাণবিক যুদ্ধের ঝুঁকি এখনো যথেষ্ট রয়েছে। আমরা সেই ঝুঁকিগুলো বাড়াতে চাই না। যদিও অনেকেই এটা পছন্দ করবে। কিন্তু পারমাণবিক যুদ্ধের বিপদটা গুরুতর। একে অবহেলা করা উচিত নয়।’ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
লাভরভের সাক্ষাৎকারের পর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এক টুইটার পোস্টে বলেছেন, ‘ইউক্রেনের পাশে থাকার ব্যাপারে বিশ্বকে ভয় দেখানোর সর্বশেষ আশাটুকুও হারিয়ে ফেলেছে রাশিয়া। এর অর্থ হচ্ছে, মস্কো তার পরাজয় বুঝতে পেরেছে।’
লাভরভ ওই সাক্ষাৎকারে আরও বলেছেন, ‘ন্যাটো মূলত একটি প্রক্সির মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত এবং সেই প্রক্সিকে অস্ত্র দিচ্ছে। যুদ্ধ মানে যুদ্ধই।’
এদিকে গত রোববার কিয়েভ সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। সফরকালে তাঁরা ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এর পরদিন সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর ইউক্রেনের কাছে ১৬ কোটি ৫০ লাখ ডলারের গোলাবারুদ বিক্রির অনুমোদন দিয়েছে। পেন্টাগন বলেছে, তাদের গোলাবারুদ প্যাকেজের মধ্যে রয়েছে উইটজার, কামান, ট্যাংক ও গ্রেনেড লঞ্চার।
মার্কিন কর্মকর্তারা বলেছেন, ‘ইউক্রেন সম্পর্কিত প্রতিরক্ষা আলোচনার জন্য যুক্তরাষ্ট্র এ সপ্তাহে ৪০ টিরও বেশি দেশের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করছে, যেখানে কিয়েভকে সশস্ত্র করার ওপর গুরুত্ব দেওয়া হবে।’
ওয়াশিংটনে নিযুক্ত মস্কোর রাষ্ট্রদূত বলেছেন, ‘পশ্চিমা অস্ত্রগুলো সংঘাতকে উসকে দিচ্ছে।’ এ জন্য তিনি যুক্তরাষ্ট্রকে অস্ত্রের চালান বন্ধ করতে বলেছেন।
দুই মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। ১৯৪৫ সালের পর কোনো ইউরোপীয় রাষ্ট্রে এটিই সবচেয়ে বড় আক্রমণ। এতে হাজার হাজার মানুষ হতাহত হচ্ছে। শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। ইতিমধ্যে ৫০ লাখ মানুষ উদ্বাস্তু হয়েছে।

বিশ্বের ক্ষমতাধর দেশগুলোকে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি অবহেলা করতে না করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গতকাল সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘পারমাণবিক যুদ্ধের ঝুঁকি এখনো যথেষ্ট রয়েছে। আমরা সেই ঝুঁকিগুলো বাড়াতে চাই না। যদিও অনেকেই এটা পছন্দ করবে। কিন্তু পারমাণবিক যুদ্ধের বিপদটা গুরুতর। একে অবহেলা করা উচিত নয়।’ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
লাভরভের সাক্ষাৎকারের পর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এক টুইটার পোস্টে বলেছেন, ‘ইউক্রেনের পাশে থাকার ব্যাপারে বিশ্বকে ভয় দেখানোর সর্বশেষ আশাটুকুও হারিয়ে ফেলেছে রাশিয়া। এর অর্থ হচ্ছে, মস্কো তার পরাজয় বুঝতে পেরেছে।’
লাভরভ ওই সাক্ষাৎকারে আরও বলেছেন, ‘ন্যাটো মূলত একটি প্রক্সির মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত এবং সেই প্রক্সিকে অস্ত্র দিচ্ছে। যুদ্ধ মানে যুদ্ধই।’
এদিকে গত রোববার কিয়েভ সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। সফরকালে তাঁরা ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এর পরদিন সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর ইউক্রেনের কাছে ১৬ কোটি ৫০ লাখ ডলারের গোলাবারুদ বিক্রির অনুমোদন দিয়েছে। পেন্টাগন বলেছে, তাদের গোলাবারুদ প্যাকেজের মধ্যে রয়েছে উইটজার, কামান, ট্যাংক ও গ্রেনেড লঞ্চার।
মার্কিন কর্মকর্তারা বলেছেন, ‘ইউক্রেন সম্পর্কিত প্রতিরক্ষা আলোচনার জন্য যুক্তরাষ্ট্র এ সপ্তাহে ৪০ টিরও বেশি দেশের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করছে, যেখানে কিয়েভকে সশস্ত্র করার ওপর গুরুত্ব দেওয়া হবে।’
ওয়াশিংটনে নিযুক্ত মস্কোর রাষ্ট্রদূত বলেছেন, ‘পশ্চিমা অস্ত্রগুলো সংঘাতকে উসকে দিচ্ছে।’ এ জন্য তিনি যুক্তরাষ্ট্রকে অস্ত্রের চালান বন্ধ করতে বলেছেন।
দুই মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। ১৯৪৫ সালের পর কোনো ইউরোপীয় রাষ্ট্রে এটিই সবচেয়ে বড় আক্রমণ। এতে হাজার হাজার মানুষ হতাহত হচ্ছে। শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। ইতিমধ্যে ৫০ লাখ মানুষ উদ্বাস্তু হয়েছে।

মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
রয়টার্স নয়াদিল্লির একটি জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ভারতকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
১১ ঘণ্টা আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
১৩ ঘণ্টা আগে