
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার ইন্দোনেশিয়ার একটি থিংক ট্যাংকের সঙ্গে আলাপকালে জেলেনস্কি এ কথা জানিয়েছেন। তবে জেলেনস্কির অভিযোগ, রাশিয়ার পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ চোখে পড়ছে না। বার্তা সংস্থা রয়টার্স এবং মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
জেলেনস্কির দাবি, রাশিয়ার সঙ্গে আলোচনায় আগ্রহী নয় ইউক্রেন। তবে পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে আলোচনা না করেও উপায় নেই। তবে রাশিয়ার অভিযোগ, ইউক্রেনের কারণেই দুই দেশের মধ্যকার আলোচনা স্থবির হয়ে পড়েছে। দেশটির অভিযোগ, ইউক্রেনের দ্বান্দ্বিক বক্তব্যই দুই দেশের আলোচনা ফলপ্রসূ হওয়ার অন্যতম বাধা।
জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন রাশিয়ার সঙ্গে আলোচনায় আগ্রহী নয়। তবে পরিস্থিতি যা দাঁড়িয়েছে তার মুখোমুখি আমাদের হতেই হবে। কারণ, যুদ্ধ বন্ধ করতে এর কোনো বিকল্প নেই। তিনি বলেছেন, ‘রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার অনেক বিষয় রয়েছে। তবে, আমি বলতে চাই, ইউক্রেনের জনগণ তাঁর সঙ্গে আলোচনার জন্য মুখিয়ে নেই। কিন্তু আমরা যে বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছি, তা আমাদের স্বীকার করে নিতেই হবে।’
জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইঙ্গিত করে বলেন, ‘আমরা তাঁর সঙ্গে আলাপ থেকে কি চাই?...আমরা আমাদের জীবনের নিশ্চয়তা চাই। আমাদের স্বাধীন-সার্বভৌম অঞ্চলের মধ্যে অবস্থিত প্রতিটি মানুষের জীবনের নিশ্চয়তা চাই।’ এ সময় তিনি অভিযোগ করেন, রাশিয়া গুরুত্বপূর্ণ আলোচনার জন্য কোনো আগ্রহই দেখাচ্ছে না।
তবে ক্রেমলিনের দাবি, ইউক্রেনের দ্বান্দ্বিক অবস্থানের কারণেই দুই দেশের মধ্যকার আলোচনা স্থবির হয়ে রয়েছে। শুক্রবার রুশ প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইউক্রেনের বিরুদ্ধে এই অভিযোগ আনেন।
এক বিবৃতিতে পেসকভ বলেন, ‘এই মুহূর্তে আলোচনা স্থবির হয়ে আছে ইউক্রেনেরই কারণে। কারণ, দেশটির নেতৃবৃন্দ প্রতিনিয়ত এমন সব মন্তব্য করছে, যা তাদের নিজেদের বক্তব্যের সঙ্গেই সাংঘর্ষিক। তারা আমাদের বুঝতেই দিচ্ছে না, তারা আসলে কী চায়।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার ইন্দোনেশিয়ার একটি থিংক ট্যাংকের সঙ্গে আলাপকালে জেলেনস্কি এ কথা জানিয়েছেন। তবে জেলেনস্কির অভিযোগ, রাশিয়ার পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ চোখে পড়ছে না। বার্তা সংস্থা রয়টার্স এবং মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
জেলেনস্কির দাবি, রাশিয়ার সঙ্গে আলোচনায় আগ্রহী নয় ইউক্রেন। তবে পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে আলোচনা না করেও উপায় নেই। তবে রাশিয়ার অভিযোগ, ইউক্রেনের কারণেই দুই দেশের মধ্যকার আলোচনা স্থবির হয়ে পড়েছে। দেশটির অভিযোগ, ইউক্রেনের দ্বান্দ্বিক বক্তব্যই দুই দেশের আলোচনা ফলপ্রসূ হওয়ার অন্যতম বাধা।
জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন রাশিয়ার সঙ্গে আলোচনায় আগ্রহী নয়। তবে পরিস্থিতি যা দাঁড়িয়েছে তার মুখোমুখি আমাদের হতেই হবে। কারণ, যুদ্ধ বন্ধ করতে এর কোনো বিকল্প নেই। তিনি বলেছেন, ‘রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার অনেক বিষয় রয়েছে। তবে, আমি বলতে চাই, ইউক্রেনের জনগণ তাঁর সঙ্গে আলোচনার জন্য মুখিয়ে নেই। কিন্তু আমরা যে বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছি, তা আমাদের স্বীকার করে নিতেই হবে।’
জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইঙ্গিত করে বলেন, ‘আমরা তাঁর সঙ্গে আলাপ থেকে কি চাই?...আমরা আমাদের জীবনের নিশ্চয়তা চাই। আমাদের স্বাধীন-সার্বভৌম অঞ্চলের মধ্যে অবস্থিত প্রতিটি মানুষের জীবনের নিশ্চয়তা চাই।’ এ সময় তিনি অভিযোগ করেন, রাশিয়া গুরুত্বপূর্ণ আলোচনার জন্য কোনো আগ্রহই দেখাচ্ছে না।
তবে ক্রেমলিনের দাবি, ইউক্রেনের দ্বান্দ্বিক অবস্থানের কারণেই দুই দেশের মধ্যকার আলোচনা স্থবির হয়ে রয়েছে। শুক্রবার রুশ প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইউক্রেনের বিরুদ্ধে এই অভিযোগ আনেন।
এক বিবৃতিতে পেসকভ বলেন, ‘এই মুহূর্তে আলোচনা স্থবির হয়ে আছে ইউক্রেনেরই কারণে। কারণ, দেশটির নেতৃবৃন্দ প্রতিনিয়ত এমন সব মন্তব্য করছে, যা তাদের নিজেদের বক্তব্যের সঙ্গেই সাংঘর্ষিক। তারা আমাদের বুঝতেই দিচ্ছে না, তারা আসলে কী চায়।’

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হতে পারে। আজ সোমবার গুজরাটের আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এই সম্ভাবনার কথা জানিয়ে...
৫ ঘণ্টা আগে
ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে—এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ থাকলেও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও ছবি বাইরে আসতে শুরু করেছে।
৫ ঘণ্টা আগে
ইরানের রাজধানী তেহরানের ফরেনসিক ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের একটি ভিডিওতে বিপুলসংখ্যক মরদেহ দেখা যাওয়ার দাবি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক দিনে সামাজিক মাধ্যমে ওই কেন্দ্র থেকে ধারণ করা অন্তত ছয়টি ভিডিও প্রকাশিত হয়েছে।
৬ ঘণ্টা আগে
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
৭ ঘণ্টা আগে