
আগামী ২৪ ফেব্রুয়ারি যুদ্ধের বর্ষপূর্তিতে ইউক্রেনে নতুন করে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এমন আশঙ্কার কথা জানিয়ে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ বলেন, হাজার হাজার সৈন্য সংগ্রহ করেছে মস্কো এবং হামলা শুরুর প্রথম বর্ষপূর্তিতে ‘কিছু একটা করার চেষ্টা’ করতে পারে।
রেজনিকভের দাবি, নতুন হামলার জন্য প্রায় ৫ লাখ মানুষকে সেনাবাহিনীতে যুক্ত করা হয়েছে। গত সেপ্টেম্বরে ৩ লাখ নাগরিককে সামরিক বাহিনীতে যুক্ত করার ঘোষণা দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলছেন, রুশ সামরিক বাহিনীতে নতুন করে যুক্ত করা সেনার সংখ্যা আরও অনেক বেশি।
ইউক্রেন সম্ভাব্য হামলা প্রতিহত করার সব ধরনের প্রস্তুতি নেবে বলে জানিয়েছেন রেজনিকভ। তিনি বলেন, ‘আমার বিশ্বাস, ২০২৩ সাল হবে ইউক্রেনের সামরিক বিজয়ের বছর। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনীয় বাহিনী যা অর্জন করেছে, তা হারাতে দেবে না।’
সম্প্রতি ইউক্রেনের গোয়েন্দারা জানিয়েছিলেন, এ বছর বসন্ত শেষ হওয়ার আগেই দেশটির দনবাস অঞ্চল দখল করতে রুশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন পুতিন। এর পরই ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রাশিয়ার সম্ভাব্য নতুন হামলা নিয়ে আশঙ্কার কথা বললেন।
এদিকে ইউক্রেনকে অত্যাধুনিক লেপার্ড ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি দিলেও কোনো যুদ্ধবিমান দেওয়া হবে না বলে জানিয়েছে জার্মানি। জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ বলেছেন, ‘আমাদের লক্ষ্য জার্মানির তৈরি লেপার্ড-২ ট্যাংক সরবরাহ করা, যুদ্ধবিমান নয়। আমরা শুধু ট্যাংক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।’
ইউক্রেন যদিও পশ্চিমা মিত্র দেশগুলোর কাছে বারবার যুদ্ধবিমান চেয়ে আসছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধের সক্ষমতা বাড়ানোর জন্য তাঁদের যুদ্ধবিমান প্রয়োজন।

আগামী ২৪ ফেব্রুয়ারি যুদ্ধের বর্ষপূর্তিতে ইউক্রেনে নতুন করে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এমন আশঙ্কার কথা জানিয়ে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ বলেন, হাজার হাজার সৈন্য সংগ্রহ করেছে মস্কো এবং হামলা শুরুর প্রথম বর্ষপূর্তিতে ‘কিছু একটা করার চেষ্টা’ করতে পারে।
রেজনিকভের দাবি, নতুন হামলার জন্য প্রায় ৫ লাখ মানুষকে সেনাবাহিনীতে যুক্ত করা হয়েছে। গত সেপ্টেম্বরে ৩ লাখ নাগরিককে সামরিক বাহিনীতে যুক্ত করার ঘোষণা দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলছেন, রুশ সামরিক বাহিনীতে নতুন করে যুক্ত করা সেনার সংখ্যা আরও অনেক বেশি।
ইউক্রেন সম্ভাব্য হামলা প্রতিহত করার সব ধরনের প্রস্তুতি নেবে বলে জানিয়েছেন রেজনিকভ। তিনি বলেন, ‘আমার বিশ্বাস, ২০২৩ সাল হবে ইউক্রেনের সামরিক বিজয়ের বছর। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনীয় বাহিনী যা অর্জন করেছে, তা হারাতে দেবে না।’
সম্প্রতি ইউক্রেনের গোয়েন্দারা জানিয়েছিলেন, এ বছর বসন্ত শেষ হওয়ার আগেই দেশটির দনবাস অঞ্চল দখল করতে রুশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন পুতিন। এর পরই ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রাশিয়ার সম্ভাব্য নতুন হামলা নিয়ে আশঙ্কার কথা বললেন।
এদিকে ইউক্রেনকে অত্যাধুনিক লেপার্ড ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি দিলেও কোনো যুদ্ধবিমান দেওয়া হবে না বলে জানিয়েছে জার্মানি। জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ বলেছেন, ‘আমাদের লক্ষ্য জার্মানির তৈরি লেপার্ড-২ ট্যাংক সরবরাহ করা, যুদ্ধবিমান নয়। আমরা শুধু ট্যাংক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।’
ইউক্রেন যদিও পশ্চিমা মিত্র দেশগুলোর কাছে বারবার যুদ্ধবিমান চেয়ে আসছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধের সক্ষমতা বাড়ানোর জন্য তাঁদের যুদ্ধবিমান প্রয়োজন।

তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
৬ ঘণ্টা আগে
প্রতিবছর নভেম্বর ও ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার খোসা, এনদেবেলে, সোথো ও ভেন্ডা সম্প্রদায়ের কিশোর ও তরুণেরা ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার শিশু আইন (২০০৫) অনুযায়ী, সাধারণত ১৬ বছরের বেশি বয়সীদের খতনা করানো হয়। এর নিচে খতনা করানো দেশটিতে আইনত নিষিদ্ধ।
৭ ঘণ্টা আগে
এই হামলার ঘটনা প্রথম প্রকাশ পায় গত সেপ্টেম্বরে, যখন রাজপরিবার নিয়ে লেখা একটি বই দ্য টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়। তবে এর আগে বাকিংহাম প্যালেস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
৭ ঘণ্টা আগে