
ইউক্রেনের ‘ভারী অস্ত্র’ প্রয়োজন বলে মন্তব্য করেছে উত্তর আমেরিকার সামরিক জোট ন্যাটো। রাশিয়া দেশটির পূর্বাঞ্চলে হামলা জোরদার করায় এই প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে মনে করে ন্যাটো। এরই মধ্যে পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনের এই চাহিদা মেটানোর জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ন্যাটো।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ এসব কথা বলেছেন। নেদারল্যান্ডসের দ্য হেগে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘হ্যাঁ, ইউক্রেনের অবশ্যই আরও বেশি পরিমাণে ভারী অস্ত্র থাকা প্রয়োজন।’
ন্যাটো জোটের অন্তর্ভুক্ত সাত ইউরোপীয় মিত্র দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। মূলত অনুষ্ঠিতব্য একটি সম্মেলনের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসে এসেছিলেন জেনস স্টলটেনবার্গ। সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, এরই মধ্যে ইউক্রেনে অস্ত্রের সরবরাহ বাড়িয়েছে ন্যাটো। শিগগিরই ভারী অস্ত্র সরবরাহের বিষয়ে আলোচনায় বসা হবে।
ন্যাটো মহাসচিব বলেন, ‘ইউক্রেনকে ভারী অস্ত্র আমাদের দিতেই হবে। কারণ এর ওপরেই রুশ আগ্রাসন ঠেকানোর বিষয়টি নির্ভর করছে।
উল্লেখ্য, রাশিয়া আক্রমণ চালানোর পর থেকেই পশ্চিমা মিত্র দেশগুলোর কাছে ভারী অস্ত্র সরবরাহ করার আরজি জানিয়ে আসছে ইউক্রেন। এ ক্ষেত্রে ব্যর্থতার জন্য কয়েকজন ইউরোপীয় নেতাকে দায়ী করেও বক্তব্য দিয়েছে কিয়েভ। তারা বলছে, মস্কোর এগিয়ে যাওয়া ঠেকাতে ভারী অস্ত্র ব্যবহারের বিকল্প নেই।

ইউক্রেনের ‘ভারী অস্ত্র’ প্রয়োজন বলে মন্তব্য করেছে উত্তর আমেরিকার সামরিক জোট ন্যাটো। রাশিয়া দেশটির পূর্বাঞ্চলে হামলা জোরদার করায় এই প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে মনে করে ন্যাটো। এরই মধ্যে পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনের এই চাহিদা মেটানোর জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ন্যাটো।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ এসব কথা বলেছেন। নেদারল্যান্ডসের দ্য হেগে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘হ্যাঁ, ইউক্রেনের অবশ্যই আরও বেশি পরিমাণে ভারী অস্ত্র থাকা প্রয়োজন।’
ন্যাটো জোটের অন্তর্ভুক্ত সাত ইউরোপীয় মিত্র দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। মূলত অনুষ্ঠিতব্য একটি সম্মেলনের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসে এসেছিলেন জেনস স্টলটেনবার্গ। সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, এরই মধ্যে ইউক্রেনে অস্ত্রের সরবরাহ বাড়িয়েছে ন্যাটো। শিগগিরই ভারী অস্ত্র সরবরাহের বিষয়ে আলোচনায় বসা হবে।
ন্যাটো মহাসচিব বলেন, ‘ইউক্রেনকে ভারী অস্ত্র আমাদের দিতেই হবে। কারণ এর ওপরেই রুশ আগ্রাসন ঠেকানোর বিষয়টি নির্ভর করছে।
উল্লেখ্য, রাশিয়া আক্রমণ চালানোর পর থেকেই পশ্চিমা মিত্র দেশগুলোর কাছে ভারী অস্ত্র সরবরাহ করার আরজি জানিয়ে আসছে ইউক্রেন। এ ক্ষেত্রে ব্যর্থতার জন্য কয়েকজন ইউরোপীয় নেতাকে দায়ী করেও বক্তব্য দিয়েছে কিয়েভ। তারা বলছে, মস্কোর এগিয়ে যাওয়া ঠেকাতে ভারী অস্ত্র ব্যবহারের বিকল্প নেই।

সিরীয় সরকার এবং কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির অধীনে এসডিএফ তাদের বাহিনীকে ইউফ্রেটিস বা ফোরাত নদীর পশ্চিম তীরবর্তী এলাকাগুলো থেকে প্রত্যাহার করে নেবে। গতকাল রোববার এই চুক্তি হয়।
১ ঘণ্টা আগে
স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত এবং ৩০ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।
২ ঘণ্টা আগে
মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
রয়টার্স নয়াদিল্লির একটি জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ভারতকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
১০ ঘণ্টা আগে