আজকের পত্রিকা ডেস্ক

সৌদি আরবের রাজধানী রিয়াদে ইউক্রেন যুদ্ধের ভাগ্য নির্ধারণে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা প্রায় বারো ঘণ্টা পর শেষ হয়েছে। রুশ বার্তা সংস্থাগুলো জানিয়েছে, আজ মঙ্গলবার এই বৈঠকের বিষয়ে যৌথ বিবৃতি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসকে বৈঠক সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বৈঠকটি ‘বারো ঘণ্টার বেশি সময় ধরে আলোচনার’ পর শেষ হয়েছে এবং ফলাফল নিয়ে আজ মঙ্গলবার একটি ‘যৌথ বিবৃতি’ প্রকাশ করা হবে।
এর আগে, রিয়াদে গত রোববার ইউক্রেনের সঙ্গে আলোচনা করে যুক্তরাষ্ট্র। সেই আলোচনার পর এই রুশ-মার্কিন বৈঠক অনুষ্ঠিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলার পর তিন বছর ধরে চলা সংঘাত শেষ করার প্রচেষ্টা জোরদার করেছেন।
আলোচনার পরিকল্পনা সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, মার্কিন পক্ষের নেতৃত্ব দিচ্ছেন হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিনিয়র ডিরেক্টর অ্যান্ড্রু পিক এবং স্টেট ডিপার্টমেন্টের সিনিয়র কর্মকর্তা মাইকেল অ্যান্টন।
হোয়াইট হাউস জানিয়েছে, আলোচনার লক্ষ্য হলো—কৃষ্ণ সাগরে একটি সামুদ্রিক যুদ্ধবিরতি অর্জন করা, যাতে অবাধে জাহাজ চলাচল করতে পারে।
রাশিয়ার প্রতিনিধিত্ব করছেন সাবেক কূটনীতিক ও বর্তমানে ফেডারেশন কাউন্সিলের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান গ্রেগরি কারাসিন এবং রুশ গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফবিএস) পরিচালকের উপদেষ্টা সের্গেই বেসেদা।
গত সপ্তাহে মস্কো ও কিয়েভ নীতিগতভাবে একটি সীমিত, ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হলেও, তা অর্জন করা কঠিন ছিল। উভয় পক্ষই ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে একে অপরের উপর হামলা অব্যাহত রেখেছে। একটি বড় বাধা হলো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের নেতাদের সঙ্গে কথা বলার পরেও, কোন লক্ষ্যবস্তুতে হামলা করা যাবে না, তা নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়েছে।
হোয়াইট হাউস বলেছে যে ‘জ্বালানি ও অবকাঠামো’ চুক্তির আওতায় আসবে। তবে ক্রেমলিন জানিয়েছে, চুক্তিটি আরও সংকীর্ণভাবে ‘জ্বালানি অবকাঠামোর’ কথা উল্লেখ করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে তিনি রেলপথ ও বন্দরের মতো অবকাঠামোকেও সুরক্ষিত দেখতে চান।
গতকাল সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত আলোচনায় এসব মতপার্থক্য নিরসনের পাশাপাশি বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃষ্ণসাগরে হামলা বন্ধের বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম স্থানীয় সময় সোমবার গভীর রাতে জানিয়েছে যে আলোচনা শেষ হয়েছে।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আঞ্চলিক সীমানা এবং ইউক্রেনের দক্ষিণাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সম্ভাব্য মার্কিন মালিকানা আলোচনার অংশ ছিল।

সৌদি আরবের রাজধানী রিয়াদে ইউক্রেন যুদ্ধের ভাগ্য নির্ধারণে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা প্রায় বারো ঘণ্টা পর শেষ হয়েছে। রুশ বার্তা সংস্থাগুলো জানিয়েছে, আজ মঙ্গলবার এই বৈঠকের বিষয়ে যৌথ বিবৃতি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসকে বৈঠক সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বৈঠকটি ‘বারো ঘণ্টার বেশি সময় ধরে আলোচনার’ পর শেষ হয়েছে এবং ফলাফল নিয়ে আজ মঙ্গলবার একটি ‘যৌথ বিবৃতি’ প্রকাশ করা হবে।
এর আগে, রিয়াদে গত রোববার ইউক্রেনের সঙ্গে আলোচনা করে যুক্তরাষ্ট্র। সেই আলোচনার পর এই রুশ-মার্কিন বৈঠক অনুষ্ঠিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলার পর তিন বছর ধরে চলা সংঘাত শেষ করার প্রচেষ্টা জোরদার করেছেন।
আলোচনার পরিকল্পনা সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, মার্কিন পক্ষের নেতৃত্ব দিচ্ছেন হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিনিয়র ডিরেক্টর অ্যান্ড্রু পিক এবং স্টেট ডিপার্টমেন্টের সিনিয়র কর্মকর্তা মাইকেল অ্যান্টন।
হোয়াইট হাউস জানিয়েছে, আলোচনার লক্ষ্য হলো—কৃষ্ণ সাগরে একটি সামুদ্রিক যুদ্ধবিরতি অর্জন করা, যাতে অবাধে জাহাজ চলাচল করতে পারে।
রাশিয়ার প্রতিনিধিত্ব করছেন সাবেক কূটনীতিক ও বর্তমানে ফেডারেশন কাউন্সিলের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান গ্রেগরি কারাসিন এবং রুশ গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফবিএস) পরিচালকের উপদেষ্টা সের্গেই বেসেদা।
গত সপ্তাহে মস্কো ও কিয়েভ নীতিগতভাবে একটি সীমিত, ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হলেও, তা অর্জন করা কঠিন ছিল। উভয় পক্ষই ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে একে অপরের উপর হামলা অব্যাহত রেখেছে। একটি বড় বাধা হলো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের নেতাদের সঙ্গে কথা বলার পরেও, কোন লক্ষ্যবস্তুতে হামলা করা যাবে না, তা নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়েছে।
হোয়াইট হাউস বলেছে যে ‘জ্বালানি ও অবকাঠামো’ চুক্তির আওতায় আসবে। তবে ক্রেমলিন জানিয়েছে, চুক্তিটি আরও সংকীর্ণভাবে ‘জ্বালানি অবকাঠামোর’ কথা উল্লেখ করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে তিনি রেলপথ ও বন্দরের মতো অবকাঠামোকেও সুরক্ষিত দেখতে চান।
গতকাল সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত আলোচনায় এসব মতপার্থক্য নিরসনের পাশাপাশি বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃষ্ণসাগরে হামলা বন্ধের বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম স্থানীয় সময় সোমবার গভীর রাতে জানিয়েছে যে আলোচনা শেষ হয়েছে।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আঞ্চলিক সীমানা এবং ইউক্রেনের দক্ষিণাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সম্ভাব্য মার্কিন মালিকানা আলোচনার অংশ ছিল।

ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৩১ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
১ ঘণ্টা আগে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সরকার বিক্ষোভকারীদের কথা ‘শুনতে প্রস্তুত।’ তবে একই সঙ্গে তিনি জনগণকে সতর্ক করে দিয়েছেন যেন ‘দাঙ্গাকারী’ এবং ‘সন্ত্রাসী উপাদানগুলো’ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। খবর আল–জাজিরার।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে চলমান বিক্ষোভের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন দেশটিতে সামরিক হস্তক্ষেপসহ ‘কঠোর পদক্ষেপের’ কথা বিবেচনা করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে