ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। স্থানীয় সময় শুক্রবার রাতে রাশিয়া দেশটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় বলে জানিয়েছে ফিনল্যান্ড কর্তৃপক্ষ। দেশটির বিদ্যুৎ অপারেটর ফিনগ্রিড শনিবার সিএনএনকে বিষয়টি নিশ্চিত করেছে।
ফিনগ্রিড জানিয়েছে, পেমেন্ট দেওয়ার সমস্যার কারণে রাশিয়া বিদ্যুৎ রপ্তানি স্থগিত করছে।
ফিনগ্রিডের পাওয়ার সিস্টেম অপারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রেইমা পাইভিনেন বলেছেন, স্থানীয় সময় শুক্রবার রাত ১২টায় বিদ্যুৎ সরবরাহ কার্যকরভাবে বিচ্ছিন্ন করা হয়। তিনি আরও বলেছেন, রাশিয়ার এই বিদ্যুৎ সরবরাহ স্থগিতাদেশ ফিনল্যান্ডের ওপর তেমন কোনো প্রভাব ফেলবে না। তিনি নিশ্চিত করেছেন, ফিনল্যান্ড এই সংকট মোকাবিলা করতে সক্ষম। কারণ রাশিয়ার সরবরাহ করা বিদ্যুৎ ফিনল্যান্ডের মোট বিদ্যুৎ চাহিদার খুবই ছোট্ট একটি অংশ।
রেইমা পাইভিনেন বলেছেন, ‘আমরা গ্রীষ্মের দিকে এগিয়ে যাচ্ছি এবং সে সময়ে তুলনামূলক কম বিদ্যুতের প্রয়োজন হবে। আমরা আত্মবিশ্বাসী যে আগামী শীতে এই বিদ্যুৎ সরবরাহ বন্ধের ফলে তেমন কোনো বড় সমস্যা হবে না।’
এদিকে, ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে শনিবার বার্লিনে একটি অনানুষ্ঠানিক বৈঠকে বসার কথা ছিল সুইডেন ও ফিনল্যান্ডের। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য না হওয়া সত্ত্বেও উভয় দেশ ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রতিক্রিয়ায় ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করবে বলে ধারণা করা হচ্ছে।
মস্কো জানিয়েছে, সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছাকে হুমকি হিসেবে দেখছে রাশিয়া। যদি সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোর সদস্য হলে দেশ দুটির নিরপেক্ষ অবস্থানকে প্রশ্নবিদ্ধ হবে এবং শীতল যুদ্ধের সময় ফিরে আসবে বলেও মনে করে মস্কো।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি শক্তিশালী ‘সনিক উইপন’ (শব্দাস্ত্র) ব্যবহার করেছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অস্ত্রটি বিশেষ। এটা আর কারও কাছে নেই। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির...
৮ ঘণ্টা আগে
গত বছরের জুলাইয়ে স্কটল্যান্ডের টার্নবেরিতে ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির মূল লক্ষ্য ছিল ইউরোপীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা এবং লবস্টারসহ (একধরনের সামুদ্রিক মাছে) নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের
১০ ঘণ্টা আগে
ফোরামে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, আমরা একটি চুক্তির খুব কাছাকাছি আছি। আমি বিশ্বাস করি, তাঁরা এখন এমন এক জায়গায় আছে, যেখান থেকে এক হয়ে চুক্তি সম্পন্ন করতে পারে। আর যদি তাঁরা তা না করে, তবে তাঁরা স্টুপিড। আমি জানি তাঁরা আসলে নির্বোধ নন, কিন্তু এই সমাধান করতে না পারলে তাঁদের নির্বোধই বলতে হবে।’
১০ ঘণ্টা আগে
বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে আবারও গ্রিনল্যান্ড দখলের ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার ফোরামে দেওয়া ভাষণে তিনি গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ইউরোপীয় মিত্রদের প্রতি হুঁশিয়ারি...
১০ ঘণ্টা আগে