
তৃতীয়বারের মতো শরণার্থীর খাতায় নাম লিখিয়েছেন আর্মেনীয় এলাদা সার্গসিয়ান। তাঁর জন্ম আজারবাইজানের রাজধানী বাকুতে। সোভিয়েত ইউনিয়নে ভাঙন শুরু হলে ১৯৮৮ সালে ১৯ বছর বয়সে জন্মস্থান ছেড়ে পালিয়ে যান এলাদা।
নাগোর্নো–কারাবাখে জাতিগত সংঘাতের কারণে বিতাড়িত হয় বাকুর বৃহৎ আর্মেনীয় সংখ্যালঘু জনগোষ্ঠী। স্বশাসিত নাগোর্নো–কারাবাখ মূলত মুসলিম প্রধান সোভিয়েত গণপ্রজাতন্ত্রী দেশ আজারবাইজানে অবস্থিত আর্মেনীয়দের খ্রিষ্টানপ্রধান একটি অঞ্চল। শিগগিরই অঞ্চলটি একটি স্বাধীন দেশে পরিণত হওয়ার পথে।
আজারবাইজানের আগ্রাসন থেকে বাঁচতে সার্গসিয়ান ও তাঁর পরিবার পালিয়ে সোভিয়েত আর্মেনিয়াতে চলে যান। সেখানে নাগোর্নো–কারাবাখের আকনাঘব্যুর গ্রামে বসতি স্থাপন করেন। আজারবাইজানের ভাষায় গ্রামটি আগবুলাক নামে পরিচিত। পার্বত্য অঞ্চলটি আজারবাইজানেই অবস্থিত এবং সেসময় তা বাকু সরকারের সঙ্গে সংঘাতে লিপ্ত ছিল।
২০২০ সালে তাঁরা সে আশ্রয়টিও হারিয়ে ফেলেন। আর্মেনিয়ার সঙ্গে দ্বিতীয় যুদ্ধে তুরস্কের সহযোগিতায় আজারবাইজান তাঁদের গ্রামটিসহ কারাবাখের বেশ কয়েকটি অঞ্চল পুনরায় দখল করে ফেলে।
২০২৩ সালের সেপ্টেম্বরে যখন আজারবাইজান কারাবাখের বাকি অংশটুকুও দখল করে ফেলে তখন ৫৪ বছর বয়সী সার্গসিয়ান তৃতীয়বারের মতো তাঁর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন।
আজারবাইজানের অবরোধের কারণে প্রায় নয় মাস ধরে আর্মেনিয়া থেকে আসা প্রয়োজনীয় সরবরাহ থেকে বঞ্চিত হয়েছেন সার্গসিয়ান ও ওই অঞ্চলের এক লাখ ২০ হাজার আর্মেনীয় বংশোদ্ভূতরা। আজারবাইজানের নাগরিক হলে তাঁদের অধিকার রক্ষা করা হবে—বাকুর এমন দাবির কোনো প্রতিফলন তিনি দেখছেন না।
বর্তমানে আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানের উপকণ্ঠের শহর মাসিসে অব্যবহৃত একটি কিন্ডারগার্টেনে অন্য আরও ৬৭ শরণার্থীর সঙ্গে আশ্রয় নিয়েছেন সার্গসিয়ান। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘আমার এখন অভ্যাস হয়ে গেছে। যারা প্রথমবারের মতো তাদের বাড়ি ছেড়ে পালিয়েছেন তাঁদের জন্য এটি বেশ কঠিন। তাঁরা কান্না করেন। তবে তাঁদের সয়ে যাবে, যেমন আমাদের সয়ে গেছে।’
মাসিস শহরে মাত্র ২০ হাজার মানুষের বাস। গত সেপ্টেম্বর থেকে এ শহরে কারাবাখ থেকে প্রায় ৮ হাজার শরণার্থী আশ্রয় নিয়েছে। ১৯৮০–এর দশক পর্যন্ত মাসিস মূলত আজারবাইজানি সম্প্রদায়ের জন্য উল্লেখযোগ্য আবাসস্থল ছিল। তবে তাঁদের সেখান থেকে বিতাড়িত করা হয়। এখন সেখানকার পৌরসভার খালি ভবনগুলোতে আর্মেনিয়ার সর্বশেষ প্রজন্মের শরণার্থীদের আশ্রয় দেওয়া হচ্ছে।
মাসিসে আশ্রয় নেওয়া বেশির ভাগ শরণার্থীই শূন্য হাতে এসেছেন। গত ১৯ সেপ্টেম্বর কারাবাখে আজারবাইজানের চূড়ান্ত হামলার সময় তাঁরা খালি হাতে বাড়ি ছেড়ে পালিয়ে আসেন।
আজারবাইজানের হারুতিউনাগোমার গ্রাম ছেড়ে প্রতিবেশীর ট্রাকে করে মাসিসে পালিয়ে এসেছেন আলিনা হারুতিউনিয়ান (৩৪)। এখন স্বামী ও চার সন্তানসহ লাইব্রেরির এক কক্ষে থাকছেন তিনি।
আর্মেনিয়া সরকার তাঁদের সহায়তা বলতে দুটি বিছানা ও ২৫০ ডলার দিয়েছে। আশ্রয় কেন্দ্র দৈনন্দিন প্রয়োজন মেটানোর কোনো ব্যবস্থা নেই। গত সেপ্টেম্বর পর্যন্ত তাঁর স্বামী কারাবাখ সেনাবাহিনীর একজন সৈন্য ছিল। এখন তিনি আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে শ্রমিক হিসেবে কাজ করে কিছু আয় উপার্জন করতে পারলেও তাঁদের সেই স্থানীয়দের দয়ার ওপরই নির্ভর করতে হয়।
হারুতিউনিয়ান বলেন, ‘যদি সম্ভব হতো তবে আমি আবার সেখানে ফেরত যেতাম আর আমাদের সব জিনিস নিয়ে আসতাম। কারণ এখানে আমাদের সবকিছুর জন্য ভিক্ষা করতে হয়।’

তৃতীয়বারের মতো শরণার্থীর খাতায় নাম লিখিয়েছেন আর্মেনীয় এলাদা সার্গসিয়ান। তাঁর জন্ম আজারবাইজানের রাজধানী বাকুতে। সোভিয়েত ইউনিয়নে ভাঙন শুরু হলে ১৯৮৮ সালে ১৯ বছর বয়সে জন্মস্থান ছেড়ে পালিয়ে যান এলাদা।
নাগোর্নো–কারাবাখে জাতিগত সংঘাতের কারণে বিতাড়িত হয় বাকুর বৃহৎ আর্মেনীয় সংখ্যালঘু জনগোষ্ঠী। স্বশাসিত নাগোর্নো–কারাবাখ মূলত মুসলিম প্রধান সোভিয়েত গণপ্রজাতন্ত্রী দেশ আজারবাইজানে অবস্থিত আর্মেনীয়দের খ্রিষ্টানপ্রধান একটি অঞ্চল। শিগগিরই অঞ্চলটি একটি স্বাধীন দেশে পরিণত হওয়ার পথে।
আজারবাইজানের আগ্রাসন থেকে বাঁচতে সার্গসিয়ান ও তাঁর পরিবার পালিয়ে সোভিয়েত আর্মেনিয়াতে চলে যান। সেখানে নাগোর্নো–কারাবাখের আকনাঘব্যুর গ্রামে বসতি স্থাপন করেন। আজারবাইজানের ভাষায় গ্রামটি আগবুলাক নামে পরিচিত। পার্বত্য অঞ্চলটি আজারবাইজানেই অবস্থিত এবং সেসময় তা বাকু সরকারের সঙ্গে সংঘাতে লিপ্ত ছিল।
২০২০ সালে তাঁরা সে আশ্রয়টিও হারিয়ে ফেলেন। আর্মেনিয়ার সঙ্গে দ্বিতীয় যুদ্ধে তুরস্কের সহযোগিতায় আজারবাইজান তাঁদের গ্রামটিসহ কারাবাখের বেশ কয়েকটি অঞ্চল পুনরায় দখল করে ফেলে।
২০২৩ সালের সেপ্টেম্বরে যখন আজারবাইজান কারাবাখের বাকি অংশটুকুও দখল করে ফেলে তখন ৫৪ বছর বয়সী সার্গসিয়ান তৃতীয়বারের মতো তাঁর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন।
আজারবাইজানের অবরোধের কারণে প্রায় নয় মাস ধরে আর্মেনিয়া থেকে আসা প্রয়োজনীয় সরবরাহ থেকে বঞ্চিত হয়েছেন সার্গসিয়ান ও ওই অঞ্চলের এক লাখ ২০ হাজার আর্মেনীয় বংশোদ্ভূতরা। আজারবাইজানের নাগরিক হলে তাঁদের অধিকার রক্ষা করা হবে—বাকুর এমন দাবির কোনো প্রতিফলন তিনি দেখছেন না।
বর্তমানে আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানের উপকণ্ঠের শহর মাসিসে অব্যবহৃত একটি কিন্ডারগার্টেনে অন্য আরও ৬৭ শরণার্থীর সঙ্গে আশ্রয় নিয়েছেন সার্গসিয়ান। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘আমার এখন অভ্যাস হয়ে গেছে। যারা প্রথমবারের মতো তাদের বাড়ি ছেড়ে পালিয়েছেন তাঁদের জন্য এটি বেশ কঠিন। তাঁরা কান্না করেন। তবে তাঁদের সয়ে যাবে, যেমন আমাদের সয়ে গেছে।’
মাসিস শহরে মাত্র ২০ হাজার মানুষের বাস। গত সেপ্টেম্বর থেকে এ শহরে কারাবাখ থেকে প্রায় ৮ হাজার শরণার্থী আশ্রয় নিয়েছে। ১৯৮০–এর দশক পর্যন্ত মাসিস মূলত আজারবাইজানি সম্প্রদায়ের জন্য উল্লেখযোগ্য আবাসস্থল ছিল। তবে তাঁদের সেখান থেকে বিতাড়িত করা হয়। এখন সেখানকার পৌরসভার খালি ভবনগুলোতে আর্মেনিয়ার সর্বশেষ প্রজন্মের শরণার্থীদের আশ্রয় দেওয়া হচ্ছে।
মাসিসে আশ্রয় নেওয়া বেশির ভাগ শরণার্থীই শূন্য হাতে এসেছেন। গত ১৯ সেপ্টেম্বর কারাবাখে আজারবাইজানের চূড়ান্ত হামলার সময় তাঁরা খালি হাতে বাড়ি ছেড়ে পালিয়ে আসেন।
আজারবাইজানের হারুতিউনাগোমার গ্রাম ছেড়ে প্রতিবেশীর ট্রাকে করে মাসিসে পালিয়ে এসেছেন আলিনা হারুতিউনিয়ান (৩৪)। এখন স্বামী ও চার সন্তানসহ লাইব্রেরির এক কক্ষে থাকছেন তিনি।
আর্মেনিয়া সরকার তাঁদের সহায়তা বলতে দুটি বিছানা ও ২৫০ ডলার দিয়েছে। আশ্রয় কেন্দ্র দৈনন্দিন প্রয়োজন মেটানোর কোনো ব্যবস্থা নেই। গত সেপ্টেম্বর পর্যন্ত তাঁর স্বামী কারাবাখ সেনাবাহিনীর একজন সৈন্য ছিল। এখন তিনি আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে শ্রমিক হিসেবে কাজ করে কিছু আয় উপার্জন করতে পারলেও তাঁদের সেই স্থানীয়দের দয়ার ওপরই নির্ভর করতে হয়।
হারুতিউনিয়ান বলেন, ‘যদি সম্ভব হতো তবে আমি আবার সেখানে ফেরত যেতাম আর আমাদের সব জিনিস নিয়ে আসতাম। কারণ এখানে আমাদের সবকিছুর জন্য ভিক্ষা করতে হয়।’

প্রায় অর্ধশতাব্দী ধরে চলা ধর্মীয় শাসনের বিরুদ্ধে কখনোই এক হতে পারেনি ইরানের বিভক্ত বিরোধী রাজনীতি। তবে এবার দেশটিতে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সর্বশেষ শাহের ছেলে রেজা পাহলভি।
১ ঘণ্টা আগে
নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে ‘নিজের চরকায় তেল দেওয়ার’ পরামর্শ দিয়ে কঠোর তিরস্কার করেছে ভারত। দিল্লিতে কারাবন্দী সাবেক ছাত্রনেতা উমর খালিদকে সংহতি জানিয়ে একটি ব্যক্তিগত চিরকুট পাঠানোয় মামদানির ওপর চটেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে
সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকি অভিযোগ করেছেন, ইসরায়েল ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করে বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করছে। এই কথিত পরিকল্পনাকে তিনি আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
চার বছর ধরে চলা যুদ্ধ ইউক্রেনীয়দের জীবনের প্রায় সব সিদ্ধান্তই পাল্টে দিয়েছে। সম্পর্ক, বিয়ে কিংবা সন্তান নেওয়ার মতো ব্যক্তিগত সিদ্ধান্তও এখন যুদ্ধের বাস্তবতায় আটকে যাচ্ছে। এর প্রভাব পড়ছে দেশের ভবিষ্যতের ওপর—ইউক্রেনে কমছে বিয়ে ও জন্মহার।
৩ ঘণ্টা আগে