
কখনো কখনো এমনও হয় যে, দারুণ এক সৌন্দর্য, স্নিগ্ধতা, কোমলতার মুখোমুখি হয়েছেন। কিন্তু পুরো বিষয়টি একটি মাত্র শব্দে প্রকাশ করতে পারছেন না। যেমন ধরা যাক, আপনার কোনো ছোট্ট শিশু আত্মীয়, দারুণ একটি বিড়াল বা সামাজিক মাধ্যমে দারুণ কোনো ভিডিও দেখেছেন—কিন্তু পুরো বিষয়টিকে একটি মাত্র শব্দে কোনোভাবেই প্রকাশ করা যাচ্ছে না।
এমন বিব্রতকর পরিস্থিতি থেকে আপনাকে উদ্ধারে এগিয়ে এসেছে অক্সফোর্ড ডিকশনারি। এই ডিকশনারি নতুন একটি শব্দ তাদের তালিকাভুক্ত করতে যাচ্ছে। শব্দটি হলো Gigil, যার বাংলা উচ্চারণ হবে ‘গিগিল’। অক্সফোর্ড ডিকশনারি কর্তৃপক্ষ এই শব্দটিকে ‘অনুবাদ অযোগ্য’ শব্দের তালিকায় ফেলেছে। অর্থাৎ, ইংরেজি ভাষায় এমন শব্দের কোনো প্রতিশব্দ নেই।
ফিলিপাইনের অন্যতম প্রধান ভাষা তাগালগ থেকে আসা ‘গিগিল’ শব্দটি মূলত এক ‘তীব্র অনুভূতি’ প্রকাশক শব্দ। এই শব্দটি মূলত ব্যক্তিকে আমাদের হাত মুষ্টিবদ্ধ করার, দাঁত কিড়মিড় করার কিংবা যাকে বা যেটিকে আমরা এতই আদরের মনে করি সেটিকে চিমটি কাটার বা আদর করার এক অপ্রতিরোধ্য আকাঙ্ক্ষার জন্ম হয়—এমন অনুভূতি প্রকাশে ব্যবহৃত হয়। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি তাদের সর্বশেষ আপডেটে এমনটাই জানিয়েছে।
অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি আরও বলেছে, যারা ইংরেজির পাশাপাশি অন্য ভাষায় কথা বলেন, তারা ভাষাগত শূন্যতা পূরণের জন্য অন্য ভাষা থেকে ‘অনুবাদ-অযোগ্য’ শব্দ ধার করে। যখন তারা যথেষ্ট পরিমাণে এমন শব্দ ব্যবহার করেন, তখন ধার করা শব্দটিই ‘তাদের শব্দভান্ডারের অংশ হয়ে যায়।’
যেমন, অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে সম্প্রতি সিঙ্গাপুর ও মালয়েশিয়ার বেশ কিছু শব্দ যুক্ত হয়েছে। সদ্য যুক্ত হওয়া শব্দের বেশির ভাগই খাবারের নাম—যা এই দুটি দেশের খাদ্য প্রীতির প্রমাণ। এগুলোর মধ্যে কায়া টোস্ট অন্যতম। নারকেলের দুধ, ডিম, চিনি ও পান্দান পাতা দিয়ে তৈরি জ্যাম মাখানো টোস্ট করা রুটির এক জনপ্রিয় খাবার এটি।
অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে ৬ লাখেরও বেশি শব্দ রয়েছে, যা এটিকে ইংরেজিভাষী বিশ্বের অন্যতম বিস্তৃত অভিধানে পরিণত করেছে। এর সম্পাদকেরা প্রতি বছর হাজার হাজার নতুন শব্দের প্রস্তাব বিবেচনা করেন। এই প্রস্তাবগুলো বিভিন্ন উৎস থেকে আসে, যার মধ্যে রয়েছে সম্পাদকদের নিজস্ব পঠন, গণ আবেদন এবং ভাষার ডেটা বেসের বিশ্লেষণ।
অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির সর্বশেষ আপডেটে দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের শব্দ এবং শব্দগুচ্ছও অন্তর্ভুক্ত ছিল। সিঙ্গাপুর ও প্রতিবেশী মালয়েশিয়ায় বিস্ময় বা বিরক্তি প্রকাশ করতে ব্যবহৃত একটি কথোপকথনমূলক বিস্ময়সূচক শব্দ ‘আলামাক’—ও এই তালিকায় স্থান পেয়েছে।

কখনো কখনো এমনও হয় যে, দারুণ এক সৌন্দর্য, স্নিগ্ধতা, কোমলতার মুখোমুখি হয়েছেন। কিন্তু পুরো বিষয়টি একটি মাত্র শব্দে প্রকাশ করতে পারছেন না। যেমন ধরা যাক, আপনার কোনো ছোট্ট শিশু আত্মীয়, দারুণ একটি বিড়াল বা সামাজিক মাধ্যমে দারুণ কোনো ভিডিও দেখেছেন—কিন্তু পুরো বিষয়টিকে একটি মাত্র শব্দে কোনোভাবেই প্রকাশ করা যাচ্ছে না।
এমন বিব্রতকর পরিস্থিতি থেকে আপনাকে উদ্ধারে এগিয়ে এসেছে অক্সফোর্ড ডিকশনারি। এই ডিকশনারি নতুন একটি শব্দ তাদের তালিকাভুক্ত করতে যাচ্ছে। শব্দটি হলো Gigil, যার বাংলা উচ্চারণ হবে ‘গিগিল’। অক্সফোর্ড ডিকশনারি কর্তৃপক্ষ এই শব্দটিকে ‘অনুবাদ অযোগ্য’ শব্দের তালিকায় ফেলেছে। অর্থাৎ, ইংরেজি ভাষায় এমন শব্দের কোনো প্রতিশব্দ নেই।
ফিলিপাইনের অন্যতম প্রধান ভাষা তাগালগ থেকে আসা ‘গিগিল’ শব্দটি মূলত এক ‘তীব্র অনুভূতি’ প্রকাশক শব্দ। এই শব্দটি মূলত ব্যক্তিকে আমাদের হাত মুষ্টিবদ্ধ করার, দাঁত কিড়মিড় করার কিংবা যাকে বা যেটিকে আমরা এতই আদরের মনে করি সেটিকে চিমটি কাটার বা আদর করার এক অপ্রতিরোধ্য আকাঙ্ক্ষার জন্ম হয়—এমন অনুভূতি প্রকাশে ব্যবহৃত হয়। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি তাদের সর্বশেষ আপডেটে এমনটাই জানিয়েছে।
অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি আরও বলেছে, যারা ইংরেজির পাশাপাশি অন্য ভাষায় কথা বলেন, তারা ভাষাগত শূন্যতা পূরণের জন্য অন্য ভাষা থেকে ‘অনুবাদ-অযোগ্য’ শব্দ ধার করে। যখন তারা যথেষ্ট পরিমাণে এমন শব্দ ব্যবহার করেন, তখন ধার করা শব্দটিই ‘তাদের শব্দভান্ডারের অংশ হয়ে যায়।’
যেমন, অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে সম্প্রতি সিঙ্গাপুর ও মালয়েশিয়ার বেশ কিছু শব্দ যুক্ত হয়েছে। সদ্য যুক্ত হওয়া শব্দের বেশির ভাগই খাবারের নাম—যা এই দুটি দেশের খাদ্য প্রীতির প্রমাণ। এগুলোর মধ্যে কায়া টোস্ট অন্যতম। নারকেলের দুধ, ডিম, চিনি ও পান্দান পাতা দিয়ে তৈরি জ্যাম মাখানো টোস্ট করা রুটির এক জনপ্রিয় খাবার এটি।
অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে ৬ লাখেরও বেশি শব্দ রয়েছে, যা এটিকে ইংরেজিভাষী বিশ্বের অন্যতম বিস্তৃত অভিধানে পরিণত করেছে। এর সম্পাদকেরা প্রতি বছর হাজার হাজার নতুন শব্দের প্রস্তাব বিবেচনা করেন। এই প্রস্তাবগুলো বিভিন্ন উৎস থেকে আসে, যার মধ্যে রয়েছে সম্পাদকদের নিজস্ব পঠন, গণ আবেদন এবং ভাষার ডেটা বেসের বিশ্লেষণ।
অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির সর্বশেষ আপডেটে দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের শব্দ এবং শব্দগুচ্ছও অন্তর্ভুক্ত ছিল। সিঙ্গাপুর ও প্রতিবেশী মালয়েশিয়ায় বিস্ময় বা বিরক্তি প্রকাশ করতে ব্যবহৃত একটি কথোপকথনমূলক বিস্ময়সূচক শব্দ ‘আলামাক’—ও এই তালিকায় স্থান পেয়েছে।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি মোটেলে মাদক ও যৌনব্যবসার অভিযোগে এক ভারতীয় দম্পতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ফেডারেল ও স্থানীয় গোয়েন্দাদের যৌথ অভিযানে ওই অপরাধ চক্রের মূল আস্তানা হিসেবে পরিচিত মোটেলটিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুদ্ধ পরবর্তী গাজার শাসনব্যবস্থা এবং পুনর্গঠন তদারকি করার জন্য ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোতে যোগ দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ করেছে।
২ ঘণ্টা আগে
বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হিসেবে পরিচিত কাশিওয়াজাকি-কারিওয়া জাপানের সাগর উপকূলে নিইগাতা প্রিফেকচারের ৪ দশমিক ২ বর্গকিলোমিটার এলাকাজুড়ে অবস্থিত। সাতটি রিঅ্যাক্টর পুরোপুরি চালু থাকলে কেন্দ্রটি সর্বোচ্চ ৮ দশমিক ২ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যা লাখ লাখ পরিবারের বিদ্যুৎ চাহিদা মেট
২ ঘণ্টা আগে
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ইউরোপীয় ইউনিয়নকে তাদের তথাকথিত ‘অ্যান্টি-কোয়ারশন ইনস্ট্রুমেন্ট’ সক্রিয় করার আহ্বান জানান। অনানুষ্ঠানিকভাবে একে বলা হয় ‘ট্রেড বাজুকা’। এই ব্যবস্থার আওতায় ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের ইউরোপীয় বাজারে প্রবেশ সীমিত করতে পারে বা রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করতে পারে...
৪ ঘণ্টা আগে