অনলাইন ডেস্ক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি তুরস্কে ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায় যোগ দেবেন শুধু যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে উপস্থিত থাকেন। এই ঘোষণার মধ্য দিয়ে আলোচনার শর্ত আরও কঠোর করে তুললেন তিনি।
সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘আমি শুধু পুতিনের সঙ্গে সরাসরি কথা বলতে আগ্রহী। রাশিয়ায় সবকিছু তাঁর হাতেই নির্ভর করে। তিনি ছাড়া অন্য কারও সঙ্গে আলোচনায় বসা অর্থহীন।’
জেলেনস্কি জানান, তুরস্কে অনুষ্ঠেয় বৈঠকের একমাত্র লক্ষ্য হবে যুদ্ধবিরতি চুক্তি। অন্য কোনো ফল হলে সেটিকে ব্যর্থতা হিসেবে বিবেচনা করবেন তিনি।
উল্লেখ্য, ইউরোপীয় মিত্রদের পক্ষ থেকে রাশিয়াকে এক সপ্তাহের মধ্যে নিঃশর্ত যুদ্ধবিরতির শর্তে আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছিল। না হলে ব্যাপক নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে মস্কোকে।
এই প্রেক্ষাপটেই পুতিন তুরস্কে সরাসরি আলোচনার প্রস্তাব দেন। তবে এখন পর্যন্ত তিনি নিজে সেখানে যাবেন কি না, তা স্পষ্ট করেননি। রুশ সরকারের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘যখন প্রেসিডেন্ট (পুতিন) প্রয়োজন মনে করবেন, তখনই তাঁর সিদ্ধান্ত ঘোষণা করা হবে।’
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি প্রয়োজনে তুরস্কের আলোচনায় উপস্থিত হতে পারেন। যদিও তিনি এখন সৌদি আরব, আমিরাত ও কাতার সফরে রয়েছেন। তবে তুরস্কে উড়াল দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি। হোয়াইট হাউসে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বৃহস্পতিবার আমার অনেক সভা রয়েছে। তবে আমি ভাবছি সেখানে (তুরস্ক) যাওয়ার ব্যাপারে। যদি মনে হয় কিছু ফল আসতে পারে, তবে আমি যেতে পারি।’
এ বিষয়ে জেলেনস্কি বলেছেন, ‘ট্রাম্প যদি আসেন, তাহলে সেটি পুতিনের উপস্থিতি নিশ্চিত করতে বাড়তি প্রভাব ফেলবে। ইউক্রেন এই বৈঠকে ট্রাম্পের অংশগ্রহণকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখবে।’
তবে ট্রাম্প যাবেন কি না, তা এখনো অনিশ্চিত। মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এই সপ্তাহে তুরস্কে থাকবেন বলে জানা গেছে, তবে ট্রাম্পের যাওয়া অনেকটাই নির্ভর করছে পুতিন যাবেন কি না তার ওপর।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে সরাসরি কোনো বৈঠক হয়নি। এবার এই আলোচনার মাধ্যমে একটি নতুন সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন বিশ্লেষকেরা।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান উভয় নেতার সঙ্গে কথা বলেছেন এবং আলোচনার আয়োজনে তাঁর পূর্ণ প্রস্তুতি থাকার কথা জানিয়েছেন। গত রোববার পুতিনের সঙ্গে ফোনালাপে তিনি ইস্তাম্বুলকে সম্ভাব্য ভেন্যু হিসেবে প্রস্তাব দেন। এর পরদিন সোমবার জেলেনস্কির সঙ্গে কথোপকথনে এরদোয়ান বলেন, ‘এই নতুন সুযোগ যেন হাতছাড়া না হয়।’
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘যদি দ্রুত কোনো অগ্রগতি না হয়, তবে আমাদের নতুন করে ভাবতে হবে।’
ইউরোপীয় ইউনিয়নের নতুন চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস জানিয়েছেন, ট্রাম্প ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান সমর্থন করেছেন। তিনি বলেন, ‘যদি রাশিয়া এই চুক্তি না মানে, তাহলে নতুন নিষেধাজ্ঞা জারি হবে।’
শেষ পর্যন্ত বৃহস্পতিবারের বৈঠকে পুতিন আসবেন কি না, তা এখনো অজানা। তবে জেলেনস্কি স্পষ্ট জানিয়ে দিয়েছেন—শান্তি আলোচনার একমাত্র পথ সরাসরি পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠক।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি তুরস্কে ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায় যোগ দেবেন শুধু যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে উপস্থিত থাকেন। এই ঘোষণার মধ্য দিয়ে আলোচনার শর্ত আরও কঠোর করে তুললেন তিনি।
সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘আমি শুধু পুতিনের সঙ্গে সরাসরি কথা বলতে আগ্রহী। রাশিয়ায় সবকিছু তাঁর হাতেই নির্ভর করে। তিনি ছাড়া অন্য কারও সঙ্গে আলোচনায় বসা অর্থহীন।’
জেলেনস্কি জানান, তুরস্কে অনুষ্ঠেয় বৈঠকের একমাত্র লক্ষ্য হবে যুদ্ধবিরতি চুক্তি। অন্য কোনো ফল হলে সেটিকে ব্যর্থতা হিসেবে বিবেচনা করবেন তিনি।
উল্লেখ্য, ইউরোপীয় মিত্রদের পক্ষ থেকে রাশিয়াকে এক সপ্তাহের মধ্যে নিঃশর্ত যুদ্ধবিরতির শর্তে আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছিল। না হলে ব্যাপক নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে মস্কোকে।
এই প্রেক্ষাপটেই পুতিন তুরস্কে সরাসরি আলোচনার প্রস্তাব দেন। তবে এখন পর্যন্ত তিনি নিজে সেখানে যাবেন কি না, তা স্পষ্ট করেননি। রুশ সরকারের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘যখন প্রেসিডেন্ট (পুতিন) প্রয়োজন মনে করবেন, তখনই তাঁর সিদ্ধান্ত ঘোষণা করা হবে।’
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি প্রয়োজনে তুরস্কের আলোচনায় উপস্থিত হতে পারেন। যদিও তিনি এখন সৌদি আরব, আমিরাত ও কাতার সফরে রয়েছেন। তবে তুরস্কে উড়াল দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি। হোয়াইট হাউসে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বৃহস্পতিবার আমার অনেক সভা রয়েছে। তবে আমি ভাবছি সেখানে (তুরস্ক) যাওয়ার ব্যাপারে। যদি মনে হয় কিছু ফল আসতে পারে, তবে আমি যেতে পারি।’
এ বিষয়ে জেলেনস্কি বলেছেন, ‘ট্রাম্প যদি আসেন, তাহলে সেটি পুতিনের উপস্থিতি নিশ্চিত করতে বাড়তি প্রভাব ফেলবে। ইউক্রেন এই বৈঠকে ট্রাম্পের অংশগ্রহণকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখবে।’
তবে ট্রাম্প যাবেন কি না, তা এখনো অনিশ্চিত। মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এই সপ্তাহে তুরস্কে থাকবেন বলে জানা গেছে, তবে ট্রাম্পের যাওয়া অনেকটাই নির্ভর করছে পুতিন যাবেন কি না তার ওপর।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে সরাসরি কোনো বৈঠক হয়নি। এবার এই আলোচনার মাধ্যমে একটি নতুন সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন বিশ্লেষকেরা।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান উভয় নেতার সঙ্গে কথা বলেছেন এবং আলোচনার আয়োজনে তাঁর পূর্ণ প্রস্তুতি থাকার কথা জানিয়েছেন। গত রোববার পুতিনের সঙ্গে ফোনালাপে তিনি ইস্তাম্বুলকে সম্ভাব্য ভেন্যু হিসেবে প্রস্তাব দেন। এর পরদিন সোমবার জেলেনস্কির সঙ্গে কথোপকথনে এরদোয়ান বলেন, ‘এই নতুন সুযোগ যেন হাতছাড়া না হয়।’
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘যদি দ্রুত কোনো অগ্রগতি না হয়, তবে আমাদের নতুন করে ভাবতে হবে।’
ইউরোপীয় ইউনিয়নের নতুন চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস জানিয়েছেন, ট্রাম্প ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান সমর্থন করেছেন। তিনি বলেন, ‘যদি রাশিয়া এই চুক্তি না মানে, তাহলে নতুন নিষেধাজ্ঞা জারি হবে।’
শেষ পর্যন্ত বৃহস্পতিবারের বৈঠকে পুতিন আসবেন কি না, তা এখনো অজানা। তবে জেলেনস্কি স্পষ্ট জানিয়ে দিয়েছেন—শান্তি আলোচনার একমাত্র পথ সরাসরি পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠক।
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদে গত বৃহস্পতিবার ঘটে যাওয়া ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনার স্বচ্ছ তদন্তের দাবি তুলেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। দুর্ঘটনার পর নিজের প্রতিক্রিয়ায় শুধু আতঙ্কের নয়, গভীর প্রশ্নও তুলেছেন এই মহাতারকা।
২ মিনিট আগেডোনাল্ড ট্রাম্পের ৭৯তম জন্মদিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ হয়েছে। ট্রাম্প নিজেই স্থানীয় সময় গতকাল শনিবার বিকেলে ট্রুথ সোশ্যালে লিখেছেন, তিনি পুতিনের কাছ থেকে একটি ফোন পেয়েছেন এবং পুতিন তাঁকে সুন্দর করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের প্রতিবেদন থেকে এ
১ ঘণ্টা আগেমধ্যপ্রাচ্যে সংঘাতের এক অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে। ইসরায়েল ও ইরানের মধ্যে গতকাল শনিবার রাত থেকে আজ রোববার ভোর পর্যন্ত পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। দুই দেশের এই সামরিক দ্বৈরথ ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে গেছে। উভয় পক্ষই একে অপরের কৌশলগত স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
২ ঘণ্টা আগেইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর বাত ইয়াম। ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, স্থানীয় সময় গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার কিছু পর শহরটির একটি আবাসিক ভবনে আঘাত হানে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এ ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সংবাদমাধ্যমটি। নিখোঁজ রয়েছেন আরও ৩৫ জন।
২ ঘণ্টা আগে