
আধা ঘণ্টার ব্যবধানে ইউক্রেনের দুটি নতুন শহরে হামলা করেছে রাশিয়ার সেনাবাহিনী। ইউক্রেনের লুতস্ক ও দিনিপ্রো শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দিনিপ্রোতে রুশ হামলায় একজন নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিসেস (এসইএস) জানিয়েছে, দিনিপ্রোর নোভোকডাটস্কি জেলায় একজন নিহত হয়েছেন। শহরে তিনটি বিমান হামলা হয়েছে। একটি কিন্ডারগার্টেন ও একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া একটি দোতলা জুতার কারখানায়ও আগুন লেগেছে।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউক্রেনের লুতস্ক ও দিনিপ্রো শহর দুটি দিনিপার নদীর তীরে অবস্থিত। এর আগে শহর দুটিতে হামলা হয়নি। এই অঞ্চলকে মধ্য-পূর্ব ইউক্রেনের প্রধান দুর্গ মনে করা হয়।
এই শহর দুটিতে বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের আরও কয়েকটি শহরে বিমান হামলার সাইরেন বেজে উঠেছিল বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
বিবিসি অপর এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশ প্রযুক্তিপ্রতিষ্ঠান মাক্সার টেকনোলজিস নতুন একটি স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, রাশিয়ার দীর্ঘ সেনাবহর ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে নতুন করে অবস্থান নিয়েছে।
গতকাল বৃহস্পতিবার একজন ঊর্ধ্বতন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, রুশ বাহিনী গত ২৪ ঘণ্টায় কিয়েভের কাছাকাছি তিন মাইল সরে গেছে। যেকোনো সময় রুশ সেনারা কিয়েভে হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা করছে ইউক্রেন।
দুই সপ্তাহের বেশি সময় ধরে ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধবিরতি ও মানবিক সংকট সমাধানে তুরস্কের আন্তালিয়া শহরে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের শান্তি আলোচনা সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।

আধা ঘণ্টার ব্যবধানে ইউক্রেনের দুটি নতুন শহরে হামলা করেছে রাশিয়ার সেনাবাহিনী। ইউক্রেনের লুতস্ক ও দিনিপ্রো শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দিনিপ্রোতে রুশ হামলায় একজন নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিসেস (এসইএস) জানিয়েছে, দিনিপ্রোর নোভোকডাটস্কি জেলায় একজন নিহত হয়েছেন। শহরে তিনটি বিমান হামলা হয়েছে। একটি কিন্ডারগার্টেন ও একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া একটি দোতলা জুতার কারখানায়ও আগুন লেগেছে।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউক্রেনের লুতস্ক ও দিনিপ্রো শহর দুটি দিনিপার নদীর তীরে অবস্থিত। এর আগে শহর দুটিতে হামলা হয়নি। এই অঞ্চলকে মধ্য-পূর্ব ইউক্রেনের প্রধান দুর্গ মনে করা হয়।
এই শহর দুটিতে বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের আরও কয়েকটি শহরে বিমান হামলার সাইরেন বেজে উঠেছিল বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
বিবিসি অপর এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশ প্রযুক্তিপ্রতিষ্ঠান মাক্সার টেকনোলজিস নতুন একটি স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, রাশিয়ার দীর্ঘ সেনাবহর ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে নতুন করে অবস্থান নিয়েছে।
গতকাল বৃহস্পতিবার একজন ঊর্ধ্বতন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, রুশ বাহিনী গত ২৪ ঘণ্টায় কিয়েভের কাছাকাছি তিন মাইল সরে গেছে। যেকোনো সময় রুশ সেনারা কিয়েভে হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা করছে ইউক্রেন।
দুই সপ্তাহের বেশি সময় ধরে ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধবিরতি ও মানবিক সংকট সমাধানে তুরস্কের আন্তালিয়া শহরে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের শান্তি আলোচনা সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
২ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
২ ঘণ্টা আগে
এই ভাষণে প্রথমবারের মতো খামেনি বিক্ষোভকারীদের মৃত্যুর সংখ্যা ‘হাজার হাজার’ বলে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্তরা এখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং কয়েক হাজার মানুষকে হত্যা করেছে।’
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মারোস জেলায় ১১ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের (আইএটি) একটি ফ্লাইট নিখোঁজ হয়েছে। আজ শনিবার স্থানীয় সময় বেলা ১টা ১৭ মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির শেষ যোগাযোগ হয়েছিল।
৩ ঘণ্টা আগে