
জার্মানির সাম্প্রতিক নির্বাচনে বর্তমান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের দল সিডিইউ-সিএসইউর পরাজয় হয়েছে। পরাজয় হলেও অনেক সময় জোটে সরকার গঠনের সম্ভাবনা থাকে। তাদের সে সম্ভাবনাও কম। অন্যদিকে গ্রিন ও লিবারেল এফডিপি নিয়ে জোটে সরকার গঠনের কাজ অনেকটা গুছিয়ে এনেছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)।
ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি হওয়া সত্ত্বেও জার্মান অর্থনীতির কিছু গুরুতর দুর্বলতা রয়েছে, যেগুলো মোকাবিলায় নতুন সরকারকে মনোযোগ দিতে হবে বলে মনে করেন বিশ্লেষকেরা। এসবের মধ্যে ডিজিটালাইজেশন, বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির গুরুত্বপূর্ণ উপাদান চিপ স্বল্পতা এবং বয়স্ক মানুষের সংখ্যা প্রধান বলে উল্লেখ করা হয়েছে রয়টার্সের এক বিশ্লেষণে।
মের্কেলের ১৬ বছরের শাসনামলে দেশটির অর্থনীতি টানা ভালো করলেও ডিজিটালাইজেশনে পিছিয়ে রয়েছে। এ ক্ষেত্রে শিল্পোন্নত দেশের সংগঠন জি২০ এর মধ্যে জার্মানির অবস্থান ১৮। দ্রুত গতির ইন্টারনেট সেবা প্রদানের কাজ চলছে অত্যন্ত ধীর গতিতে। গ্রামাঞ্চলে ফাইবার অপটিক কেবল সংযোগ বিস্ময়কর রকমের কম। তা ছাড়া ৫জি নেটওয়ার্কে পিছিয়ে রয়েছে জার্মানি।
গাড়ি শিল্পকে জার্মান অর্থনীতির কলিজা বলা হয়। কিন্তু গাড়িসহ অন্য বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির গুরুত্বপূর্ণ উপাদান চিপ স্বল্পতায় ভুগছে দেশটি। মিউনিখভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইফো ইনস্টিটিউটের তথ্য, সেপ্টেম্বরে জার্মানির ৭৭ দশমিক ৪ শতাংশ শিল্পকারখানা চিপসহ অন্য কাঁচামাল স্বল্পতার কথা জানিয়েছে। গাড়ি শিল্পে তা ৯৭ শতাংশ।
ইউরোপের অনেক দেশের মতো জার্মানিতে তরুণের অনুপাতে বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। ২০২৬ সালের মধ্যে দেশটির প্রায় ১ লাখ ৩০ হাজার সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী অবসরে যাবেন। এসব খালি স্থান পূরণের জন্য ইতিমধ্যে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০৩১ সালের মধ্যে অবসরে যাওয়ার বসয় ৬৫ থেকে ৬৭ করা হবে। ২০৪১ সালের মধ্যে তা ৬৮ করা হতে পারে। এ পরিস্থিতিতে ২০২৬ সালে দেশটির অর্থনীতি বাড়ার গতি স্বাভাবিকের চেয়ে দশমিক ৯ শতাংশ কমতে পারে।

জার্মানির সাম্প্রতিক নির্বাচনে বর্তমান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের দল সিডিইউ-সিএসইউর পরাজয় হয়েছে। পরাজয় হলেও অনেক সময় জোটে সরকার গঠনের সম্ভাবনা থাকে। তাদের সে সম্ভাবনাও কম। অন্যদিকে গ্রিন ও লিবারেল এফডিপি নিয়ে জোটে সরকার গঠনের কাজ অনেকটা গুছিয়ে এনেছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)।
ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি হওয়া সত্ত্বেও জার্মান অর্থনীতির কিছু গুরুতর দুর্বলতা রয়েছে, যেগুলো মোকাবিলায় নতুন সরকারকে মনোযোগ দিতে হবে বলে মনে করেন বিশ্লেষকেরা। এসবের মধ্যে ডিজিটালাইজেশন, বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির গুরুত্বপূর্ণ উপাদান চিপ স্বল্পতা এবং বয়স্ক মানুষের সংখ্যা প্রধান বলে উল্লেখ করা হয়েছে রয়টার্সের এক বিশ্লেষণে।
মের্কেলের ১৬ বছরের শাসনামলে দেশটির অর্থনীতি টানা ভালো করলেও ডিজিটালাইজেশনে পিছিয়ে রয়েছে। এ ক্ষেত্রে শিল্পোন্নত দেশের সংগঠন জি২০ এর মধ্যে জার্মানির অবস্থান ১৮। দ্রুত গতির ইন্টারনেট সেবা প্রদানের কাজ চলছে অত্যন্ত ধীর গতিতে। গ্রামাঞ্চলে ফাইবার অপটিক কেবল সংযোগ বিস্ময়কর রকমের কম। তা ছাড়া ৫জি নেটওয়ার্কে পিছিয়ে রয়েছে জার্মানি।
গাড়ি শিল্পকে জার্মান অর্থনীতির কলিজা বলা হয়। কিন্তু গাড়িসহ অন্য বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির গুরুত্বপূর্ণ উপাদান চিপ স্বল্পতায় ভুগছে দেশটি। মিউনিখভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইফো ইনস্টিটিউটের তথ্য, সেপ্টেম্বরে জার্মানির ৭৭ দশমিক ৪ শতাংশ শিল্পকারখানা চিপসহ অন্য কাঁচামাল স্বল্পতার কথা জানিয়েছে। গাড়ি শিল্পে তা ৯৭ শতাংশ।
ইউরোপের অনেক দেশের মতো জার্মানিতে তরুণের অনুপাতে বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। ২০২৬ সালের মধ্যে দেশটির প্রায় ১ লাখ ৩০ হাজার সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী অবসরে যাবেন। এসব খালি স্থান পূরণের জন্য ইতিমধ্যে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০৩১ সালের মধ্যে অবসরে যাওয়ার বসয় ৬৫ থেকে ৬৭ করা হবে। ২০৪১ সালের মধ্যে তা ৬৮ করা হতে পারে। এ পরিস্থিতিতে ২০২৬ সালে দেশটির অর্থনীতি বাড়ার গতি স্বাভাবিকের চেয়ে দশমিক ৯ শতাংশ কমতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্র দায়মুক্তির মনোভাব নিয়ে কাজ করছে এবং আন্তর্জাতিক আইনের চেয়ে নিজ শক্তি ও ‘গায়ের জোরকেই’ বেশি গুরুত্ব দিচ্ছে। এমনটাই মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ওয়াশিংটনের কাছে বহুপক্ষীয় সমাধান কার্যত অপ্রাসঙ্গিক বলে মনে হচ্ছে।
১০ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি মোটেলে মাদক ও যৌনব্যবসার অভিযোগে এক ভারতীয় দম্পতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ফেডারেল ও স্থানীয় গোয়েন্দাদের যৌথ অভিযানে ওই অপরাধ চক্রের মূল আস্তানা হিসেবে পরিচিত মোটেলটিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুদ্ধ পরবর্তী গাজার শাসনব্যবস্থা এবং পুনর্গঠন তদারকি করার জন্য ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোতে যোগ দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ করেছে।
২ ঘণ্টা আগে
বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হিসেবে পরিচিত কাশিওয়াজাকি-কারিওয়া জাপানের সাগর উপকূলে নিইগাতা প্রিফেকচারের ৪ দশমিক ২ বর্গকিলোমিটার এলাকাজুড়ে অবস্থিত। সাতটি রিঅ্যাক্টর পুরোপুরি চালু থাকলে কেন্দ্রটি সর্বোচ্চ ৮ দশমিক ২ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যা লাখ লাখ পরিবারের বিদ্যুৎ চাহিদা মেট
৩ ঘণ্টা আগে