
ইউক্রেনে রুশ বাহিনীর সম্মুখ হামলা দৃশ্যত কমে এলেও অনলাইনে সাইবারযুদ্ধ ধীরে ধীরে বাড়াচ্ছে বলে দাবি করেছেন মার্কিন সামরিক কর্মকর্তা ও সাইবার বিশেষজ্ঞরা। যুক্তরাজ্যের গোয়েন্দা কর্মকর্তারও একই ধরনের সম্ভাবনার কথা বলেছেন। আজ শনিবার ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের গোয়েন্দা কর্মকর্তারা গত বৃহস্পতিবার সতর্ক করে বলেছেন, ‘রুশ সামরিক বাহিনী স্থল অভিযান কমিয়ে আনার কারণে হামলার জন্য সাইবার লক্ষ্যবস্তু খুঁজছে।’ এর আগের দিন বুধবার ব্রিটিশ গোয়েন্দারা একটি অতিরিক্ত প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, রুশ হ্যাকাররা ন্যাটো ও পূর্ব ইউরোপের কয়েকটি দেশে সাইবার আক্রমণ চালানোর চেষ্টা করছে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও হোয়াইট হাউসের সাবেক প্রধান তথ্য কর্মকর্তা থেরেসা পেটন বলেছেন, ‘রুশ বাহিনীর সাইবার ফ্রন্ট ক্রমশ উত্তপ্ত হচ্ছে। সবচেয়ে খারাপ আক্রমণের জন্য আমাদের প্রস্তুত থাকা উচিত এবং সম্ভাব্য আক্রমণ ঠেকানোর জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করা উচিত।’
পেটন আরও বলেন, ‘রাশিয়া এখন পর্যন্ত সাইবারযুদ্ধে ধীরে ধীরে অগ্রসর হচ্ছিল। এর পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে। যেমন পুতিন হয়তো যুদ্ধের এই সন্ধিক্ষণে তার কৌশলে সাইবার আক্রমণ অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা অনুভব করেননি। অথবা যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত প্রতিশোধ এড়াতে সাইবারযুদ্ধে ধীরগতির নীতি অবলম্বন করেছেন পুতিন। কিংবা পুতিন হয়তো একটি দীর্ঘ খেলা খেলতে চাইছেন।’
তবে ডিজিটাল আক্রমণ ধীরগতিতে হলেও চলছে, থেমে নেই; বরং স্থলযুদ্ধর ডামাডোলের কারণে তা পুরোপুরি বোঝা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের স্যাটেলাইট ব্রডব্যান্ড প্রদানকারী সংস্থা ভিসাতের ১০ হাজারেরও বেশি মডেম হ্যাক হয়ে যায়। এই হ্যাকের পেছনে রাশিয়াকে দায়ী করেছেন মার্কিন কর্মকর্তারা।
এ সপ্তাহে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে প্রযুক্তি খাতসহ আরও কয়েকটি অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত বৃহস্পতিবার হোয়াইট হাউস বলেছে, যুক্তরাষ্ট্রের কাছে প্রমাণ রয়েছে যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ রাশিয়ার জন্য ‘একটি কৌশলগত বিপর্যয়’ ছিল এবং নিষেধাজ্ঞা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রাশিয়ার বিপর্যয়কর পরিস্থিতি আরও খারাপ হবে।

ইউক্রেনে রুশ বাহিনীর সম্মুখ হামলা দৃশ্যত কমে এলেও অনলাইনে সাইবারযুদ্ধ ধীরে ধীরে বাড়াচ্ছে বলে দাবি করেছেন মার্কিন সামরিক কর্মকর্তা ও সাইবার বিশেষজ্ঞরা। যুক্তরাজ্যের গোয়েন্দা কর্মকর্তারও একই ধরনের সম্ভাবনার কথা বলেছেন। আজ শনিবার ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের গোয়েন্দা কর্মকর্তারা গত বৃহস্পতিবার সতর্ক করে বলেছেন, ‘রুশ সামরিক বাহিনী স্থল অভিযান কমিয়ে আনার কারণে হামলার জন্য সাইবার লক্ষ্যবস্তু খুঁজছে।’ এর আগের দিন বুধবার ব্রিটিশ গোয়েন্দারা একটি অতিরিক্ত প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, রুশ হ্যাকাররা ন্যাটো ও পূর্ব ইউরোপের কয়েকটি দেশে সাইবার আক্রমণ চালানোর চেষ্টা করছে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও হোয়াইট হাউসের সাবেক প্রধান তথ্য কর্মকর্তা থেরেসা পেটন বলেছেন, ‘রুশ বাহিনীর সাইবার ফ্রন্ট ক্রমশ উত্তপ্ত হচ্ছে। সবচেয়ে খারাপ আক্রমণের জন্য আমাদের প্রস্তুত থাকা উচিত এবং সম্ভাব্য আক্রমণ ঠেকানোর জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করা উচিত।’
পেটন আরও বলেন, ‘রাশিয়া এখন পর্যন্ত সাইবারযুদ্ধে ধীরে ধীরে অগ্রসর হচ্ছিল। এর পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে। যেমন পুতিন হয়তো যুদ্ধের এই সন্ধিক্ষণে তার কৌশলে সাইবার আক্রমণ অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা অনুভব করেননি। অথবা যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত প্রতিশোধ এড়াতে সাইবারযুদ্ধে ধীরগতির নীতি অবলম্বন করেছেন পুতিন। কিংবা পুতিন হয়তো একটি দীর্ঘ খেলা খেলতে চাইছেন।’
তবে ডিজিটাল আক্রমণ ধীরগতিতে হলেও চলছে, থেমে নেই; বরং স্থলযুদ্ধর ডামাডোলের কারণে তা পুরোপুরি বোঝা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের স্যাটেলাইট ব্রডব্যান্ড প্রদানকারী সংস্থা ভিসাতের ১০ হাজারেরও বেশি মডেম হ্যাক হয়ে যায়। এই হ্যাকের পেছনে রাশিয়াকে দায়ী করেছেন মার্কিন কর্মকর্তারা।
এ সপ্তাহে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে প্রযুক্তি খাতসহ আরও কয়েকটি অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত বৃহস্পতিবার হোয়াইট হাউস বলেছে, যুক্তরাষ্ট্রের কাছে প্রমাণ রয়েছে যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ রাশিয়ার জন্য ‘একটি কৌশলগত বিপর্যয়’ ছিল এবং নিষেধাজ্ঞা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রাশিয়ার বিপর্যয়কর পরিস্থিতি আরও খারাপ হবে।

দক্ষিণ চীন সাগরে মহড়া শেষ করে মার্কিন বিমানবাহী রণতরী সেখান থেকে সরে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা করেছে বলে জানা গেছে। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই খবরের ঠিক আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দেন।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করতে হামাসের শীর্ষ নেতা ও গাজার অন্যান্য ফিলিস্তিনি সংগঠনের প্রতিনিধিরা মিসরের রাজধানী কায়রোতে অবস্থান করছেন। যুদ্ধবিরতি কার্যত টালমাটাল অবস্থায়। কারণ, ইসরায়েল একের পর এক তা লঙ্ঘন করছে এবং গাজায় গণহত্যামূলক
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট–আইসিই এজেন্টরা একটি গাড়ি থেকে টেনে–হিঁচড়ে বের করে নেওয়ার সময় চিৎকার করতে থাকা যে নারীর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, তাঁকে শনাক্ত করা হয়েছে। তিনি একজন প্রযুক্তিবিদ, এলজিবিটি ও বর্ণবৈষম্যবিরোধী অধিকারকর্মী।
৪ ঘণ্টা আগে
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের এক মেডিকেল কলেজ বন্ধ করে দিয়েছে সরকার। মুসলিম শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় ডানপন্থী হিন্দু সংগঠনগুলোর টানা প্রতিবাদের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ভারতের চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা কার্যক্রমের নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি)...
৬ ঘণ্টা আগে