
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন হামলার পর থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাস্থ্য নিয়ে বেশ কয়েকটি গুঞ্জন শোনা গেছে। পুতিনের স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা-কল্পনার মধ্যে রাশিয়ার ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও আলোচনা উঠেছে। পরে অবশ্য এর বেশির ভাগই ভুল প্রমাণিত হয়েছে। সরকারের পক্ষ থেকেও এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
পুতিনের স্বাস্থ্য নিয়ে মিডিয়া জগতে নানা আলোচনা ও গুজবের মধ্যে এখন আলোচনায় এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট।
পোস্টটি মূলত মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে শেয়ার করা হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, ব্লগার পজনিয়াকভের ওই পোস্টে পুতিনের ছবিসহ লেখা রয়েছে: ‘ঈশ্বর, আপনি আমাদের ছেড়ে যাবেন না। ঈশ্বরের কাছে প্রার্থনা, আপনি জীবিত ও সুস্থ থাকুন।’
রহস্যময় এ বার্তার ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে পুতিনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন উঠেছে। ব্যবহারকারীরা পুতিনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে, এ নিয়ে রাশিয়ার সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি এখনো আসেনি।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আন্তন গেরাশচেনকো এক্স প্ল্যাটফর্মে (টুইটার) এই পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘কী চলছে?’
তাঁর এই পোস্টে অনেক এক্স ব্যবহারকারী মন্তব্য করেছেন।
এক ব্যবহারকারী মন্তব্যে লিখেছেন, ‘হয়তো কিছুই হয়নি। তবে যদি তিনি অসুস্থ হয়ে থাকেন এবং তাঁর সময় ঘনিয়ে এসে থাকে, তাহলে প্রিগোঝিনকে সরিয়ে দেওয়ার ব্যাপারটি সত্য হতে পারে। এটা সত্য হয়ে থাকে তাহলে তিনি (প্রিগোঝিন) অবশ্যই ক্ষমতা দখলের চেষ্টা করে থাকতে পারেন।’
অন্য এক ব্যবহারকারী বলেছেন, ‘এটা যেন সত্য হয়, আমরা সেই প্রার্থনা করতে পারি শুধু।’
চলতি বছরের শুরুতে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেট্রোর এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট তীব্র মাথাব্যথায় ভুগছেন। তাঁর দৃষ্টি ঝাপসা ও জিহবা অসাড় হয়ে এসেছে।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনে পাঠানো বার্তায় পুতিনের কণ্ঠ অস্বাভাবিক শোনাচ্ছিল বলে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে।

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন হামলার পর থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাস্থ্য নিয়ে বেশ কয়েকটি গুঞ্জন শোনা গেছে। পুতিনের স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা-কল্পনার মধ্যে রাশিয়ার ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও আলোচনা উঠেছে। পরে অবশ্য এর বেশির ভাগই ভুল প্রমাণিত হয়েছে। সরকারের পক্ষ থেকেও এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
পুতিনের স্বাস্থ্য নিয়ে মিডিয়া জগতে নানা আলোচনা ও গুজবের মধ্যে এখন আলোচনায় এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট।
পোস্টটি মূলত মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে শেয়ার করা হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, ব্লগার পজনিয়াকভের ওই পোস্টে পুতিনের ছবিসহ লেখা রয়েছে: ‘ঈশ্বর, আপনি আমাদের ছেড়ে যাবেন না। ঈশ্বরের কাছে প্রার্থনা, আপনি জীবিত ও সুস্থ থাকুন।’
রহস্যময় এ বার্তার ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে পুতিনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন উঠেছে। ব্যবহারকারীরা পুতিনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে, এ নিয়ে রাশিয়ার সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি এখনো আসেনি।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আন্তন গেরাশচেনকো এক্স প্ল্যাটফর্মে (টুইটার) এই পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘কী চলছে?’
তাঁর এই পোস্টে অনেক এক্স ব্যবহারকারী মন্তব্য করেছেন।
এক ব্যবহারকারী মন্তব্যে লিখেছেন, ‘হয়তো কিছুই হয়নি। তবে যদি তিনি অসুস্থ হয়ে থাকেন এবং তাঁর সময় ঘনিয়ে এসে থাকে, তাহলে প্রিগোঝিনকে সরিয়ে দেওয়ার ব্যাপারটি সত্য হতে পারে। এটা সত্য হয়ে থাকে তাহলে তিনি (প্রিগোঝিন) অবশ্যই ক্ষমতা দখলের চেষ্টা করে থাকতে পারেন।’
অন্য এক ব্যবহারকারী বলেছেন, ‘এটা যেন সত্য হয়, আমরা সেই প্রার্থনা করতে পারি শুধু।’
চলতি বছরের শুরুতে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেট্রোর এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট তীব্র মাথাব্যথায় ভুগছেন। তাঁর দৃষ্টি ঝাপসা ও জিহবা অসাড় হয়ে এসেছে।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনে পাঠানো বার্তায় পুতিনের কণ্ঠ অস্বাভাবিক শোনাচ্ছিল বলে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
২ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৫ ঘণ্টা আগে