
যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর ব্রিটিশ সরকারের সিদ্ধান্তকে ‘ভয়ংকর’ বলে আখ্যা দিয়েছেন প্রিন্স চার্লস। আগামী সপ্তাহে ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের একটি দলকে নিয়ে একটি ফ্লাইট ইংল্যান্ড ত্যাগ করার কথা রয়েছে। সেদিকে দৃষ্টি আকর্ষণ করেই তিনি এই মন্তব্য করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ চার্লস সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে অবগত এবং উদ্বিগ্ন। দ্য টাইমস আরও জানিয়েছে, আগামী কমনওয়েলথ সম্মেলনে ব্রিটিশ সরকারের এই বিতর্কিত নীতিটি অন্যতম আলোচনার ইস্যু হয়ে উঠতে পারে। উল্লেখ্য, চার্লস সেই সম্মেলনে তাঁর মা রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিনিধিত্ব করবেন।
দ্য টাইমস একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, ‘তিনি বলেছেন, তিনি এই নীতির বিষয়ে মারাত্মকভাবে হতাশ। তিনি আরও বলেছেন, তিনি মনে করেন যে এ বিষয়ে সরকারের সমগ্র প্রক্রিয়াই ভয়াবহ। এটি নিশ্চিত যে তিনি সরকারের এমন সিদ্ধান্তে আশাবাদী নন।’
এদিকে, গার্লসের এক মুখপাত্র জানিয়েছেন তাঁরা নাম-সূত্র উল্লেখহীন এই কথোপকথনের ব্যাপারে কোনো মন্তব্য করবেন না। গার্লসের মুখপাত্র বলেছেন, ‘আমরা যুবরাজের সঙ্গে কথিত ব্যক্তিগত কথোপকথন নিয়ে কোনো মন্তব্য করব না। তবে আমরা নিশ্চিত করতে পারি—তিনি রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকবেন। যেকোনো নীতিমালা গ্রহণের দায় সরকারের।’
এর আগে, চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে ব্রিটিশ সরকার জানিয়েছিল—তারা দেশটিতে অভিবাসনপ্রত্যাশী ব্যক্তিদের আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠিয়ে দেবে। মানব পাচার, চোরাচালান নেটওয়ার্ক ভেঙে দেওয়া এবং ইংলিশ চ্যানেলে অভিবাসনপ্রত্যাশীদের ঢল ঠেকানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর ব্রিটিশ সরকারের সিদ্ধান্তকে ‘ভয়ংকর’ বলে আখ্যা দিয়েছেন প্রিন্স চার্লস। আগামী সপ্তাহে ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের একটি দলকে নিয়ে একটি ফ্লাইট ইংল্যান্ড ত্যাগ করার কথা রয়েছে। সেদিকে দৃষ্টি আকর্ষণ করেই তিনি এই মন্তব্য করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ চার্লস সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে অবগত এবং উদ্বিগ্ন। দ্য টাইমস আরও জানিয়েছে, আগামী কমনওয়েলথ সম্মেলনে ব্রিটিশ সরকারের এই বিতর্কিত নীতিটি অন্যতম আলোচনার ইস্যু হয়ে উঠতে পারে। উল্লেখ্য, চার্লস সেই সম্মেলনে তাঁর মা রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিনিধিত্ব করবেন।
দ্য টাইমস একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, ‘তিনি বলেছেন, তিনি এই নীতির বিষয়ে মারাত্মকভাবে হতাশ। তিনি আরও বলেছেন, তিনি মনে করেন যে এ বিষয়ে সরকারের সমগ্র প্রক্রিয়াই ভয়াবহ। এটি নিশ্চিত যে তিনি সরকারের এমন সিদ্ধান্তে আশাবাদী নন।’
এদিকে, গার্লসের এক মুখপাত্র জানিয়েছেন তাঁরা নাম-সূত্র উল্লেখহীন এই কথোপকথনের ব্যাপারে কোনো মন্তব্য করবেন না। গার্লসের মুখপাত্র বলেছেন, ‘আমরা যুবরাজের সঙ্গে কথিত ব্যক্তিগত কথোপকথন নিয়ে কোনো মন্তব্য করব না। তবে আমরা নিশ্চিত করতে পারি—তিনি রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকবেন। যেকোনো নীতিমালা গ্রহণের দায় সরকারের।’
এর আগে, চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে ব্রিটিশ সরকার জানিয়েছিল—তারা দেশটিতে অভিবাসনপ্রত্যাশী ব্যক্তিদের আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠিয়ে দেবে। মানব পাচার, চোরাচালান নেটওয়ার্ক ভেঙে দেওয়া এবং ইংলিশ চ্যানেলে অভিবাসনপ্রত্যাশীদের ঢল ঠেকানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
১৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
১৩ ঘণ্টা আগে
প্রতিবছর নভেম্বর ও ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার খোসা, এনদেবেলে, সোথো ও ভেন্ডা সম্প্রদায়ের কিশোর ও তরুণেরা ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার শিশু আইন (২০০৫) অনুযায়ী, সাধারণত ১৬ বছরের বেশি বয়সীদের খতনা করানো হয়। এর নিচে খতনা করানো দেশটিতে আইনত নিষিদ্ধ।
১৪ ঘণ্টা আগে
এই হামলার ঘটনা প্রথম প্রকাশ পায় গত সেপ্টেম্বরে, যখন রাজপরিবার নিয়ে লেখা একটি বই দ্য টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়। তবে এর আগে বাকিংহাম প্যালেস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
১৫ ঘণ্টা আগে