
মধ্য চীনের শহর ঝেংঝুতে এক অভূতপূর্ব সড়ক দুর্ঘটনার ভিডিও প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। গত বুধবার এ দুর্ঘটনায় রাস্তা একটির ওপর আরেকটি উঠে গিয়ে দুই শতাধিক গাড়ির স্তূপ হয়ে যায়। এতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
দ্য গ্লোবাল টাইমসের দেওয়া তথ্য অনুযায়ী, সকালের ঘন কুয়াশায় ঢেকে থাকা একটি সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া দুর্ঘটনার ছবি ও ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, বেশ দীর্ঘ মাল্টি-লেনের সেতু। সেতুর ওপর ছড়িয়ে রয়েছে যানবাহন। প্রাইভেটকার, পণ্যবাহী ট্রাক, লরিসহ বিভিন্ন যানবাহন স্তূপের মতো পড়ে থাকতে দেখা যায়।
দ্য গ্লোবাল টাইমস জানিয়েছে, অনেক চালক এবং যাত্রী গাড়িতে আটকা পড়েছিলেন। তাৎক্ষণিকভাবে ট্রাফিক ও স্বাস্থ্য বিভাগের কর্মীরাসহ জরুরি সহায়তা কর্মী ও দমকল উদ্ধারকারীরা ঘটনাস্থলে যান।
একজন প্রত্যক্ষদর্শী গ্লোবাল টাইমসকে বলেন, কয়েক কিলোমিটার পর্যন্ত গাড়ির স্তূপ জমে যায়। ঘন কুয়াশার কারণে সেতুতে রাস্তা পিচ্ছিল হয়ে গিয়েছিল। এ কারণেই সম্ভবত দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় আবহাওয়া বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কিছু এলাকায় সকালে দৃশ্যমানতা ছিল মাত্র ২০০ মিটার। এই দূরত্বের পর আর কিছুই দেখা যাচ্ছিল না। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পরে পুলিশ কুয়াশার কারণে সেতু পারাপার না করার জন্য সতর্কতা জারি করে।
ওই ওভারপাসটি ঝেংঝোকে জিনজিয়াং শহরের সঙ্গে যুক্ত করেছে। পুলিশ উদ্ধার অভিযানের সময় সেতুটি কিছুক্ষণের জন্য বন্ধ করে দেয়। বিকেলে যান চলাচল শুরু হয়।

মধ্য চীনের শহর ঝেংঝুতে এক অভূতপূর্ব সড়ক দুর্ঘটনার ভিডিও প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। গত বুধবার এ দুর্ঘটনায় রাস্তা একটির ওপর আরেকটি উঠে গিয়ে দুই শতাধিক গাড়ির স্তূপ হয়ে যায়। এতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
দ্য গ্লোবাল টাইমসের দেওয়া তথ্য অনুযায়ী, সকালের ঘন কুয়াশায় ঢেকে থাকা একটি সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া দুর্ঘটনার ছবি ও ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, বেশ দীর্ঘ মাল্টি-লেনের সেতু। সেতুর ওপর ছড়িয়ে রয়েছে যানবাহন। প্রাইভেটকার, পণ্যবাহী ট্রাক, লরিসহ বিভিন্ন যানবাহন স্তূপের মতো পড়ে থাকতে দেখা যায়।
দ্য গ্লোবাল টাইমস জানিয়েছে, অনেক চালক এবং যাত্রী গাড়িতে আটকা পড়েছিলেন। তাৎক্ষণিকভাবে ট্রাফিক ও স্বাস্থ্য বিভাগের কর্মীরাসহ জরুরি সহায়তা কর্মী ও দমকল উদ্ধারকারীরা ঘটনাস্থলে যান।
একজন প্রত্যক্ষদর্শী গ্লোবাল টাইমসকে বলেন, কয়েক কিলোমিটার পর্যন্ত গাড়ির স্তূপ জমে যায়। ঘন কুয়াশার কারণে সেতুতে রাস্তা পিচ্ছিল হয়ে গিয়েছিল। এ কারণেই সম্ভবত দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় আবহাওয়া বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কিছু এলাকায় সকালে দৃশ্যমানতা ছিল মাত্র ২০০ মিটার। এই দূরত্বের পর আর কিছুই দেখা যাচ্ছিল না। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পরে পুলিশ কুয়াশার কারণে সেতু পারাপার না করার জন্য সতর্কতা জারি করে।
ওই ওভারপাসটি ঝেংঝোকে জিনজিয়াং শহরের সঙ্গে যুক্ত করেছে। পুলিশ উদ্ধার অভিযানের সময় সেতুটি কিছুক্ষণের জন্য বন্ধ করে দেয়। বিকেলে যান চলাচল শুরু হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফরাসি মদ ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। বিশ্বজুড়ে সংঘাত নিরসনের লক্ষ্যে তাঁর প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ যোগ দিতে চাপ দিতেই এই হুমকি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, ফরাসি
১৮ মিনিট আগে
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লার কাছে এক বিমানঘাঁটিতে বিস্ফোরক মজুত করেছে এবং সেখানে একটি গোপন ভূগর্ভস্থ বন্দিশালা পরিচালনা করছে, এমন অভিযোগ করেছেন ইয়েমেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
২ ঘণ্টা আগে
ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে হস্তান্তরের পরিকল্পনাকে ‘চরম বোকামি’ এবং ‘জাতীয় নিরাপত্তার জন্য বিশাল হুমকি’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প এমন বার্তা দেন।
৩ ঘণ্টা আগে
সৌদি আরবের শ্রমবাজারে স্থানীয় নাগরিকদের অংশীদারত্ব বাড়াতে এবং বেকারত্ব হ্রাসে বড় ধরনের এক সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বিপণন ও বিক্রয় সংক্রান্ত ১৮টি বিশেষ পেশায় এখন থেকে অন্তত ৬০ শতাংশ সৌদি নাগরিক নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করেছে।
৩ ঘণ্টা আগে