
চীনের হেনান প্রদেশে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত প্রাণ গেছে ৫১ জনের। প্রায় চার লাখ মানুষকে বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। হেনান প্রদেশের ওয়াংজংডিয়ান গ্রামে শিশুসন্তানকে বাঁচাতে প্রাণ গেছে এক মায়ের। উদ্ধারকারীদের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বৃষ্টি ও বন্যা যখন বাড়িতে আঘাত হানে তখনো সেই মা তাঁর শিশুসন্তানকে নিরাপদে আগলে রাখেন। পরে সেই মায়ের মৃত্যু হলেও শিশু সন্তানকে জীবিত উদ্ধার করা হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে থাকার পর শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়।
শিশুটিকে উদ্ধারের একটি ভিডিও চীনে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুটিকে জীবিত অবস্থায় বের করা হচ্ছে। শিশুটির বয়স তিন থেকে চার মাসের মতো। উদ্ধারের পর শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছে, শিশুটি সুস্থ আছে।
ঝাও নামের একজন স্থানীয় এক সংবাদমাধ্যমকে বলেন, আমি শিশুটির আওয়াজ শুনতে পাই। সেই মুহূর্তে এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। শিশুটিকে বাঁচাতে শিশুটিকে উপরে তুলে ধরেছিলেন শিশুটির মা।
সংবাদমাধ্যম বেইজিং ইয়ুথ ডেইলিকে ইয়াং নামের একজন উদ্ধারকারী জানান, শিশুটিকে উদ্ধারের এক দিন পর ওই মায়ের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় ওই মায়ের শরীর প্রচণ্ড ঠান্ডায় জমাটবদ্ধ হয়ে ছিল। দেখে মনে হচ্ছিল, তিনি যেন কোনো কিছু উপরে তুলে ধরার ভঙ্গিতে রয়েছেন।
ইয়াং আরও বলেন, এমন একটি সংকটাপন্ন অবস্থায় ওই মা শিশুটিকে উপরে তুলে ধরেছিলেন। এই কারণেই মূলত শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

চীনের হেনান প্রদেশে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত প্রাণ গেছে ৫১ জনের। প্রায় চার লাখ মানুষকে বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। হেনান প্রদেশের ওয়াংজংডিয়ান গ্রামে শিশুসন্তানকে বাঁচাতে প্রাণ গেছে এক মায়ের। উদ্ধারকারীদের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বৃষ্টি ও বন্যা যখন বাড়িতে আঘাত হানে তখনো সেই মা তাঁর শিশুসন্তানকে নিরাপদে আগলে রাখেন। পরে সেই মায়ের মৃত্যু হলেও শিশু সন্তানকে জীবিত উদ্ধার করা হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে থাকার পর শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়।
শিশুটিকে উদ্ধারের একটি ভিডিও চীনে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুটিকে জীবিত অবস্থায় বের করা হচ্ছে। শিশুটির বয়স তিন থেকে চার মাসের মতো। উদ্ধারের পর শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছে, শিশুটি সুস্থ আছে।
ঝাও নামের একজন স্থানীয় এক সংবাদমাধ্যমকে বলেন, আমি শিশুটির আওয়াজ শুনতে পাই। সেই মুহূর্তে এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। শিশুটিকে বাঁচাতে শিশুটিকে উপরে তুলে ধরেছিলেন শিশুটির মা।
সংবাদমাধ্যম বেইজিং ইয়ুথ ডেইলিকে ইয়াং নামের একজন উদ্ধারকারী জানান, শিশুটিকে উদ্ধারের এক দিন পর ওই মায়ের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় ওই মায়ের শরীর প্রচণ্ড ঠান্ডায় জমাটবদ্ধ হয়ে ছিল। দেখে মনে হচ্ছিল, তিনি যেন কোনো কিছু উপরে তুলে ধরার ভঙ্গিতে রয়েছেন।
ইয়াং আরও বলেন, এমন একটি সংকটাপন্ন অবস্থায় ওই মা শিশুটিকে উপরে তুলে ধরেছিলেন। এই কারণেই মূলত শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

মাদুরোকে আটকের পর আজ হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হচ্ছেন দেশটির প্রধান বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। তবে এই আলোচনার আবহের মধ্যেই ক্যারিবীয় সাগরে মার্কিন বাহিনী কর্তৃক ভেনেজুয়েলার তেল বহনকারী একটি জাহাজ জব্দের খবর পাওয়া গেছে।
৩৪ মিনিট আগে
স্টেট ডিপার্টমেন্টের দেওয়া ব্যাখ্যা অনুযায়ী, যেসব আবেদনকারীর দুটি দেশের নাগরিকত্ব (দ্বৈত নাগরিক) রয়েছে এবং যাঁরা ভিসার জন্য আবেদন করছেন এমন একটি দেশের বৈধ পাসপোর্ট ব্যবহার করে, যে দেশটি নিষেধাজ্ঞার তালিকায় নেই—তাঁরা এই ভিসা স্থগিতের আওতায় পড়বেন না।
১ ঘণ্টা আগে
আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের শীর্ষ নেতৃত্বে গভীর মতপার্থক্য ও ক্ষমতার দ্বন্দ্বের চিত্র উঠে এসেছে বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে। এই দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। বাইরের হুমকির বদলে সরকারের ভেতরের বিভক্তিই এখন তাঁর সবচেয়ে বড় উদ্বেগের ক
১ ঘণ্টা আগে
২৬ বছর বয়সী ওই যুবকের নাম এরফান সোলতানি। তাঁকে ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) তেহরানের পশ্চিমে অবস্থিত শহর ফারদিসের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। নরওয়েভিত্তিক কুর্দি মানবাধিকার সংগঠন হেনগাও জানায়, গ্রেপ্তারের কয়েক দিনের মধ্যেই কর্তৃপক্ষ তাঁর পরিবারকে জানায়, বুধবার তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
২ ঘণ্টা আগে