আজকের পত্রিকা ডেস্ক

উত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, লিয়াওনিং প্রদেশের লিয়াও ইয়াং শহরের আবাসিক এলাকার একটি রেস্তোরাঁয় দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন ছড়িয়ে পড়ে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার পরেই ২০টির বেশি দমকল গাড়ি ও ৮৫ জন অগ্নিনির্বাপণ কর্মী ঘটনাস্থলে যান। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে এ ঘটনায় রেস্তোরাঁর দায়িত্বে থাকা এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আগুন লাগার কারণ তদন্তাধীন রয়েছে।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এ ঘটনাকে ‘একটি চরম শিক্ষা’ বলে অভিহিত করেছেন। তিনি স্থানীয় কর্মকর্তাদের আহতদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া আগুন লাগার কারণ এবং এর জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন।
এদিকে আগামী বৃহস্পতিবার (১ মে) থেকে শুরু হতে যাওয়া মে দিবসের সরকারি ছুটির আগে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পর্যাপ্ত পূর্বপ্রস্তুতি নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, চারপাশে গাড়িতে ঠাসা একটি রাস্তার পাশে রেস্তোরাঁ। আগুন লাগার পর রেস্তোরাঁ থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে। উদ্ধারকর্মীরা স্ট্রেচারে করে আহতদের বের করে আনছেন।
এই ঘটনা সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ধারাবাহিক প্রাণঘাতী আগুনের সর্বশেষ ঘটনা। চলতি মাসের শুরুতে হেবেই প্রদেশের (উত্তর) একটি নার্সিং হোমে আগুন লেগে অন্তত ২০ জন নিহত হয়েছিল। এই অগ্নিকাণ্ডের মাত্র এক সপ্তাহ আগে ২ এপ্রিল উত্তর-পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের শেন ইয়াং শহরে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় দুই অগ্নিনির্বাপণ কর্মী নিহত হয়েছিলেন। তাঁরা আগুন থেকে ৪০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়ার পর এই ঘটনা ঘটেছিল।
গত বছরের জানুয়ারিতে জিয়াংসি প্রদেশের জিন ইয়াং শহরে একটি ভবনে আগুন লেগে ৩৯ জন নিহত এবং ৯ জন আহত হন। সেই ঘটনায় ৫০ জনের বেশি কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছিল।

উত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, লিয়াওনিং প্রদেশের লিয়াও ইয়াং শহরের আবাসিক এলাকার একটি রেস্তোরাঁয় দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন ছড়িয়ে পড়ে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার পরেই ২০টির বেশি দমকল গাড়ি ও ৮৫ জন অগ্নিনির্বাপণ কর্মী ঘটনাস্থলে যান। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে এ ঘটনায় রেস্তোরাঁর দায়িত্বে থাকা এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আগুন লাগার কারণ তদন্তাধীন রয়েছে।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এ ঘটনাকে ‘একটি চরম শিক্ষা’ বলে অভিহিত করেছেন। তিনি স্থানীয় কর্মকর্তাদের আহতদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া আগুন লাগার কারণ এবং এর জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন।
এদিকে আগামী বৃহস্পতিবার (১ মে) থেকে শুরু হতে যাওয়া মে দিবসের সরকারি ছুটির আগে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পর্যাপ্ত পূর্বপ্রস্তুতি নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, চারপাশে গাড়িতে ঠাসা একটি রাস্তার পাশে রেস্তোরাঁ। আগুন লাগার পর রেস্তোরাঁ থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে। উদ্ধারকর্মীরা স্ট্রেচারে করে আহতদের বের করে আনছেন।
এই ঘটনা সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ধারাবাহিক প্রাণঘাতী আগুনের সর্বশেষ ঘটনা। চলতি মাসের শুরুতে হেবেই প্রদেশের (উত্তর) একটি নার্সিং হোমে আগুন লেগে অন্তত ২০ জন নিহত হয়েছিল। এই অগ্নিকাণ্ডের মাত্র এক সপ্তাহ আগে ২ এপ্রিল উত্তর-পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের শেন ইয়াং শহরে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় দুই অগ্নিনির্বাপণ কর্মী নিহত হয়েছিলেন। তাঁরা আগুন থেকে ৪০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়ার পর এই ঘটনা ঘটেছিল।
গত বছরের জানুয়ারিতে জিয়াংসি প্রদেশের জিন ইয়াং শহরে একটি ভবনে আগুন লেগে ৩৯ জন নিহত এবং ৯ জন আহত হন। সেই ঘটনায় ৫০ জনের বেশি কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘যেকোনো উপায়ে’ গ্রিনল্যান্ড দখলের অঙ্গীকারের পর গতকাল শুক্রবার ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ক্যাপিটল হিলের আইনপ্রণেতাদের একটি দল। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, এ দলে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই পক্ষের আইনপ্রণেতারাই ছিলেন।
২৮ মিনিট আগে
সিরিয়ার রাজনীতিতে কয়েক দশকের বৈষম্য ঘুচিয়ে কুর্দিদের মূলধারায় ফিরিয়ে নিতে বড় পদক্ষেপ নিয়েছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। গতকাল শুক্রবার এক বিশেষ অধ্যাদেশে তিনি কুর্দিদের সিরিয়ার ‘অপরিহার্য ও আদি’ অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
৩২ মিনিট আগে
ধর্ষণ নিয়ে ভারতের মধ্যপ্রদেশের ভাণ্ডের এলাকার কংগ্রেস বিধায়ক ফুল সিং বারাইয়ার সাম্প্রতিক বক্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক দল থেকে শুরু করে সামাজিক বিভিন্ন সংগঠন তাঁর বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে।
১ ঘণ্টা আগে
ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ চাবাহার বন্দর নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসনের কড়া নিষেধাজ্ঞা এবং ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে জড়িত দেশগুলোর ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকির মুখে চাবাহার প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে।
৫ ঘণ্টা আগে