Ajker Patrika

চীনের শানসিতে বন্যায় প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত

চীনের শানসিতে বন্যায় প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত

চীনের উত্তরাঞ্চলের শানসি প্রদেশে বন্যায় ১৮ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে প্রদেশের ৭০ টিরও বেশি জেলা ও শহর জুড়ে অনেক ঘরবাড়ি ভেঙে পড়ে এবং ভূমিধসের সৃষ্টি হয়। চীনের স্থানীয় গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে। 

চীনের আবহাওয়া প্রশাসন বলছে, ভারী ও দীর্ঘস্থায়ী বৃষ্টিপাতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। এ ছাড়া ভারী বৃষ্টিপাতের ফলে প্রদেশের প্রাচীন স্মৃতিস্তম্ভ সংবলিত কয়েকটি বাড়িও ঝুঁকির মধ্যে রয়েছে। 

চীনের সিনহুয়া নিউজ এজেন্সিকে কর্মকর্তারা বলেছেন, ১ লাখ ২০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া প্রায় ১৭ হাজার বাড়ি বন্যার কারণে ধসে পড়েছে। 

গ্লোবাল টাইমসের বরাত দিয়ে বিবিসি বলেছে, ভূমিধসে ৪ জন পুলিশ কর্মকর্তা মারা গেছেন। তবে অন্যান্য হতাহতের খবর এখনো প্রকাশ করা হয়নি। এ ছাড়া বলা হয়েছে, চলতি বছরের শুরুর দিকে হেনান প্রদেশে হওয়া বন্যায় ৩০০ জন মারা যান। শানসির বন্যা তাঁর চেয়ে আরও বেশি খারাপ রূপ নিতে পারে। 

শানজি চীনের একটি প্রধান কয়লা উৎপাদনকারী প্রদেশ। ভারী বৃষ্টি এবং বন্যার ফলে চীন সরকার খনি থেকে কয়লা উত্তোলন এবং রাসায়নিক কারখানার কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত