
তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট লাই চিং-তে তাঁর দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণ করেই তিনি চীনের প্রতি আহ্বান জানিয়েছেন, তাঁর দেশের প্রতি সামরিক ও রাজনৈতিক হুমকি বন্ধ করতে। গতকাল সোমবার তিনি এই আহ্বান জানান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সোমবার প্রেসিডেন্ট হিসেবে দেওয়া প্রথম ভাষণে লাই চিং-তে বলেন, তাইওয়ান একমাত্র শান্তির পথ অনুসরণ করতে চায় এবং বেইজিংয়ের উচিত তাইওয়ানের জনগণের ইচ্ছাকে সম্মান করা। রাজধানী তাইপের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদ থেকে এ ভাষণ দেন উইলিয়াম লাই নামেও পরিচিত এই নেতা।
ভাষণে আলোচনার মাধ্যমে চীনের সঙ্গে সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে উইলিয়াম লাই বলেন, ‘আমি চীনের প্রতি আহ্বান জানাই, তাইওয়ানকে রাজনৈতিক ও সামরিকভাবে ভয় দেখানো বন্ধ করা হোক। বিশ্বে যেন ভয় না থাকে এবং যুদ্ধ শুরু না হতে পারে তা নিশ্চিত করতে এবং তাইওয়ান প্রণালি ও এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য কঠোর পরিশ্রম করার জন্য তাইওয়ানের সঙ্গে একত্রে কাজ করার জন্য (চীনের প্রতি) আহ্বান জানাই।’
উইলিয়াম লাই আরও বলেন, ‘আমরা বিশ্ববাসীর সামনে এটিও ঘোষণা করতে চাই যে, তাইওয়ান গণতন্ত্র ও স্বাধীনতার বিষয়ে কোনো ছাড় দেবে না। শান্তিই একমাত্র বিকল্প এবং দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতার জন্য সমৃদ্ধিই আমাদের লক্ষ্য।’ অবশ্যই চীন এই বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয়নি। অবশ্য দেশটি বারবার লাইকে ‘বিচ্ছিন্নতাবাদী’ বলে আখ্যা দিয়েছে।
কয়েক মাস ধরেই তাইওয়ান ঘিরে টহল দিচ্ছে চীনা সশস্ত্র বাহিনীর নৌযানগুলো। এমনকি চীনা বিমানবাহিনীর যুদ্ধবিমানও একাধিকবার তাইওয়ানের আকাশসীমায় মহড়া দিয়েছে। গত জানুয়ারি মাসে উইলিয়াম লাই নির্বাচিত হওয়ার পর থেকেই এ ধরনের চীনা মহড়া ব্যাপক আকার ধারণ করেছে।
উল্লেখ্য, উইলিয়াম লাই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে টানা চার বছর সাবেক প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। গতকাল দায়িত্ব গ্রহণের পর ৬৪ বছর বয়সী এই নেতা বলেছেন, তাইওয়ানিজদের (চীনা) হুমকির বিষয়ে বাস্তববাদী হতে হবে এবং তাইওয়ানকে অবশ্যই আত্মরক্ষার জন্য তার দৃঢ় সংকল্প দেখাতে হবে।

তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট লাই চিং-তে তাঁর দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণ করেই তিনি চীনের প্রতি আহ্বান জানিয়েছেন, তাঁর দেশের প্রতি সামরিক ও রাজনৈতিক হুমকি বন্ধ করতে। গতকাল সোমবার তিনি এই আহ্বান জানান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সোমবার প্রেসিডেন্ট হিসেবে দেওয়া প্রথম ভাষণে লাই চিং-তে বলেন, তাইওয়ান একমাত্র শান্তির পথ অনুসরণ করতে চায় এবং বেইজিংয়ের উচিত তাইওয়ানের জনগণের ইচ্ছাকে সম্মান করা। রাজধানী তাইপের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদ থেকে এ ভাষণ দেন উইলিয়াম লাই নামেও পরিচিত এই নেতা।
ভাষণে আলোচনার মাধ্যমে চীনের সঙ্গে সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে উইলিয়াম লাই বলেন, ‘আমি চীনের প্রতি আহ্বান জানাই, তাইওয়ানকে রাজনৈতিক ও সামরিকভাবে ভয় দেখানো বন্ধ করা হোক। বিশ্বে যেন ভয় না থাকে এবং যুদ্ধ শুরু না হতে পারে তা নিশ্চিত করতে এবং তাইওয়ান প্রণালি ও এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য কঠোর পরিশ্রম করার জন্য তাইওয়ানের সঙ্গে একত্রে কাজ করার জন্য (চীনের প্রতি) আহ্বান জানাই।’
উইলিয়াম লাই আরও বলেন, ‘আমরা বিশ্ববাসীর সামনে এটিও ঘোষণা করতে চাই যে, তাইওয়ান গণতন্ত্র ও স্বাধীনতার বিষয়ে কোনো ছাড় দেবে না। শান্তিই একমাত্র বিকল্প এবং দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতার জন্য সমৃদ্ধিই আমাদের লক্ষ্য।’ অবশ্যই চীন এই বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয়নি। অবশ্য দেশটি বারবার লাইকে ‘বিচ্ছিন্নতাবাদী’ বলে আখ্যা দিয়েছে।
কয়েক মাস ধরেই তাইওয়ান ঘিরে টহল দিচ্ছে চীনা সশস্ত্র বাহিনীর নৌযানগুলো। এমনকি চীনা বিমানবাহিনীর যুদ্ধবিমানও একাধিকবার তাইওয়ানের আকাশসীমায় মহড়া দিয়েছে। গত জানুয়ারি মাসে উইলিয়াম লাই নির্বাচিত হওয়ার পর থেকেই এ ধরনের চীনা মহড়া ব্যাপক আকার ধারণ করেছে।
উল্লেখ্য, উইলিয়াম লাই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে টানা চার বছর সাবেক প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। গতকাল দায়িত্ব গ্রহণের পর ৬৪ বছর বয়সী এই নেতা বলেছেন, তাইওয়ানিজদের (চীনা) হুমকির বিষয়ে বাস্তববাদী হতে হবে এবং তাইওয়ানকে অবশ্যই আত্মরক্ষার জন্য তার দৃঢ় সংকল্প দেখাতে হবে।

জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
১ ঘণ্টা আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে এক ছাত্রীকে খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। নিহত ওই শিক্ষার্থীর নাম রুবিনা আমিনিয়ান। বয়স ২৩ বছর। তিনি তেহরানের শারিয়াতি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়াশোনা করছিলেন।
২ ঘণ্টা আগে
সার্জিও গোর ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সারা বিশ্ব ভ্রমণ করেছি এবং আমি হলফ করে বলতে পারি যে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর বন্ধুত্ব অত্যন্ত গভীর ও অকৃত্রিম। আমাদের দুই দেশ শুধু অভিন্ন স্বার্থেই নয়, বরং সর্বোচ্চ পর্যায়ের এক দৃঢ় সম্পর্কের...
২ ঘণ্টা আগে
যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
৪ ঘণ্টা আগে