
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একসঙ্গে কাজ করতে চায় চীন ও যুক্তরাষ্ট্র। আজ রোবার একটি যৌথ বিবৃতিতে এমনটি বলা হয়েছে।
গত সপ্তাহে সাংহাইতে চীনের জলবায়ু সংক্রান্ত দূত জি ঝেনহুয়া এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু সংক্রান্ত বিশেষ দূত জন কেরির মধ্যে বেশ কয়েকটি বৈঠকের পর তারা এ সিদ্ধান্তে একমত পোষণ করেছেন।
বিবৃতিতে বলা হয়, তারা উভয়ই ক্ষতিকর গ্যাসের নির্গমন হ্রাস করার জন্য আরও নির্দিষ্ট পদক্ষেপে সম্মত হয়েছেন।
চলতি সপ্তাহে একটি জলবায়ু সম্মেলনের আয়োজন করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চীনেও জানিয়েছে তারা এটির অপেক্ষায় রয়েছে।
তবে ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে যাওয়া এ সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং অংশ নেবেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিবৃতিতে বলা হয়েছে, জলবায়ু সংকট মোকাবিলায় একে অপরকে সহায়তা এবং অন্যান্য দেশের সঙ্গেও একত্রে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র এবং চীন। প্রয়োজন অনুযায়ী গুরুত্ব এবং জরুরিভাবে এসব কাজ করা হবে।
যৌথ বিবৃতিতে আরও বলা হয়, উভয় দেশই ২০২০-এর দশকে প্যারিস চুক্তি অনুযায়ী তাপমাত্রা সীমার মধ্যে রাখতে ক্ষতিকর গ্যাসের নির্গমনকে হ্রাস করার লক্ষ্যে দৃঢ় ব্যবস্থা নেওয়ার জন্য পদক্ষেপের বিষয়ে আলোচনা চালিয়ে যাবে।
এ বিষয়ে বিষয়টিকে ‘ ইতিবাচক’ আখ্যা দিয়েছে পরিবেশ বিষয়ক গ্রুপ গ্রিনপিসের সিনিয়র উপদেষ্টা লি শুও । তিনি বলেন, চীন এবং যুক্তরাষ্ট্রের সহায়তা করার ঘোষণা একটি দ্ব্যর্থহীন বার্তা দেয়। সাংহাই বৈঠকের আগে এমন কিছু ঘোষণা আসতে পারে এ নিয়ে আমাদের কোনো ধারণা ছিল না।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একসঙ্গে কাজ করতে চায় চীন ও যুক্তরাষ্ট্র। আজ রোবার একটি যৌথ বিবৃতিতে এমনটি বলা হয়েছে।
গত সপ্তাহে সাংহাইতে চীনের জলবায়ু সংক্রান্ত দূত জি ঝেনহুয়া এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু সংক্রান্ত বিশেষ দূত জন কেরির মধ্যে বেশ কয়েকটি বৈঠকের পর তারা এ সিদ্ধান্তে একমত পোষণ করেছেন।
বিবৃতিতে বলা হয়, তারা উভয়ই ক্ষতিকর গ্যাসের নির্গমন হ্রাস করার জন্য আরও নির্দিষ্ট পদক্ষেপে সম্মত হয়েছেন।
চলতি সপ্তাহে একটি জলবায়ু সম্মেলনের আয়োজন করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চীনেও জানিয়েছে তারা এটির অপেক্ষায় রয়েছে।
তবে ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে যাওয়া এ সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং অংশ নেবেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিবৃতিতে বলা হয়েছে, জলবায়ু সংকট মোকাবিলায় একে অপরকে সহায়তা এবং অন্যান্য দেশের সঙ্গেও একত্রে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র এবং চীন। প্রয়োজন অনুযায়ী গুরুত্ব এবং জরুরিভাবে এসব কাজ করা হবে।
যৌথ বিবৃতিতে আরও বলা হয়, উভয় দেশই ২০২০-এর দশকে প্যারিস চুক্তি অনুযায়ী তাপমাত্রা সীমার মধ্যে রাখতে ক্ষতিকর গ্যাসের নির্গমনকে হ্রাস করার লক্ষ্যে দৃঢ় ব্যবস্থা নেওয়ার জন্য পদক্ষেপের বিষয়ে আলোচনা চালিয়ে যাবে।
এ বিষয়ে বিষয়টিকে ‘ ইতিবাচক’ আখ্যা দিয়েছে পরিবেশ বিষয়ক গ্রুপ গ্রিনপিসের সিনিয়র উপদেষ্টা লি শুও । তিনি বলেন, চীন এবং যুক্তরাষ্ট্রের সহায়তা করার ঘোষণা একটি দ্ব্যর্থহীন বার্তা দেয়। সাংহাই বৈঠকের আগে এমন কিছু ঘোষণা আসতে পারে এ নিয়ে আমাদের কোনো ধারণা ছিল না।

স্টেট ডিপার্টমেন্টের দেওয়া ব্যাখ্যা অনুযায়ী, যেসব আবেদনকারীর দুটি দেশের নাগরিকত্ব (দ্বৈত নাগরিক) রয়েছে এবং যাঁরা ভিসার জন্য আবেদন করছেন এমন একটি দেশের বৈধ পাসপোর্ট ব্যবহার করে, যে দেশটি নিষেধাজ্ঞার তালিকায় নেই—তাঁরা এই ভিসা স্থগিতের আওতায় পড়বেন না।
৭ মিনিট আগে
আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের শীর্ষ নেতৃত্বে গভীর মতপার্থক্য ও ক্ষমতার দ্বন্দ্বের চিত্র উঠে এসেছে বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে। এই দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। বাইরের হুমকির বদলে সরকারের ভেতরের বিভক্তিই এখন তাঁর সবচেয়ে বড় উদ্বেগের ক
১১ মিনিট আগে
২৬ বছর বয়সী ওই যুবকের নাম এরফান সোলতানি। তাঁকে ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) তেহরানের পশ্চিমে অবস্থিত শহর ফারদিসের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। নরওয়েভিত্তিক কুর্দি মানবাধিকার সংগঠন হেনগাও জানায়, গ্রেপ্তারের কয়েক দিনের মধ্যেই কর্তৃপক্ষ তাঁর পরিবারকে জানায়, বুধবার তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
১ ঘণ্টা আগে
দক্ষিণ চীন সাগরে মহড়া শেষ করে মার্কিন বিমানবাহী রণতরী সেখান থেকে সরে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা করেছে বলে জানা গেছে। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই খবরের ঠিক আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দেন।
৪ ঘণ্টা আগে