
চীনের একটি স্টেডিয়ামে ব্যায়ামের সময় গাড়িচাপায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৩ জনের বেশি। গতকাল সোমবার সন্ধ্যায় চীনের দক্ষিণাঞ্চলে গুয়াংডং প্রদেশের ঝুহাইয়ের একটি স্টেডিয়ামের বাইরে এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকল বা এসইউভি গাড়ি চালিয়ে স্টেডিয়ামের বাইরের প্রতিবন্ধকতা ভেঙে ঝুহাই স্পোর্টস সেন্টারের ভেতরে ঢুকে যান এক চালক। পুলিশ তাঁর ডাকনাম বলছে ফান (৬২)। এতে বেশ কয়েকজন আহত হন। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চালককে গ্রেপ্তার করা হয়। তবে আহত হওয়ায় বর্তমানে তিনি কোমায় আছেন।
পুলিশ আরও জানিয়েছে, প্রাথমিক অনুমান, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর সম্পত্তি বণ্টনের বিষয়টি নিয়ে বেশ হতাশ ছিলেন ফান। এ কারণে তিনি এ ধরনের কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। কিন্তু কোমায় থাকায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।
পরে কয়েকজন প্রত্যক্ষদর্শী পুরো দুর্ঘটনার ভিডিও শেয়ার করেছিলেন চীনা সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। পরে সেগুলো সরিয়ে ফেলা হলেও এখনো অনলাইনে কিছু ভিডিও রয়ে গেছে। বিভিন্ন ভিডিও থেকে দেখা গেছে, অনেক মানুষ মাটিতে শুয়ে আছেন এবং পথচারী ও প্যারামেডিকেরা তাঁদের সেবা–শুশ্রূষা করছেন।
চেন নামের একজন প্রত্যক্ষদর্শী চীনের চাইসিন সাময়িকীকে বলেছেন, বেশ কয়েকজন ব্যক্তি সকালের ব্যায়ামের জন্য স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন। ঠিক তখনই দুর্ঘটনাটি ঘটে। তিনি বলেন, তাঁদের দলটি স্টেডিয়ামের চারদিকে তৃতীয়বার চক্কর দেওয়ার পর দ্রুতগতির একটি গাড়ি তাঁদের দিকে ছুটে আসে। এ সময় গাড়ির ধাক্কায় অনেকে মাটিতে লুটিয়ে পড়েন।
আহত ব্যক্তিদের মধ্যে অনেক প্রবীণ ব্যক্তি আছেন। এ ছাড়া শিশু-কিশোরেরাও আহত হয়েছে। সব মিলিয়ে ৪৩ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, আহতদের কারও পরিস্থিতিই গুরুতর নয়। সবাই প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠেছেন।
এই দুর্ঘটনার পর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আহতদের চিকিৎসার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন। রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, প্রেসিডেন্ট অপরাধীকে আইন অনুযায়ী শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন।

চীনের একটি স্টেডিয়ামে ব্যায়ামের সময় গাড়িচাপায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৩ জনের বেশি। গতকাল সোমবার সন্ধ্যায় চীনের দক্ষিণাঞ্চলে গুয়াংডং প্রদেশের ঝুহাইয়ের একটি স্টেডিয়ামের বাইরে এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকল বা এসইউভি গাড়ি চালিয়ে স্টেডিয়ামের বাইরের প্রতিবন্ধকতা ভেঙে ঝুহাই স্পোর্টস সেন্টারের ভেতরে ঢুকে যান এক চালক। পুলিশ তাঁর ডাকনাম বলছে ফান (৬২)। এতে বেশ কয়েকজন আহত হন। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চালককে গ্রেপ্তার করা হয়। তবে আহত হওয়ায় বর্তমানে তিনি কোমায় আছেন।
পুলিশ আরও জানিয়েছে, প্রাথমিক অনুমান, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর সম্পত্তি বণ্টনের বিষয়টি নিয়ে বেশ হতাশ ছিলেন ফান। এ কারণে তিনি এ ধরনের কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। কিন্তু কোমায় থাকায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।
পরে কয়েকজন প্রত্যক্ষদর্শী পুরো দুর্ঘটনার ভিডিও শেয়ার করেছিলেন চীনা সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। পরে সেগুলো সরিয়ে ফেলা হলেও এখনো অনলাইনে কিছু ভিডিও রয়ে গেছে। বিভিন্ন ভিডিও থেকে দেখা গেছে, অনেক মানুষ মাটিতে শুয়ে আছেন এবং পথচারী ও প্যারামেডিকেরা তাঁদের সেবা–শুশ্রূষা করছেন।
চেন নামের একজন প্রত্যক্ষদর্শী চীনের চাইসিন সাময়িকীকে বলেছেন, বেশ কয়েকজন ব্যক্তি সকালের ব্যায়ামের জন্য স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন। ঠিক তখনই দুর্ঘটনাটি ঘটে। তিনি বলেন, তাঁদের দলটি স্টেডিয়ামের চারদিকে তৃতীয়বার চক্কর দেওয়ার পর দ্রুতগতির একটি গাড়ি তাঁদের দিকে ছুটে আসে। এ সময় গাড়ির ধাক্কায় অনেকে মাটিতে লুটিয়ে পড়েন।
আহত ব্যক্তিদের মধ্যে অনেক প্রবীণ ব্যক্তি আছেন। এ ছাড়া শিশু-কিশোরেরাও আহত হয়েছে। সব মিলিয়ে ৪৩ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, আহতদের কারও পরিস্থিতিই গুরুতর নয়। সবাই প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠেছেন।
এই দুর্ঘটনার পর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আহতদের চিকিৎসার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন। রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, প্রেসিডেন্ট অপরাধীকে আইন অনুযায়ী শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন।

উগান্ডার প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনির সমর্থকদের কাছে সদ্যসমাপ্ত নির্বাচনে তাঁর বিপুল বিজয় ৪০ বছরের শাসনেরই এক ধরনের স্বীকৃতি। নির্বাচনে তিনি পেয়েছেন ৭২ শতাংশ ভোট। এটি তাঁর সর্বোচ্চ প্রাপ্ত ভোটের কাছাকাছি। ১৯৯৬ সালে উগান্ডার প্রথম সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পেয়েছিলেন ৭৪ শতাংশ ভোট।
৩ মিনিট আগে
ইন্দোনেশিয়ার উদ্ধারকারীরা নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন। ধারণা করা হচ্ছে, মেঘাচ্ছন্ন আবহাওয়ায় সুলাওয়েসি দ্বীপের পাহাড়ি অঞ্চলে পৌঁছানোর সময় বিমানটি বিধ্বস্ত হয়। ওই বিমানে ১১ জন আরোহী ছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দিতে ইচ্ছুক দেশগুলোর কাছে ১ বিলিয়ন ডলার অর্থ জোগানোর শর্ত দিচ্ছেন। এই অর্থের নিয়ন্ত্রণ থাকবে ট্রাম্পের হাতেই। এমনটি জানা গেছে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলের চালানো গণহত্যামূলক যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে ট্রাম্প প্রথম এই বোর্ডের কথা প্রকাশ করেন। সে সময় তিনি বলেছিলেন, এই সংস্থাটি গাজায় ‘শাসনব্যবস্থা গড়ে তোলা, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ, বৃহৎ তহবিল সংগ্রহ এবং মূলধন ব্যবস্থাপনা’ তদারকি করবে।
৩ ঘণ্টা আগে