
তৃতীয় বিমানবাহী রণতরি উদ্বোধন করেছে চীনের সশস্ত্র বাহিনী। এটি সম্পূর্ণভাবে চীনা প্রযুক্তি এবং চীনা উপকরণ ব্যবহার করে তৈরি প্রথম কোনো রণতরি। তাইওয়ান ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান টানাপোড়েনের মধ্যেই চীনের তরফ থেকে এই রণতরি চালুর ঘোষণা দেওয়া হলো। স্থানীয় সময় শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
সাংহাই শিপইয়ার্ডের তৈরি এই রণতরিটি এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়। এই রণতরিটির নাম রাখা হয়েছে ‘ফুজিয়ান’। চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ‘এটি সম্পূর্ণভাবে চীনে নকশা করা এবং তৈরি প্রথম ক্যাটাপুল্ট রণতরি।’
সিসিটিভি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরও জানিয়েছে, কর্মক্ষম হয়ে উঠতে ‘ফুজিয়ান’ রণতরির আরও বছরখানেক সময় লেগে যাবে। তবে, ঠিক কবে নাগাদ রণতরিটি কার্যক্রম শুরু করবে তার বিস্তারিত কোনো তথ্য জানায়নি চীন। তবে সিসিটিভি জানিয়েছে, ‘নির্ধারিত পরিকল্পনা মোতাবেকই রণতরিটির যাত্রা শুরু করবে।’
বর্তমানে চীনের নৌবাহিনীতে দুটি বিমানবাহী রণতরি রয়েছে। এর প্রথমটি হলো লিয়াওনিঙ যা ২০১২ সালে চালু করা হয়। অপর রণতরি শ্যানডং চালু করা হয় ২০১৯ সালে।
বিশ্বে বর্তমানে সবচেয়ে বেশি বিমানবাহী রণতরি রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। দেশটির বর্তমানে ১১টি সক্রিয় বিমানবাহী রণতরি রয়েছে। এরপরই চীন এবং ব্রিটেনের অবস্থান। জেনস ডিফেন্স ম্যাগাজিনের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান নিশ্চিত করেছে, উভয় দেশের কাছেই দুটি করে বিমানবাহী রণতরি রয়েছে। তবে ‘ফুজিয়ান’ চালুর পর চীন ব্রিটেনের চেয়ে এক ধাপ এগিয়ে যাবে।
চীনের বর্তমান প্রেসিডেন্ট সি চিন পিং ২০১২ সালে ক্ষমতায় আসার পর ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে ২০২৭ সাল নাগাদ তিনি দেশটির সশস্ত্র বাহিনীকে ‘সম্পূর্ণ আধুনিক’ একটি বাহিনী হিসেবে গড়ে তুলতে চান।

তৃতীয় বিমানবাহী রণতরি উদ্বোধন করেছে চীনের সশস্ত্র বাহিনী। এটি সম্পূর্ণভাবে চীনা প্রযুক্তি এবং চীনা উপকরণ ব্যবহার করে তৈরি প্রথম কোনো রণতরি। তাইওয়ান ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান টানাপোড়েনের মধ্যেই চীনের তরফ থেকে এই রণতরি চালুর ঘোষণা দেওয়া হলো। স্থানীয় সময় শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
সাংহাই শিপইয়ার্ডের তৈরি এই রণতরিটি এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়। এই রণতরিটির নাম রাখা হয়েছে ‘ফুজিয়ান’। চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ‘এটি সম্পূর্ণভাবে চীনে নকশা করা এবং তৈরি প্রথম ক্যাটাপুল্ট রণতরি।’
সিসিটিভি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরও জানিয়েছে, কর্মক্ষম হয়ে উঠতে ‘ফুজিয়ান’ রণতরির আরও বছরখানেক সময় লেগে যাবে। তবে, ঠিক কবে নাগাদ রণতরিটি কার্যক্রম শুরু করবে তার বিস্তারিত কোনো তথ্য জানায়নি চীন। তবে সিসিটিভি জানিয়েছে, ‘নির্ধারিত পরিকল্পনা মোতাবেকই রণতরিটির যাত্রা শুরু করবে।’
বর্তমানে চীনের নৌবাহিনীতে দুটি বিমানবাহী রণতরি রয়েছে। এর প্রথমটি হলো লিয়াওনিঙ যা ২০১২ সালে চালু করা হয়। অপর রণতরি শ্যানডং চালু করা হয় ২০১৯ সালে।
বিশ্বে বর্তমানে সবচেয়ে বেশি বিমানবাহী রণতরি রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। দেশটির বর্তমানে ১১টি সক্রিয় বিমানবাহী রণতরি রয়েছে। এরপরই চীন এবং ব্রিটেনের অবস্থান। জেনস ডিফেন্স ম্যাগাজিনের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান নিশ্চিত করেছে, উভয় দেশের কাছেই দুটি করে বিমানবাহী রণতরি রয়েছে। তবে ‘ফুজিয়ান’ চালুর পর চীন ব্রিটেনের চেয়ে এক ধাপ এগিয়ে যাবে।
চীনের বর্তমান প্রেসিডেন্ট সি চিন পিং ২০১২ সালে ক্ষমতায় আসার পর ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে ২০২৭ সাল নাগাদ তিনি দেশটির সশস্ত্র বাহিনীকে ‘সম্পূর্ণ আধুনিক’ একটি বাহিনী হিসেবে গড়ে তুলতে চান।

ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
১ ঘণ্টা আগে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সরকার বিক্ষোভকারীদের কথা ‘শুনতে প্রস্তুত।’ তবে একই সঙ্গে তিনি জনগণকে সতর্ক করে দিয়েছেন যেন ‘দাঙ্গাকারী’ এবং ‘সন্ত্রাসী উপাদানগুলো’ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। খবর আল–জাজিরার।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে চলমান বিক্ষোভের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন দেশটিতে সামরিক হস্তক্ষেপসহ ‘কঠোর পদক্ষেপের’ কথা বিবেচনা করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে